মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:৪০ অপরাহ্ণ

ইমাম

দশ বারো জন হিংস্র ও হাস্যোজ্জল যুবক ঘিরে আছে এক ইমামকে। ইমাম সাহেব আসরের নামাজে যাওয়ার অনুমতি চাইলেন। যুবকদের বড়ো ভাই বিরক্ত। জিজ্ঞাসা করলেন, পলাইয়া যাবেন না তো?

বিব্রত ও অপমানিত ইমাম সাহেব দৃঢ় কন্ঠে বললেন, না। নামাজ শেষে আসছি। এক প্রকার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ইমাম সাহেব মিনিট দশেক হাঁটা দূরত্বের মসজিদের দিকে চললেন। আসরের নামাজ শেষে পুলিশকে ফোনে জানালেন তার বিপদের কথা। ইমাম সাহেব যুবকদের কাছে আসতে আসতে বাইকে দুজন পুলিশ চলে এল। পুলিশ দেখে যুবকেরা মৃদু হাসল। পুলিশ অফিসার ইমাম সাহেবকে বললেন, বিয়া করায় দেন।

ইমাম সাহেব বললেন, আপনারাও এই কথা বলেন! মেয়েটার সম্মান কোথায়? ধর্ষকের সাথে বিয়েতে বসতে রাজি নয় মেয়েটা। জোর করে বিয়ে দিতে বাধ্য করা হচ্ছে ইমামকে। পুলিশও ইমামকে সাহায্য করছে না। এলাকার আলেম সমাজের নীরব সম্মতি আছে যুবকদের প্রতি। কিন্তু আপত্তি শুধু এই ইমাম সাহেবের। পুলিশ চলে গেল। যুবকরা এটা জানত। পুলিশ তাদের দখলে। নানা রকম যুক্তি-তর্ক হচ্ছে কিন্তু ইমাম সাহেব বেয়াদব। কাউকেই পাত্তা দিচ্ছেন না। ধীরে ধীরে লোকজন বেশি হতে লাগল। শিশু, নারী, কিশোর, বৃদ্ধ, স্থানীয় আলেম-ওলামাগণ এলেন। স্থানীয় একজন আলেম সাহেব বললেন, বিয়াশাদি আল্লার ইচ্ছায় হয়। আপনি বাধা দেবার কে?

এলাকাবাসী রাজী আছে, তাদের ইজ্জতের দাম আছে না? একটা মেয়ের জন্য সারাজীবন কেন আমাদের বদনাম বয়ে বেড়াতে হবে?

তবুও ইমাম সাহেব অনড়। বললেন, একজন অপরাধীর সাথে বিয়ে হতে পারে না। তার থাকা উচিত ফাঁসির কাষ্টে। যুবকেরা ক্ষেপে গেল এই কথায়। তারা মারমুখী হয়ে বলল, এই এলাকায় না হলে অন্য এলাকা থেকে হুজুর আনতে হবে। যত টাকা লাগুক। এলাকায় একজন হুজুর হইলে এই সমস্যা। ভাব বেশি।

যুবকদের কথা শুনে ইমাম সাহেব ঘাবড়ে গেলেন। যুবকদের বড়ো ভাই বলল, হুজুর আপনি আমাদের ইমাম। আমরা আপনারে সম্মান করি। আপনি আমাদের সম্মান রক্ষা

করবেন এটাই তো নিয়ম। দশগ্রামে আপনার মতো কেউ নাই। আপনি যদি আমাদের বিপদে এগিয়ে না আসেন কে আসবে?

ইমাম বললেন, আরে ভাই অপরাধীকে শাস্তি না দিয়ে তার পক্ষে যাচ্ছেন কেন? ‘পোলাপান মানুষ আকাম না হয় একটা করছে। মুরুব্বিরা যদি ক্ষমা না করে তাইলে কি হইল?’

