মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

যদি

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

যদি

আমায় মনে পড়ে

হঠাৎ

সন্ধে কি বা ভোরে

আমার কথা ভেবে তোমার

চোখ ছুঁয়ে দেয় জল

 

জেনো

পাশেই আমি আছি

মনের

ভীষণ কাছাকাছি

এমন করেই সারাজীবন

থাকবো অবিচল।