মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

পৌষের বিকেলে 

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

পৌষের নিশ্চুপ বিকেল-

ক্লান্ত শালিক ধীরে ধীরে হারিয়ে যায়

দিগন্তের ঐ কুয়াশার ক্যারাভানে।

 

আর তুমি!

যেন শালিকের মতো অবাক দৃষ্টিতে

তাকিয়ে আছ ক্লান্তিহীন চোখে,

তোমার কাজলকালো চোখদুটো

হারায় বেখেয়ালীর দৃষ্টির সীমান্তে।

 

লাল পাড়ের শাড়ি, এলোকেশী চুল

আজ মৃদু হাওয়ায় উড়ছে-

এই পৌষের মাধবী বিকেলে

যেন বাড়িয়ে দিয়েছে অদ্ভুত মুগ্ধতা

শুধুই তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে।