প্রমথ রায় এর কবিতা
আমি সারারাত ফেসবুকের সবুজ বাতি জ্বেলে রেখে ভাবি
এ রাত আমি কিনেছি স্বাধীনতার দামে,
সারারাত গল্প করে কি আমরা প্যাট্রিয়ট হতে পারি
কিংবা কাঠের বন্দুক হাতে যুদ্ধের অভিনয় করে
প্রথম পুরস্কার পাওয়া আমরা দূর্বলতা।
আমি জিতে যাই বলে দেশ প্রেমিক নই
আমি হেরে যাই বলে দেশপ্রেমিক নই
বরং দেশপ্রেমকে টাইমলাইনে রেখে
আমরা স্বাধীনভাবে গল্প করি; স্বাধীনতার নয়
বরং এক দুই করে গুণতে থাকি আমার দেশপ্রেমে লাইক লাভের সংখ্যা।
অতঃপর আমি আমার দেশকে ভালোবাসি।
প্রমথ রায় এর কবিতা
আমি সারারাত ফেসবুকের সবুজ বাতি জ্বেলে রেখে ভাবি
এ রাত আমি কিনেছি স্বাধীনতার দামে,
সারারাত গল্প করে কি আমরা প্যাট্রিয়ট হতে পারি
কিংবা কাঠের বন্দুক হাতে যুদ্ধের অভিনয় করে
প্রথম পুরস্কার পাওয়া আমরা দূর্বলতা।
আমি জিতে যাই বলে দেশ প্রেমিক নই
আমি হেরে যাই বলে দেশপ্রেমিক নই
বরং দেশপ্রেমকে টাইমলাইনে রেখে
আমরা স্বাধীনভাবে গল্প করি; স্বাধীনতার নয়
বরং এক দুই করে গুণতে থাকি আমার দেশপ্রেমে লাইক লাভের সংখ্যা।
অতঃপর আমি আমার দেশকে ভালোবাসি।