মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শিরোনামহীন বসন্তের সুবোধ

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

চুমুর দাগে যেখানে গর্ভবতী হয়

ক্ষুধার্ত কুটুম, সেখান থেকে ভেসে আসে

পরনিন্দার বর্ণনায় শামুকের গান!

মানপতনের সনাক্তপত্র হাতে রেখে

বন্দনাবাক্য সাজায়-

বৃত্তাকার আশ্রমের পোড়াঘরে।

 

আহা, মরা মাছিদের মহাসম্রাট,

বহুকালের অভ্যাসের দাসত্বে দাম্ভিক!

 

চেনা মানুষের শহর,

মনুষ্যত্ব বিকানো খোলস ভেঙে

নক্ষত্রের জ্বলজ্বলে আলোয়

পরিশুদ্ধ হও, ফিরতি পথে।