মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শীতঝরি

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

ভয়ে মরি শীতঝরি

টুপটাপ ঝরছে,

বৃষ্টি সে দৃষ্টিতে

ঝিরঝিরে পড়ছে।

 

গাছপাতা ভাঁজ খাতা

ফিসফিস বলছে,

ওই দুরে মেঘ পুড়ে

কুয়াশায় জ্বলছে!

 

মেঘ ঢাকা ধীর চাকা

ধিকধিক চলছে,

আলোতেও ভাল নেই

মাথা যেন টলছে।

 

শীত বুড়ি থুরথুরি

হিম হিম কাঁপছে,

ফুলঝুরি যায় উড়ি

আরও শীত চাপছে?