মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

আবু হানিফ জাকারিয়ার কবিতা

ভাষার আর্তনাদ

ভাষা শহীদেরা ওপার থেকে করছে আর্তনাদ।

হাহুতাশ করে জীবিত ভাষা সৈনিক যারা

জীবন দিয়ে আর লড়াই করে আনল যে ভাষা।

সে ভাষার আজ কি যে করুণ দশা।

লৌকিক ভাষাপ্রেমী সুশীলদের নেই অপবাদ।

গুমরে কাঁদে আজ বেদনার্ত আত্মা 

বেহাল মাতৃভাষা করে আর্তনাদ 

লোকদেখানো ভাষাপ্রেম দেখে।

বর্ণমালা খচিত  শাড়ি -পাঞ্জাবি,

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দেয়া,

নাঙা পায়ে প্রভাতফেরি, দিনব্যাপী ভাষার গান,

দেশের গান, সবকিছুই কি মনের টানে?

নাকি সব লোক দেখানো আনুষ্ঠানিকতা?

মাতৃভাষার নেই সম্মান,শুধুই অবমাননা।

ইংরেজি ভাষায় দারুণ দখল, 

হিন্দি গানেও  দক্ষতা সমান,

পোশাক আশাকে সাহেবি ঢং

তারো আবার হাজারো রঙ।

সাদাকালোতে বাঙালি সাজার কি আপ্রাণ চেষ্টা।

একদিনের বাঙালি সেজে একি নয় প্রতারণা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাতৃভাষা দিবস সংখ্যা ২০২১ - পদাবলি

আবু হানিফ জাকারিয়ার কবিতা

ভাষার আর্তনাদ

ভাষা শহীদেরা ওপার থেকে করছে আর্তনাদ।

হাহুতাশ করে জীবিত ভাষা সৈনিক যারা

জীবন দিয়ে আর লড়াই করে আনল যে ভাষা।

সে ভাষার আজ কি যে করুণ দশা।

লৌকিক ভাষাপ্রেমী সুশীলদের নেই অপবাদ।

গুমরে কাঁদে আজ বেদনার্ত আত্মা 

বেহাল মাতৃভাষা করে আর্তনাদ 

লোকদেখানো ভাষাপ্রেম দেখে।

বর্ণমালা খচিত  শাড়ি -পাঞ্জাবি,

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দেয়া,

নাঙা পায়ে প্রভাতফেরি, দিনব্যাপী ভাষার গান,

দেশের গান, সবকিছুই কি মনের টানে?

নাকি সব লোক দেখানো আনুষ্ঠানিকতা?

মাতৃভাষার নেই সম্মান,শুধুই অবমাননা।

ইংরেজি ভাষায় দারুণ দখল, 

হিন্দি গানেও  দক্ষতা সমান,

পোশাক আশাকে সাহেবি ঢং

তারো আবার হাজারো রঙ।

সাদাকালোতে বাঙালি সাজার কি আপ্রাণ চেষ্টা।

একদিনের বাঙালি সেজে একি নয় প্রতারণা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *