ইয়ামিন বসুনিয়ার ছড়া
একুশ এলে ভাষার তরে
সবার ভাঙে বুক,
অন্য সময় বাংলা থেকে
নিই ফিরিয়ে মুখ।
একুশ এলেই শহিদ মিনার
সাজতে দেখি ফুলে,
কদিন বাদেই সব চেতনা
যাচ্ছি সবাই ভুলে।
একুশ এলে সালাম রফিক
জ্যান্ত হয়ে ওঠে,
সারাবছর তাঁদের কথা
আর স্মরি না মোটে।
একুশ এলেই প্রভাতফেরি
ভাষার জয়গান,
দুদিন বাদেই ওসব ভুলে
হিন্দিতে গাই গান।
একুশ এলেই বেদীর জমিন
জায়নামাজের মতো,
বাইশ তারিখেই তার উপরে
কুকীর্তি হয় যত।
এমন নকল ‘একুশপ্রীতি’
কাম্য কারও নয়,
একুশ থাকুক ভেতর বাহির
হোক একুশের জয়।
*
ইয়ামিন বসুনিয়ার ছড়া
একুশ এলে ভাষার তরে
সবার ভাঙে বুক,
অন্য সময় বাংলা থেকে
নিই ফিরিয়ে মুখ।
একুশ এলেই শহিদ মিনার
সাজতে দেখি ফুলে,
কদিন বাদেই সব চেতনা
যাচ্ছি সবাই ভুলে।
একুশ এলে সালাম রফিক
জ্যান্ত হয়ে ওঠে,
সারাবছর তাঁদের কথা
আর স্মরি না মোটে।
একুশ এলেই প্রভাতফেরি
ভাষার জয়গান,
দুদিন বাদেই ওসব ভুলে
হিন্দিতে গাই গান।
একুশ এলেই বেদীর জমিন
জায়নামাজের মতো,
বাইশ তারিখেই তার উপরে
কুকীর্তি হয় যত।
এমন নকল ‘একুশপ্রীতি’
কাম্য কারও নয়,
একুশ থাকুক ভেতর বাহির
হোক একুশের জয়।
*