নাফিস সাদিক অর্ক এর কবিতা
বাংলার সূর্যডোবা দিগন্তে
কিংবা সূর্যোদয়ের ঊষার আভায়,
রক্তে লেখা বীরগাঁথা তুমি, হে স্বাধীনতা।
লাল সবুজ পতাকার বুকে
অথবা মানচিত্রের প্রতিটি ভাঁজে,
চিরঅমর হয়ে থাকো তুমি, হে স্বাধীনতা।
মিছিলে গর্জে ওঠা প্রতিবাদী স্লোগানে
কিংবা বুলেটবিদ্ধ মৃত্যুঞ্জয়ীদের বুকে,
আগলে রাখা সম্ভ্রম তুমি, হে স্বাধীনতা।
মুজিবের দ্ব্যর্থহীন বজ্রনিনাদ কণ্ঠে
অথবা ক্র্যাকপ্লাটুনের গর্জে ওঠা মেশিনগানে,
চির অমলিন হয়ে থাকো তুমি, হে স্বাধীনতা।
বীর শহীদের জননীর আত্মত্যাগে
কিংবা ধর্ষিতা বীরাঙ্গনার প্রতিশোধের ক্রোধে,
নেমেসিসের অগ্নিধার তলোয়ার তুমি,হে স্বাধীনতা।
বাংলার প্রতিটি ধূলিকণায়,প্রতিটি শস্যদানায়
বাংলার দিগন্তবিস্তৃত সবুজ মাঠে দোলা দেওয়া বাতাসে
মিশে থাকা গৌরব তুমি,হে স্বাধীনতা।
বাঙালির রক্তে মিশে থাকা উদ্দাম আবেগ তুমি-
“হে স্বাধীনতা”।
নাফিস সাদিক অর্ক এর কবিতা
বাংলার সূর্যডোবা দিগন্তে
কিংবা সূর্যোদয়ের ঊষার আভায়,
রক্তে লেখা বীরগাঁথা তুমি, হে স্বাধীনতা।
লাল সবুজ পতাকার বুকে
অথবা মানচিত্রের প্রতিটি ভাঁজে,
চিরঅমর হয়ে থাকো তুমি, হে স্বাধীনতা।
মিছিলে গর্জে ওঠা প্রতিবাদী স্লোগানে
কিংবা বুলেটবিদ্ধ মৃত্যুঞ্জয়ীদের বুকে,
আগলে রাখা সম্ভ্রম তুমি, হে স্বাধীনতা।
মুজিবের দ্ব্যর্থহীন বজ্রনিনাদ কণ্ঠে
অথবা ক্র্যাকপ্লাটুনের গর্জে ওঠা মেশিনগানে,
চির অমলিন হয়ে থাকো তুমি, হে স্বাধীনতা।
বীর শহীদের জননীর আত্মত্যাগে
কিংবা ধর্ষিতা বীরাঙ্গনার প্রতিশোধের ক্রোধে,
নেমেসিসের অগ্নিধার তলোয়ার তুমি,হে স্বাধীনতা।
বাংলার প্রতিটি ধূলিকণায়,প্রতিটি শস্যদানায়
বাংলার দিগন্তবিস্তৃত সবুজ মাঠে দোলা দেওয়া বাতাসে
মিশে থাকা গৌরব তুমি,হে স্বাধীনতা।
বাঙালির রক্তে মিশে থাকা উদ্দাম আবেগ তুমি-
“হে স্বাধীনতা”।