হেলেন আরা সিডনীর কবিতা
আমি পাঁচ এক নই, পাঁচ দুই বায়ান্নর বাংলা
রক্ত রাঙার দীপ্ত সূর্য, মুষ্টিবদ্ধ অঙ্গীকারের বাংলা
আমি চিরকাঙ্খিত নক্ষত্র সম্ভারের মুক্ত বাংলা
মহাকাব্যের আঁচল বিছানো মাধুর্যময় সভ্যতার বাংলা।
কষ্ট-জলের সর্বস্ব ত্যাগের মহিমায় আমি বাংলা
ছন্দ সৌরভের শাশ্বত সত্যের আত্মবোধের বাংলা
বর্ণমালার পলিমাটির সাধনার মন্ত্রে ভালোবাসার বাংলা।
আমি রক্তজবা- কৃষ্ণচূড়া নানান বর্ণমালা বৃক্ষের বাংলা
ছোট্টশিশুর মুখের অনুরণিত গুচ্ছগুচ্ছ মিষ্টি ডাকের শুদ্ধ বাংলা
লড়াকু মায়েদের সন্তান রফিক- সালাম- বরকত- জব্বারের বাংলা
ভাষার সন্তানদের জীবনবাজীর সুদৃঢ় রক্তাক্ষরে লিখা এই বাংলা
রক্তাক্ত বুলেট বুকেও স্বাধীন দেশের প্রাণপ্রিয় পতাকায় আমি বাংলা।
হেলেন আরা সিডনীর কবিতা
আমি পাঁচ এক নই, পাঁচ দুই বায়ান্নর বাংলা
রক্ত রাঙার দীপ্ত সূর্য, মুষ্টিবদ্ধ অঙ্গীকারের বাংলা
আমি চিরকাঙ্খিত নক্ষত্র সম্ভারের মুক্ত বাংলা
মহাকাব্যের আঁচল বিছানো মাধুর্যময় সভ্যতার বাংলা।
কষ্ট-জলের সর্বস্ব ত্যাগের মহিমায় আমি বাংলা
ছন্দ সৌরভের শাশ্বত সত্যের আত্মবোধের বাংলা
বর্ণমালার পলিমাটির সাধনার মন্ত্রে ভালোবাসার বাংলা।
আমি রক্তজবা- কৃষ্ণচূড়া নানান বর্ণমালা বৃক্ষের বাংলা
ছোট্টশিশুর মুখের অনুরণিত গুচ্ছগুচ্ছ মিষ্টি ডাকের শুদ্ধ বাংলা
লড়াকু মায়েদের সন্তান রফিক- সালাম- বরকত- জব্বারের বাংলা
ভাষার সন্তানদের জীবনবাজীর সুদৃঢ় রক্তাক্ষরে লিখা এই বাংলা
রক্তাক্ত বুলেট বুকেও স্বাধীন দেশের প্রাণপ্রিয় পতাকায় আমি বাংলা।