মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বেঁচে থাকা মন্ত্র

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

ছেঁড়া কাগজের আকুতি জেনে

তোমার লাভ নেই

পথের ধূলোয় মিশে যাক সে।

পড়ে থাক আমার জগৎ

একমুঠো ঘুমে রাত জেগে গেলে

জীবনের উপমায় চাষ হবে ভূঁই।

 

বারবার মরণ মেখে শরীরে

অভিমান বাড়াতে চাই না।

একবার নদীজলে স্নান দিয়ে

মুদ্রণ করে নেব বেঁচে থাকা মন্ত্র।