মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বটগাছ

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

বড়ো হতে হতে

বটগাছ হয়ে গেলাম একদিন;

কত্তো ডাল-লতাপাতার ভার আমার উপরে!

তবুও মা ভাবছে-

আমি এখনো বোনা বীজ-ই আছি,

তাঁর পেটের মাটিতে।