স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিশেষ সংখ্যা

অনিরুদ্ধ সরকার প্রথম এর কবিতা

পিতা

আমরা পিতৃহত্যার দায় নিয়ে

বেঁচে আছি প্রভু।

আমাদের ক্ষমা করো।

আমরা আমাদের পরিচয় মুছে ফেলার ঘৃণ্য স্বড়যন্ত্রের

পাপ বয়ে বেড়াচ্ছি প্রভু,

আমাদের ক্ষমা করো।

টুঙ্গিপাড়ার সাদা মার্বেল পাথরের কবর থেকে আওয়াজ আসে,”ওরা আমার সন্তান। আমার কোনো ক্ষতি ওরা করবে না।’’

আমাকে ঘুমের মধ্য ছিড়ে খায় এই দিব্যকন্ঠ,

আমি বারবার অপ্রকৃতিস্থ হয়ে যাই!

হায়েনাদের গুহা থেকে বাংলাদেশ নামের রক্তমাখা আহত হরিণশাবক উদ্ধার করে আনলো যে যোদ্ধা-

আমরা কাপুরষের খোলসে

সেই যোদ্ধাকে খুন করলাম।

আমরা পাপী,আমরা নরপিশাচ প্রভু

আমাদের ক্ষমা  করো।

আমরা শুধু একজন পিতা,

একজন ভাই,একজন হিমালয়,

একজন বাংলাদেশকে হত্যা করেই ক্ষান্ত হইনি।

তাঁকে নিয়ে ব্যাবসা করেছি,

কাঁদা ছোড়াছুড়ি করেছি রাজনীতির নোংরা নর্দমায়।

তার আদর্শ ছিঁড়ে খেয়েছি

শকুনের মতো।

হ্যাঁ,আমরা পাপী।

আমরা অপরাধী প্রভু।

আমাদের ক্ষমা করো।

আমরা ইতিহাস,তোমার ভালোবাসা,

তোমার বিশ্বাস খুন করেছি।

হে মৃত্যুঞ্জয়ী পুরুষোত্তম পিতা, আমাদের ক্ষমা করো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিশেষ সংখ্যা

অনিরুদ্ধ সরকার প্রথম এর কবিতা

পিতা

আমরা পিতৃহত্যার দায় নিয়ে

বেঁচে আছি প্রভু।

আমাদের ক্ষমা করো।

আমরা আমাদের পরিচয় মুছে ফেলার ঘৃণ্য স্বড়যন্ত্রের

পাপ বয়ে বেড়াচ্ছি প্রভু,

আমাদের ক্ষমা করো।

টুঙ্গিপাড়ার সাদা মার্বেল পাথরের কবর থেকে আওয়াজ আসে,”ওরা আমার সন্তান। আমার কোনো ক্ষতি ওরা করবে না।’’

আমাকে ঘুমের মধ্য ছিড়ে খায় এই দিব্যকন্ঠ,

আমি বারবার অপ্রকৃতিস্থ হয়ে যাই!

হায়েনাদের গুহা থেকে বাংলাদেশ নামের রক্তমাখা আহত হরিণশাবক উদ্ধার করে আনলো যে যোদ্ধা-

আমরা কাপুরষের খোলসে

সেই যোদ্ধাকে খুন করলাম।

আমরা পাপী,আমরা নরপিশাচ প্রভু

আমাদের ক্ষমা  করো।

আমরা শুধু একজন পিতা,

একজন ভাই,একজন হিমালয়,

একজন বাংলাদেশকে হত্যা করেই ক্ষান্ত হইনি।

তাঁকে নিয়ে ব্যাবসা করেছি,

কাঁদা ছোড়াছুড়ি করেছি রাজনীতির নোংরা নর্দমায়।

তার আদর্শ ছিঁড়ে খেয়েছি

শকুনের মতো।

হ্যাঁ,আমরা পাপী।

আমরা অপরাধী প্রভু।

আমাদের ক্ষমা করো।

আমরা ইতিহাস,তোমার ভালোবাসা,

তোমার বিশ্বাস খুন করেছি।

হে মৃত্যুঞ্জয়ী পুরুষোত্তম পিতা, আমাদের ক্ষমা করো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *