এক যুগ আগে তোমাকে যেমনটি দেখেছিলাম,
তুমি সেই সদ্য যুবক ই রয়ে গেছো আমার কাছে,
তোমার বয়স একটুও বাড়েনি,বাড়েনা।
দেয়াল ঘড়ির নষ্ট কাটায় তোমার বয়স আটকে গেছে।আর আমার বয়স বেড়ে; চুলেও আজ পাক ধরেছে।
সময় আমায় একটুও মার্জনা করেনি,করেনা।
মনে পড়ে…!!
ঠিক ঘোর সন্ধ্যাবেলায়,
বারান্দার ওই বেলকনিটায়,
তোমার তালে তাল মেলাতাম
তোমার সুরে সুর সাজাতাম!
জানো!এখনও আমি সন্ধ্যা হলেই
বসে পড়ি সুর মেলাতেই।
বেসুরো সব আওয়াজ আসে
স্মৃতির বীণা অট্ট হাসে।
মনের মাঝে সে এক রোখ,
তখনও তুমি সদ্য যুবক!
তুমি নেই ভাবতে গেলেই
হারিয়ে ফেলি এই নিজেকেই।
শেষ প্রহরের পান্থপথে
হবে কি দেখা তোমার সাথে?
আর যদি বুজে দুচোখ
থাকবে তুমি সদ্য যুবক!
আমার মাঝে বৃদ্ধ কভু হবেনা,
বয়স তোমায় ছোঁয়ার সাহস পাবেইনা!