প্রেয়সী আমার আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে
তোমার বিচার হবে একথা শুনে কাঠগড়ায় এসেছ
নুপুর পড়ে নিক্কণ তুলতে তুলতে,
মাথায় কয়েদি টুপি নয় খোঁপায় পড়েছ বকুলের মালা ,
হাতে লোহার বেড়ি নয় পরেছ নীল কাঁচের চুরি
ও তোমার জবানবন্দি তো নেওয়াই হলো না।
এবার তবে বলে দাও,
তুমি কেন আমার স্বপ্নে আসো।