আহসান লাবিব এর কবিতা
স্বাধীনতা আমার কাছে,
ফুটপাত, রাস্তায় জীর্ণশীর্ণ শরীরে চিৎ হয়ে শুয়ে থাকা।
স্বাধীনতা আমার কাছে
শহীদ মিনারের দোরগোড়ায় উলঙ্গ হয়ে রাত্রি যাপন।
স্বাধীনতা আমার কাছে,
ময়লার ডাস্টবিন থেকে পাওয়া আহার,
খেয়ে ফেলি নির্দ্বিধায়; বুঝতে পারি না বাসি পঁচা গন্ধ।
স্বাধীনতা আমার কাছে,
১০ঃ৬ অনুপাতের পতাকার বদলে
বিকৃত লাল সবুজের গোলক ধাঁধাঁ।
স্বাধীনতা আমার কাছে,
নির্বাক জনতার বিদ্রোহহীন ক্ষীণ কণ্ঠ।
স্বাধীনতা আমার কাছে,
ব্যর্থ যুকের ক্ষয়ে যাওয়া পায়ের স্যান্ডেল__
বুক পকেট ভর্তি শূন্য আশা।
স্বাধীনতা আমার কাছে,
ছাত্রদের কাঁধে চেপে দেওয়া এক ব্যাগ নিশ্চুপ ক্রন্দন।
স্বাধীনতা আমার কাছে,
ধর্মীয় দাঙ্গা ফাসাদ, হানাহানি, খুন
রাজপথ ভেজা রক্ত।
স্বাধীনতা আমার কাছে,
ঝুপড়ির দোকানে চায়ে চুমুক,
সিগারেটের ধোঁয়ায় রাজনৈতিক দ্বন্দ্ব।
স্বাধীনতা আমার কাছে,
মায়ের কোলের ক্ষুধার্ত শিশুর
ছটপটানো পেট ভর্তি জেদ।
স্বাধীনতা আমার কাছে,
অন্যায়ের বিরুদ্ধে অন্তরে নিভে থাকা ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা আমার কাছে,
দলীয় স্লোগানের ভিড়ে আটকে পরা
অ্যাম্বুলেন্সের জরুরি বাঁশি।
স্বাধীনতা আমার কাছে,
মাঠে ময়দানে প্রেমিকার বিজয় সংলাপ।
স্বাধীনতা আমার কাছে,
কৃষকের বস্তায় বস্তায় জমা হয়ে থাকা অভিশাপ।
স্বাধীনতা আমার কাছে,
ভণ্ড নেতার কোলাহল মুখর জনসভা।
স্বাধীনতা আমার কাছে,
টিভির পর্দায় ভেসে আসা শিহরিত দৃশ্য
বিশেষ সংবাদে শুধু ধর্ষণ মামলা।
স্বাধীনতা আমার কাছে,
জায়নামাযে হামাগুড়ি দেওয়া পিতার প্রার্থনা
মায়ের কোল খালি;
আঁচল পেতে বসা অঝর বৃষ্টি কান্না।
তুমি চেয়ে দেখো দেশমাতা
তোমার স্বাধীনতা আজ আকাশ ছুঁতে চায় না!?
এখন পরাধীনতা আমার কাছে,
লাখো শহীদের স্বাধীনতা নামক বায়না।
আহসান লাবিব এর কবিতা
স্বাধীনতা আমার কাছে,
ফুটপাত, রাস্তায় জীর্ণশীর্ণ শরীরে চিৎ হয়ে শুয়ে থাকা।
স্বাধীনতা আমার কাছে
শহীদ মিনারের দোরগোড়ায় উলঙ্গ হয়ে রাত্রি যাপন।
স্বাধীনতা আমার কাছে,
ময়লার ডাস্টবিন থেকে পাওয়া আহার,
খেয়ে ফেলি নির্দ্বিধায়; বুঝতে পারি না বাসি পঁচা গন্ধ।
স্বাধীনতা আমার কাছে,
১০ঃ৬ অনুপাতের পতাকার বদলে
বিকৃত লাল সবুজের গোলক ধাঁধাঁ।
স্বাধীনতা আমার কাছে,
নির্বাক জনতার বিদ্রোহহীন ক্ষীণ কণ্ঠ।
স্বাধীনতা আমার কাছে,
ব্যর্থ যুকের ক্ষয়ে যাওয়া পায়ের স্যান্ডেল__
বুক পকেট ভর্তি শূন্য আশা।
স্বাধীনতা আমার কাছে,
ছাত্রদের কাঁধে চেপে দেওয়া এক ব্যাগ নিশ্চুপ ক্রন্দন।
স্বাধীনতা আমার কাছে,
ধর্মীয় দাঙ্গা ফাসাদ, হানাহানি, খুন
রাজপথ ভেজা রক্ত।
স্বাধীনতা আমার কাছে,
ঝুপড়ির দোকানে চায়ে চুমুক,
সিগারেটের ধোঁয়ায় রাজনৈতিক দ্বন্দ্ব।
স্বাধীনতা আমার কাছে,
মায়ের কোলের ক্ষুধার্ত শিশুর
ছটপটানো পেট ভর্তি জেদ।
স্বাধীনতা আমার কাছে,
অন্যায়ের বিরুদ্ধে অন্তরে নিভে থাকা ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা আমার কাছে,
দলীয় স্লোগানের ভিড়ে আটকে পরা
অ্যাম্বুলেন্সের জরুরি বাঁশি।
স্বাধীনতা আমার কাছে,
মাঠে ময়দানে প্রেমিকার বিজয় সংলাপ।
স্বাধীনতা আমার কাছে,
কৃষকের বস্তায় বস্তায় জমা হয়ে থাকা অভিশাপ।
স্বাধীনতা আমার কাছে,
ভণ্ড নেতার কোলাহল মুখর জনসভা।
স্বাধীনতা আমার কাছে,
টিভির পর্দায় ভেসে আসা শিহরিত দৃশ্য
বিশেষ সংবাদে শুধু ধর্ষণ মামলা।
স্বাধীনতা আমার কাছে,
জায়নামাযে হামাগুড়ি দেওয়া পিতার প্রার্থনা
মায়ের কোল খালি;
আঁচল পেতে বসা অঝর বৃষ্টি কান্না।
তুমি চেয়ে দেখো দেশমাতা
তোমার স্বাধীনতা আজ আকাশ ছুঁতে চায় না!?
এখন পরাধীনতা আমার কাছে,
লাখো শহীদের স্বাধীনতা নামক বায়না।