নমস্য

বাশার ইবনে জহুর 

তারপর

তারপর তিনি এসে দাঁড়ালেন আমাদের মাঝে

অভূতপূর্ব দীপ্ততায় দিব্যকান্তি পৌরুষে।

 

দৃষ্টিতে সমতা হৃদয় কোমল প্রেম

চেতনায় গভীর অখন্ড ভালোবাসা।

 

লালিত স্বপ্নের ভেতর সৃষ্টির কস্তুরি ঘ্রাণ।

অতীতের বার্ধক্য সময়কে পায়ে দলে

 

অতঃপর

অতঃপর তিনি এলেন

নিপীড়িত জনতার কাতারে অলৌকিক দৃপ্ততায়।

ঐশী কন্ঠের হুহুংকারে আবার জাগলো জগন্ময়।

 

উদীপ্ত উচ্ছ্বাসে উদ্ভাসিত হলো

সূর্যোদয়ের মতো, শ্যামলিমার মতো এক পরিচ্ছন্ন নমঃ সুন্দর ভালোবাসা

একুশ শতকে আমরা তাঁর সংগ্রামী ভাগীদার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জন্মশতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি

নমস্য

বাশার ইবনে জহুর 

তারপর

তারপর তিনি এসে দাঁড়ালেন আমাদের মাঝে

অভূতপূর্ব দীপ্ততায় দিব্যকান্তি পৌরুষে।

 

দৃষ্টিতে সমতা হৃদয় কোমল প্রেম

চেতনায় গভীর অখন্ড ভালোবাসা।

 

লালিত স্বপ্নের ভেতর সৃষ্টির কস্তুরি ঘ্রাণ।

অতীতের বার্ধক্য সময়কে পায়ে দলে

 

অতঃপর

অতঃপর তিনি এলেন

নিপীড়িত জনতার কাতারে অলৌকিক দৃপ্ততায়।

ঐশী কন্ঠের হুহুংকারে আবার জাগলো জগন্ময়।

 

উদীপ্ত উচ্ছ্বাসে উদ্ভাসিত হলো

সূর্যোদয়ের মতো, শ্যামলিমার মতো এক পরিচ্ছন্ন নমঃ সুন্দর ভালোবাসা

একুশ শতকে আমরা তাঁর সংগ্রামী ভাগীদার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *