এলাহী মিনহা
তোমার রাষ্ট্রে বড্ড ‘স্বৈরাচারী’ তুমি
সামান্য মন চুরির দায়ে শাস্তি জারি হয় হরদম
সামান্য ভালোবাসতে গেলে হয়ে যায় ‘কারাদণ্ড’..!
অংকুরিত প্রেম বাতাসে উড়ে গেলে ফাঁসিতে ঝুলানো হয়..দুটি শরীর
আঘাতে আত্মহনন করে দন্ডিত আসামি!
তুমি শান্তি খোজ
খুঁজে পাওনা!
তুমি পাষাণ হও
তৃপ্তি আসেনা?
তুমি মুচরে যাও
কান্না ঝরে না?
তুমি ‘অভিশাপ’ কিনে রোজ ঘুমাতে যাওয়ার আগে
শিকল বেঁধে দাও অন্দরের..চোখে পুড়ে দাও হিংসায়
তোমার রাষ্ট্রে তুমি বড্ড ‘স্বৈরাচারী’
তবুও
বসন্তের যে ফুল তোমার জন্য এনেছিলাম বোহেমিয়ান পথিকের থলিতে
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একদিন ছুড়ে দেব তোমার হৃদয়ের গালিচায়।
স্বৈরাচার ‘হটাও’ চিৎকারে প্রজ্জ্বলিত ফানুশ সেদিন আকাশে উড়বে!
শাস্তির বদলে ভালোবাসার কঠোর আদরে সেদিন তোমার দেয়াল ভেঙে
আবির মাখবো রাষ্ট্রের বুকে!
তোমার দেয়ালে সেদিন ঝুলিয়ে দেবো “ভালোবাসা কারও দাস নয়
পাষাণীর বাগানেও ফাগুন আসে!”
এলাহী মিনহা
তোমার রাষ্ট্রে বড্ড ‘স্বৈরাচারী’ তুমি
সামান্য মন চুরির দায়ে শাস্তি জারি হয় হরদম
সামান্য ভালোবাসতে গেলে হয়ে যায় ‘কারাদণ্ড’..!
অংকুরিত প্রেম বাতাসে উড়ে গেলে ফাঁসিতে ঝুলানো হয়..দুটি শরীর
আঘাতে আত্মহনন করে দন্ডিত আসামি!
তুমি শান্তি খোজ
খুঁজে পাওনা!
তুমি পাষাণ হও
তৃপ্তি আসেনা?
তুমি মুচরে যাও
কান্না ঝরে না?
তুমি ‘অভিশাপ’ কিনে রোজ ঘুমাতে যাওয়ার আগে
শিকল বেঁধে দাও অন্দরের..চোখে পুড়ে দাও হিংসায়
তোমার রাষ্ট্রে তুমি বড্ড ‘স্বৈরাচারী’
তবুও
বসন্তের যে ফুল তোমার জন্য এনেছিলাম বোহেমিয়ান পথিকের থলিতে
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একদিন ছুড়ে দেব তোমার হৃদয়ের গালিচায়।
স্বৈরাচার ‘হটাও’ চিৎকারে প্রজ্জ্বলিত ফানুশ সেদিন আকাশে উড়বে!
শাস্তির বদলে ভালোবাসার কঠোর আদরে সেদিন তোমার দেয়াল ভেঙে
আবির মাখবো রাষ্ট্রের বুকে!
তোমার দেয়ালে সেদিন ঝুলিয়ে দেবো “ভালোবাসা কারও দাস নয়
পাষাণীর বাগানেও ফাগুন আসে!”