‘আপনারা শুধু অপরাধীর কথা ভাবছেন, ভুক্তভোগী মেয়েটার কথা তো ভাবছেন না।’

সেই বড়ো ভাই আরও রেগে গেল। তুই তোকারি করে কথা বলতে লাগল ইমামকে। সে ঘোষণা দিলো, যে করেই হোক এই মেয়ের সাথে আজ রাতেই বিয়ে হবে ধর্ষকের।

আর ধুমধাম করেই হবে বিয়েটা। সে তার সাঙ্গপাঙ্গদের বাসর সাজাতে নির্দেশ দিলো।

এলাকাবাসী বিয়ের দাওয়াত পাবে এতেই তারা খুশি। ন্যায়-অন্যায় তাদের কাছে কোনো বিষয়ই নয়। তারা বিয়ে নিয়ে উল্লসিত।

ইমাম সাহেব উঠে চলে যেতে চাইলেন। যুবকদের বিস্ময় বাড়ল। ইমাম সাহেব বললেন, কাজটা ঠিক হচ্ছে না। এটা অন্যায়।

যুবকেরা এবং এলাকার ময়মুরুব্বিরা কোনো কথা বলল না।

হঠাৎ যুবকদের বড়ো ভাইয়ের মনে হলো, ইমাম যদি আবার নতুন কোনো প্যাঁচ লাগায়? তাই ইমামকে ডেকে হুমকি দিলো, আমরা অন্য হুজুর আনতেছি। আপনার দরকার নাই। এই বিষয়টা নিয়া আর কোনো কথা বলবেন না। কোনো বাড়াবাড়ি করবেন না।

ইমাম সাহেব শুধু বললেন, এই কাজে টাকা ছাড়াও বহু হুজুর, ইমাম পাবেন। অনেক মুফতি, মওলানাও আপনাদের সাথে থাকবে। কিন্তু একটা কথা বলি। এটাই শেষ কথা-এটা কিন্তু অন্যায়।

কথাটা শেষ করা মাত্র ইমাম সাহেবকে একটা চড় মেরে বসল বড়ো ভাই। এরপর শুরু হলো এলপাথাড়ি মার। এলাকাবাসী দর্শকের ভূমিকায়। কিছুক্ষণ আগেও যারা তার পেছনে নামাজ পড়েছে তারাও নীরব। কিছু করছে না কিছু বলছেও না।

ঠিক সেই মুহূর্তে ঝড়োগতিতে ঘর থেকে বিধ্বস্ত একটা মেয়ে বেরিয়ে আসে। তার হাতে একটা দোধারি তলোয়ার। তলোয়ার দিয়ে সে আক্রমণকারী যুবকদের এলপাথারি কোপাতে লাগল। তার ক্ষিপ্র আঘাতে দিশেহারা যুবকেরা দিগি¦দিক পালিয়ে গেল।

রণবিজয়ী মেয়েটি দেখতে পেল, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ইমাম সাহেব-যার পেছনে কোনোদিন সে নামাজ পড়ার সুযোগ পায়নি।

জাকির সোহান

সিংগীমারী

হাতীবান্ধা,

লালমনিরহাট।

মোবাইল-০১৭৬৩০৮৮৬১১

ইমাম
27 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:৩৮ অপরাহ্ণ

ঈদ শপিং 

সজীবের ফোনটা বেজেই চলেছে। একটানা ৭২ বার। সজীব ফোন রিসিভ করছে না। ইনকামিং কল একজনের। তার নাম চৈতী। 

চৈতীর ধৈর্য আছে বলা যায়। একটানা কেউ কল দেয়! অবশ্য সজীবের সহ্য ক্ষমতাও কম না। সে মোবাইল সাইলেন্ট করেনি। চুপচাপ রিংটোন শুনেছে। সজীবের মোবাইলের রিং টোনে চৈতীর কন্ঠ। চমৎকার কন্ঠ। মাঝে মাঝে আশ্চর্য হয় সজীব। এতো সুন্দর কন্ঠ হয় কারো! কি মায়াবী কন্ঠ। তার কন্ঠ শুনলে যে কোন ছেলে পাগল হবে। সজীবও পাগল।

