শ্রদ্ধা জনক 

 মাসুদ বশীর 

ঐ-

তর্জনী ইশারায় শুভ্র মেঘের গর্জনে বিজলী শিখায় লেখা হলো অমর কবিতা অমর গানঃ

এবারের সংগ্রাম…

কোটি প্রাণের গভীরে ধ্বনিত হলো অবিনাশী শব্দাবলীঃ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা

তোমার নেতা আমার নেতা-

শেখ মুজিব শেখ মুজিব…

 

জনক-

তোমার সোনার বাংলা আজ স্বাধীন,

তোমার জন্মে আজন্ম অমলিন তুমি।

তুমি এসেছিলে তাই পেয়েছি স্বাধীনতা,

পেয়েছি স্বদেশ ভূমি, চির উজ্জ্বল চির ভাস্বর

সবুজের বুকে রক্তলাল পতপত পতাকাখানি,

পেয়েছি মানচিত্র জুড়ে আঁকা চির গর্বিত

প্রাণপ্রিয় মাতৃভূমি-

বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ,

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…

 

জনক-

আজ এইদিনে বাংলার আকাশ বাতাস মুখরিত,

শ্রদ্ধা অবনত শিরে দোয়েলের শিসে ঝরছে-

বঙ্গবন্ধু নাম…

 

জাতির জনক-

এইদিনে লহ মোর গভীর শ্রদ্ধাভরা-

অকৃত্রিম বিনম্র প্রণাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জন্মশতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধা জনক 

 মাসুদ বশীর 

ঐ-

তর্জনী ইশারায় শুভ্র মেঘের গর্জনে বিজলী শিখায় লেখা হলো অমর কবিতা অমর গানঃ

এবারের সংগ্রাম…

কোটি প্রাণের গভীরে ধ্বনিত হলো অবিনাশী শব্দাবলীঃ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা

তোমার নেতা আমার নেতা-

শেখ মুজিব শেখ মুজিব…

 

জনক-

তোমার সোনার বাংলা আজ স্বাধীন,

তোমার জন্মে আজন্ম অমলিন তুমি।

তুমি এসেছিলে তাই পেয়েছি স্বাধীনতা,

পেয়েছি স্বদেশ ভূমি, চির উজ্জ্বল চির ভাস্বর

সবুজের বুকে রক্তলাল পতপত পতাকাখানি,

পেয়েছি মানচিত্র জুড়ে আঁকা চির গর্বিত

প্রাণপ্রিয় মাতৃভূমি-

বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশ,

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…

 

জনক-

আজ এইদিনে বাংলার আকাশ বাতাস মুখরিত,

শ্রদ্ধা অবনত শিরে দোয়েলের শিসে ঝরছে-

বঙ্গবন্ধু নাম…

 

জাতির জনক-

এইদিনে লহ মোর গভীর শ্রদ্ধাভরা-

অকৃত্রিম বিনম্র প্রণাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *