মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

এস এম সাথী বেগমের কবিতা

ভাষার নারী

রাজপথে হেঁটেছো প্ল্যাকার্ড হাতে

ভয় ছিলো না মনে

এক সুরে উচ্চারণ করেছো

ভাষার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলা চাই।

পিছু হটাতে পারেনি রক্তে রাঙানো চোখ

এসেছো রাজপথে আগুনের টগবগে

শ্লোগানে শ্লোগানে কাঁপিয়ে দিলে

উর্দুভাষীদের বুকের দাপট।

ইডেন থেকে পোষ্ট অফিস

সেরা সৈনিক তোমরাই,

পুলিশি জুলুম চলবে না

তোমাদের ভয়ে কেউ এগুতে এলো না

তোমাদের আঁকা পোষ্টারে আতঙ্কিত ওরা।

আহতদের সেবা, ১৪৪ ধারা ভেঙে, জেলে ছিলে।

তোমাদের দেওয়া বাংলা ভাষা

নবজাতকও হেসে বলে মা মা

ভাষা সৈনিক নারী, 

ঋণী তোমাদের কাছে

স্যালুট, তোমাদের

তোমরাই সেরাদের সেরা দামী এই ভাষাভাষীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

এস এম সাথী বেগমের কবিতা

ভাষার নারী

রাজপথে হেঁটেছো প্ল্যাকার্ড হাতে

ভয় ছিলো না মনে

এক সুরে উচ্চারণ করেছো

ভাষার দাবিতে, রাষ্ট্রভাষা বাংলা চাই।

পিছু হটাতে পারেনি রক্তে রাঙানো চোখ

এসেছো রাজপথে আগুনের টগবগে

শ্লোগানে শ্লোগানে কাঁপিয়ে দিলে

উর্দুভাষীদের বুকের দাপট।

ইডেন থেকে পোষ্ট অফিস

সেরা সৈনিক তোমরাই,

পুলিশি জুলুম চলবে না

তোমাদের ভয়ে কেউ এগুতে এলো না

তোমাদের আঁকা পোষ্টারে আতঙ্কিত ওরা।

আহতদের সেবা, ১৪৪ ধারা ভেঙে, জেলে ছিলে।

তোমাদের দেওয়া বাংলা ভাষা

নবজাতকও হেসে বলে মা মা

ভাষা সৈনিক নারী, 

ঋণী তোমাদের কাছে

স্যালুট, তোমাদের

তোমরাই সেরাদের সেরা দামী এই ভাষাভাষীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *