মোহাম্মদ সাব্বির হাসান সোহান এর কবিতা
বাংলার আকাশেতে ওঠেনিকো সূর্য
মানুষের মনে তবু আশা ছিল ধৈর্য।
বিপদের নিশানেতে জ্বালিয়ে আগুন,
বলেছিল বাংলাকে এবার জাগুন।
অশ্বত্থের ছায়া ঘেরা বাংলার বুকে
বণ্ঞ্চিত নর-নারী মরেছিল ধুঁকে।
তর্জনী ধরিয়েছে বিজয়ের নেশা,
সবুজ ধানের ক্ষেত খরস্রোতা ঘেঁষা।
ভিরুতার আবরণ ছিড়েখুঁড়ে সবে,
তুলেছে অস্ত্র হাতে ডেকেছিলো যবে।
জন্মের পরে তবু নয় মাস ধরে,
উড়াতে নিশান সবে গিয়েছে যে লড়ে।
রক্তের তটিনীতে স্বধীনতা হাসে,
এখনো বাতাসময় অধীনতা ভাসে।
অধিকার সরিয়ে, দিয়ে যায় যা-তা,
কবে তবে স্বাদ পাবো মুক্তির,মাতা?
মোহাম্মদ সাব্বির হাসান সোহান এর কবিতা
বাংলার আকাশেতে ওঠেনিকো সূর্য
মানুষের মনে তবু আশা ছিল ধৈর্য।
বিপদের নিশানেতে জ্বালিয়ে আগুন,
বলেছিল বাংলাকে এবার জাগুন।
অশ্বত্থের ছায়া ঘেরা বাংলার বুকে
বণ্ঞ্চিত নর-নারী মরেছিল ধুঁকে।
তর্জনী ধরিয়েছে বিজয়ের নেশা,
সবুজ ধানের ক্ষেত খরস্রোতা ঘেঁষা।
ভিরুতার আবরণ ছিড়েখুঁড়ে সবে,
তুলেছে অস্ত্র হাতে ডেকেছিলো যবে।
জন্মের পরে তবু নয় মাস ধরে,
উড়াতে নিশান সবে গিয়েছে যে লড়ে।
রক্তের তটিনীতে স্বধীনতা হাসে,
এখনো বাতাসময় অধীনতা ভাসে।
অধিকার সরিয়ে, দিয়ে যায় যা-তা,
কবে তবে স্বাদ পাবো মুক্তির,মাতা?