মিনার বসুনীয়া এর কবিতা
তোমাকে ভীষণ ভালোবাসি-
বলা হয়নি বলে কলম ধরেছি আজ, সামনে বিস্তীর্ণ সবুজ মাঠ।
কিষানী মায়ের স্বপ্ন দোলে সবুজ ধানক্ষেতে
যেতে যেতে ফিরে চায় বারবার-
আমার মা!
পতাকা আনবে বলে সেই যে গেছে বাবা
আর ফিরে এলো না, আসেনি আজও-
সেই থেকে একটা গাঢ় সবুজ রঙা শাড়ির বড় লোভ তার!
বিজয় দিবসের অনুষ্ঠানে
যে শাড়িটা পরেছিলে, জীবনে প্রথমবার, লাল পাড়-
অনভ্যস্ত হাতে খুলে যাওয়া আঁচল
পেছনে লুটিয়ে পড়ে, সবুজে ঢেকে যায় পুরো মাঠ।
সহস্র রক্ত গাঁদা দিয়ে মাঝ মাঠে এঁকেছি লাল সূর্য
বৃদ্ধা মায়ের চোখে কিশোরীর হাসি!
সোনার বাংলা-
আমি তোমায় ভালোবাসি।
মিনার বসুনীয়া এর কবিতা
তোমাকে ভীষণ ভালোবাসি-
বলা হয়নি বলে কলম ধরেছি আজ, সামনে বিস্তীর্ণ সবুজ মাঠ।
কিষানী মায়ের স্বপ্ন দোলে সবুজ ধানক্ষেতে
যেতে যেতে ফিরে চায় বারবার-
আমার মা!
পতাকা আনবে বলে সেই যে গেছে বাবা
আর ফিরে এলো না, আসেনি আজও-
সেই থেকে একটা গাঢ় সবুজ রঙা শাড়ির বড় লোভ তার!
বিজয় দিবসের অনুষ্ঠানে
যে শাড়িটা পরেছিলে, জীবনে প্রথমবার, লাল পাড়-
অনভ্যস্ত হাতে খুলে যাওয়া আঁচল
পেছনে লুটিয়ে পড়ে, সবুজে ঢেকে যায় পুরো মাঠ।
সহস্র রক্ত গাঁদা দিয়ে মাঝ মাঠে এঁকেছি লাল সূর্য
বৃদ্ধা মায়ের চোখে কিশোরীর হাসি!
সোনার বাংলা-
আমি তোমায় ভালোবাসি।