মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নাচের মুদ্রা 

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

নাচের মুদ্রা ভুল করে ফেলায়

নীরবে পুড়ছে সদ্য স্টেজ ফেরত মেয়েটি।

বিষণ্ন মুখে তাকিয়ে আছে

গালি ছুঁড়ছে টিপ আশ্রিত কপালটাকে।

 

ভুল সিদ্ধান্তে আমরাও পা ফেলি

দুমড়েমুচড়ে যাই জীবনের পরাজয়ে

থমকে যায় বেঁচে থাকার আনন্দ

উল্লাসে মাতে আমাদের পরাজয়।

 

নাচের মুদ্রার মতো ভুল করে ফেলি

আমাকে আমি চিনতে না পারায়।