মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

যদি যাই

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

যদি যাই অলক্ষ্যেই চলে যাবো ঘোষণাবিহীন

দীর্ঘ জীবন কাজ সংসার উদযাপন অসমাপ্ত পাণ্ডুলিপি রেখে

প্রস্থানের কালো নৌকায় তুলে দেবো পাল

যদি যাই একমাত্র আমাকে নিয়ে আমি চলে যাবো।

 

 

জন্ম শত বর্ষে

বাশার ইবনে জহুর

 

স্বাধীনতার

ডাক দিয়েছেন

যিনি

আমরা তাঁকে

এক নামেতে

চিনি।

 

এ দেশটিতে

যাঁর দান

তিনি আর কেউ নন

শেখ মজিবুর রহমান।

 

জন্ম

শতবর্ষে

খুলে মন- প্রাণ,

এসো সবে

এক সুরে

গাই

তা-রি জয়গান।