পৌষের নিশ্চুপ বিকেল-
ক্লান্ত শালিক ধীরে ধীরে হারিয়ে যায়
দিগন্তের ঐ কুয়াশার ক্যারাভানে।
আর তুমি!
যেন শালিকের মতো অবাক দৃষ্টিতে
তাকিয়ে আছ ক্লান্তিহীন চোখে,
তোমার কাজলকালো চোখদুটো
হারায় বেখেয়ালীর দৃষ্টির সীমান্তে।
লাল পাড়ের শাড়ি, এলোকেশী চুল
আজ মৃদু হাওয়ায় উড়ছে-
এই পৌষের মাধবী বিকেলে
যেন বাড়িয়ে দিয়েছে অদ্ভুত মুগ্ধতা
শুধুই তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে।