আহমেদ নাফি
শীতের কিছু সুখ থাকে,
আচ্ছা, রাস্তায় শোয়া ছুট্টুর সুখ কেমন?
দুবছরের পুরোনো শোয়েটারে উষ্ণতা খুঁজে ছুট্টু,
ঝুলে পড়া হাতায় ভাব দিয়ে দিয়ে চলে যায় সকাল কফির শহরে
চায়ের দোকানের ছুট্টুর কি মনে হয় আজ খুব শীত?
পকেটে হাত গুজে একটু অবকাশের সুযোগ নেই তার।
হিমালয়ের আবার কিসের শীত!
উলের কাপড়ে শরীর জড়ালে কাজ হবে কি বলো!
কেটলির ফাকে একটু দাঁড়ালে উষ্ণতা নেয় জড়িয়ে তাকে।
আচ্ছা ছুট্টুর সুখ কি এতটুকুই?
ছুট্টুর শীত ছিল জ্বলন্ত এক বিপ্লব!
আহমেদ নাফি
শীতের কিছু সুখ থাকে,
আচ্ছা, রাস্তায় শোয়া ছুট্টুর সুখ কেমন?
দুবছরের পুরোনো শোয়েটারে উষ্ণতা খুঁজে ছুট্টু,
ঝুলে পড়া হাতায় ভাব দিয়ে দিয়ে চলে যায় সকাল কফির শহরে
চায়ের দোকানের ছুট্টুর কি মনে হয় আজ খুব শীত?
পকেটে হাত গুজে একটু অবকাশের সুযোগ নেই তার।
হিমালয়ের আবার কিসের শীত!
উলের কাপড়ে শরীর জড়ালে কাজ হবে কি বলো!
কেটলির ফাকে একটু দাঁড়ালে উষ্ণতা নেয় জড়িয়ে তাকে।
আচ্ছা ছুট্টুর সুখ কি এতটুকুই?
ছুট্টুর শীত ছিল জ্বলন্ত এক বিপ্লব!