মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বর্গচারিনী

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ৬:২৮ অপরাহ্ণ

পদাবলি

তুমি তো রোজ সন্ধ্যার সাথে জেগে ওঠো।

স্বর্গচারিনী তুমি-

নেচে বেড়াও আমার ভেতরে।

ভাঙ্গা পাঁজরে স্পষ্ট;

তোমার পদচিহ্ন।

আমি পড়ে থাকি নিষ্প্রাণ

পুরনো এ্যাশট্রে’র ওপরে।

নিঃশ্বাস তবু থামে না।

 

তুমি তো রোজ মঞ্চনাট্যে মেতে ওঠো।

মরীচিকার ছায়ার আড়ালে বসে থিয়েটার!

আমি একা দর্শক-

বসে থাকি নিশ্চুপ। তাই

প্রশংসার ঝড় ওঠে না।

 

তুমি তো রোজ কুয়াশা হয়ে জমে থাকো

আমার জানালার কাঁচে;

ফের বাতাসের সাথে মিশে যাও।

আমি এর কারণ বুঝি না।

 

তুমি তো লালের মায়ায়-

সেজে ওঠো, হেসে ওঠো রোজ।

আমি মুগ্ধতার সীমা হাতরে বেড়াই।

স্বর্গচারিনী তুমি-

রোজ তোমার মাঝে জেগে ওঠে

অজস্র, সহস্র দেবী!