সোমের কৌমুদী এর কবিতা
মায়ের আঁচল ভরা সুখ কেন; বলো,
মায়ের বুকে সূর্য কেন দেয় এত আলো?
সবাই জানে সেই কথাটা, সবার প্রিয় তা
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
রাতের বুকে শশী দিল আলোর প্রদীপ জ্বেলে
সুখ দেবতা কেন তুমি মায়ের বুকে এলে?
অতিথি পাখি মায়ের কাছে বলে মনের কথা,
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
নদী সদা ছুটে চলে ঢেউয়ের নৃত্য তুলে
সবুজে সাজে মায়ের বুক হাসে প্রাণ খুলে।
শাখীর ফল রসে ভরা কেন এত মিঠা?
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
হৃদয় ভূমির কানন আজ স্বপ্ন বৃক্ষে ভরা
বাংলা ভাষায় গর্ব করে কেন গোটা ধরা?
মায়ের কোলে পায় না ঠাঁই দুঃখ-কলুষতা,
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
সোমের কৌমুদী এর কবিতা
মায়ের আঁচল ভরা সুখ কেন; বলো,
মায়ের বুকে সূর্য কেন দেয় এত আলো?
সবাই জানে সেই কথাটা, সবার প্রিয় তা
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
রাতের বুকে শশী দিল আলোর প্রদীপ জ্বেলে
সুখ দেবতা কেন তুমি মায়ের বুকে এলে?
অতিথি পাখি মায়ের কাছে বলে মনের কথা,
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
নদী সদা ছুটে চলে ঢেউয়ের নৃত্য তুলে
সবুজে সাজে মায়ের বুক হাসে প্রাণ খুলে।
শাখীর ফল রসে ভরা কেন এত মিঠা?
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।
হৃদয় ভূমির কানন আজ স্বপ্ন বৃক্ষে ভরা
বাংলা ভাষায় গর্ব করে কেন গোটা ধরা?
মায়ের কোলে পায় না ঠাঁই দুঃখ-কলুষতা,
স্বাধীনতা দিয়েছে সব, প্রিয় স্বাধীনতা।