মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

নিবেদন

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

এখানে কান্না ভিজিয়ে রেখেছি

কাচের বক্সে,ফরমালিনে!

যে হৃদয় তোমার কাছে-

সেটা আর ফরমালিনে ডোবানো হয়নি।

তুমি প্লিজ ওটা ফরমালিনে ডুবিয়ে রেখো।

ওতে তোমার জন্য ভালোবাসা আছে!

ভালোবাসা তো নিরেট,

আফসোস,হৃদয়টা একদিন পঁচে যাবে।