পুরুষ মানুষগুলো হয়তো এমনই। এটা সবাই বলে। কিন্তু আজকাল নারীগুলোও এমন। একঘেয়েমি কাটাতে ভিন্নতা খুঁজে। ভিন্নতা পেলে সময় দিয়ে এগিয়ে যেতে চায়। অবশ্য এতে ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা কমে না, বরং বাড়ে। কী হাস্যকর কথা।

আজ সজীব ও চৈতীর ঈদ শপিং করার কথা। সজীবের হাতে টাকা নেই। টাকা পাওয়ার কথা ছিল কিন্তু সে পায়নি। অনেক চেষ্টা করে ফেল করেছে। চৈতীকে সুন্দরভাবে বুঝিয়ে বললেও সে বুঝবে না। চৈতী বোঝে না। কিংবা বুঝতে চায় না। এই অবুঝ ভাবটাও সজীবের ভালো লাগে।

ভালোবাসার অত্যাচার। আসলে এটা অত্যাচার। সেহেরি খাওয়ার পর থেকেই সজীবের ফোন বাজছে। দুই দিন হলো সজীব রুমে একাই আছে। তার রুমমেট ঈদ করতে বাড়িতে চলে গেছে। সজীব যায়নি। তিনটা টিউশনি করায় সজীব। দুইটার টিউশন ফি এখনও দেয়নি। একটি ঈদের পূর্বে দেবে না, জানিয়ে দিয়েছে। গতকাল একটির টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আগামীকাল হয়তো দেবে।

দুপুর হবার অপেক্ষা। দুপুর ঠিক ২.০০ টায় সজীব টিউশনি করায়। রমজান মাসে এই সময় বেছে নিয়েছে। অপেক্ষার সময় দীর্ঘ হলেও একসময় শেষ হয়। ২.০০ টা বাজার পূর্বেই সাহেদ হাজির হয় টিউশন বাড়িতে। লাল বোতামে চাপ দেয়। তার স্বভাব অনুযায়ী একবারের বেশি কলিং বেল বাজায় না। কিন্তু অপেক্ষা তার ভালো লাগছে না। পর পর দু বার কলিং বাজিয়ে অপেক্ষা করে। ১০ মিনিট। আবার কলিং বেলে টিপ দেয় সে। দরজা খোলে না। সজীব অবাক হয়। 

কিছুক্ষণ পর পাশের ফ্লাটের দরজা খুলে এক মহিলা বের হয়। সজীবকে দেখে একটি চিঠি ধরিয়ে দেয় আর বলে মমরা গ্রামের বাড়ি চলে গেছে। সে খাম পেয়ে খুশি মনে হাত বাড়িয়ে নেয়। ভাবে- যাক গ্রামের বাড়ি গেলেও টাকাটা দিয়ে গেছে।

মহিলা দরজা বন্ধ করতেই সজীব রাস্তার দিকে পা বাড়ায়। খামটা হাতে নিয়ে সে বুঝতে পারে খামের ভিতরে টাকা নেই। কোনো চিঠি থাকতে পারে। সজীব খাম খোলে না। ভাঁজ করে পকেটে রেখে দেয়। চৈতীর সাথে আর দেখা করবে না। পিচ ঢালা রাস্তায় হাঁটতে থাকে। মাঝে মাঝে আকাশের তাকায়। বিশাল আকাশের নিচে নিজেকে একমাত্র অসহায় পুরুষ মনে করে। এই শহরে ঈদের পূর্বে চেনা মুখগুলো কয়েকদিনের জন্যে হারিয়ে যায়। আবার কিছু অচেনা মুখ যোগ হয়। সজীবের দৃষ্টিতে সবই অচেনা মুখ। আকাশের বিশালতা তাকে স্পর্শ করে না। কুয়োর অন্ধকার তাকে টানে। চেনা হাসির শব্দে রিকশার দিকে তাকায় সজীব।

চৈতীর হাসি। সেই হাসি। অসম্ভব চমৎকার কন্ঠের সুর মেশানো হাসি। বাতাসের  বেগের চেয়েও তীব্রতার সাথে ছুটে চলছে রিকশা। চৈতীর পাশে অন্য কেউ। কয়েক সেকেন্ডের জন্য চৈতী আর সজীবের চোখে চোখ আটকে যায়। বাতাসের সাথে মিলিয়ে যায় সব।

ঈদ শপিং 
38 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:২৪ অপরাহ্ণ

সমুদ্র

আমার মায়ের সমুদ্র দেখা হয়নি কখনও
অথচ আমাদের ঘরে ঝোলে একটা শান্ত সমুদ্রতটের ছবি।

ছবিটি মাকে উপহার দিয়েছিল তার ভাই।
সেই সমুদ্রতটে আছে কয়েকটা নারিকেল গাছ, সাদা বালিয়াড়ি আর দুজন সুখী মানুষ। 
যারা বসে আছে পেছন ফিরে সূর্যের দিকে তাকিয়ে। সূর্যটা অস্ত যাচ্ছে।
গত ত্রিশ বছর ছবিটা আমাদের সাথে থাকার কারণেই কি না জানি না ছবিটাকে আর ছবি মনে হয় না। মনে হয় আমাদের ঘরেরই একটা অংশ, চায়ের কাপ কিংবা বাবার জায়নামাজ। ছবিতে অভ্যস্ত হয়ে যাওয়াতে সমুদ্র নিয়ে আমাদের কারোরই কোনও বাড়তি উচ্ছ্বাস নাই। সমুদ্র মানে বাড়ির সবাই আমরা বুঝি, সূর্য ডুবে যাচ্ছে আর দুজন সুখী মানব মানবী বসে আছে পেছন ফিরে। যেহেতু মুখ দেখা যায় না তাই আমি, আমার বোন, হয়তো আমার মাও নিজেকে কল্পনা করে ছবির মানুষ হিসেবে।
একদিন বুকে সাহস জোগাড় করে জিজ্ঞেস করেছিলাম, মা তোমার সমুদ্র দেখতে মন চায় না?
মা স্মিত হেসে বলেছিল, সমুদ্র দেখার কী আছে, ও তো মরুভূমির মতো, শুধু বালির বদলে আছে জল। সংসারের মরুভূমিতে থেকে আমার আর সমুদ্র দেখার শখ হয় না বাবা।

কবিতা
26 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:২৪ অপরাহ্ণ

ফেরত টিকেট 

নিখিল আমি কি বেঁচে আছি না কি!        

এই যে বসুদা’র লেটার প্রেসে চাকুরি, ভোর রাতে ঘরে ফেরা          
প্রিন্টারের কালিতে ভেজা মধ্যবিত্ত আত্মা,
এটাকে কি ঠিক বেঁচে থাকা বলে!     
জীবন থেকে ছুটি নিয়েও ক্রমাগত জীবনের ঘানি টেনে চলা,   
বুকের গভীরে লেগে থাকা পৌরাণিক স্পর্শের অনুভূতিগুলো-   
সিনেমার আলো আঁধারীতে বাদামের খোসা ছাড়ানোর মতো       
নিজেকে মেলে ধরা নিজের সুপ্ত বাসনার কাছে,    
কখনো মুচির সুতোয় প্রাণ খুঁজে পাওয়া 
চামড়ার পুরনো স্যান্ডেল পায়ে, দিনের ব্যস্ততার শেষে       
অজস্র দেনা আর খেরোখাতার নিরেট হিসেব মেলানো,
কর্মে-অবসরের প্রতিটি মুহুর্তে জীবনের ঋণ শুধে চলা-  
এটাকে ঠিক কী রকম জীবনের সংজ্ঞায় ফেলবি তুই!
ভবঘুরে জীবনটা তো হতে পারতো অন্যরকম,
অন্য ধরনের একটা কিছু,  
কিন্তু সেটা যে ঠিক কী রকম তা বুঝে উঠতে পারিনি আজও,         
যেমন বুঝিনি বা বুঝতে পারিনি ইতির চাওয়াগুলো-    
আমি কখনো হয়তো বোঝাতে চেয়েছি অন্য একটা কিছু,   
অথচ ঠোঁটের প্রান্ত ছুঁয়ে মোমের মতো যে শব্দগুলো ঝরে পড়েছে  
তা হয়তো বলেছে অন্য স্বপ্নের কথা, যা আমার ছিল না, কখনও ছিল না।    

বুকের যবন ভাষাগুলো তাড়িয়ে ফেরে অনুক্ষণ টুংটাং চুড়ির শব্দে- 
না বলা কথাগুলো আড়ালেই থেকে যায়  
জীবনের আর সব অপূর্ণ চাহিদার মতো।  
নিখিল, বন্ধু আমার,  
তুইই বরং বেশ আছিস, যে আকাশেই থাকিস না কেন,
তারাদের মাঝে তারা হয়ে আছিস আমার নিয়তি দেখবি বলে।    
তোর তো সকাল সন্ধ্যের অফিস নেই,দায়-দায়িত্ব নেই,কর্তব্য নেই,
বসের পাকানো চোখ কিংবা অজস্র ফাইলের নিচে 
ক্রমাগত পিষ্ট হতে থাকা সুক্ষ অনুভূতিগুলোও নেই,    
নেই অফিস শেষে রংচটা বাসে বাদুড়ঝোলা হয়ে  
ঘরে ফেরার অদম্য বাসনা আর কাঁটায় বিদ্ধ ভালোবাসা, 
নিয়ম রক্ষার সঙ্গম, কিংবা জীর্ণ বন্ধনটুকুর জন্য-     
নেই কর্তব্য কাঁধে বিপন্ন বায়সের মতো ভরদুপুরের ছোটাছুটি, 
হ্যাঙ্গারে স্বপ্ন ঝুলিয়ে রাখা আরেকটি সম্ভাবনার প্রত্যাশায়।  
এসব কিছুই নেই, সবচেয়ে বড় কি জানিস! 
তোর মাঝে প্রতিটি মুহুর্তে বেঁচে থাকবার তাড়না নেই,  
ঠোঁটের কোণে তাই বিদ্রুপ ঝুলিয়ে হয়তো আছিস বেশ 
মৃতের নগরীতে অজস্র মৃতদের মতো। আসলে-  
ফেরত টিকেট হাতে আমার এমন একটা মৃত্যুর নিশ্চয়তা চাই-    
যে মৃত্যুর পরে একবার হলেও ফিরে আসা যায় 
ফেলে যাওয়া শরীরের মাঝে, প্রিয় রমণীর মাঝে,     
নিজের ঝাঁঝালো ঘ্রাণের মাঝে ফিরে ফিরে আসা যায় 
ঠিকানা খুঁজে পাওয়া ঘুড়ির মতোন, ভালোবাসার লাটাইয়ের কাছে।     
নিখিল, তুই পারিস কি পাঠাতে একটা ফেরত টিকেট 
জীবনের ওপার থেকে জীবনটাকে দেখব বলে!  

কবিতা
16 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ

বাস্তুহারা স্মৃতিদের চিহ্ন

অতি বিস্তারের তুলাদণ্ডে স্মৃতির চিহ্ন মুছে, মানুষেরাই বাস্তুহারা স্মৃতিরে ডাকায়ে বলি- “ওগোওও যাবার কালে  শুনে যাও! ‘আমি নই, আমরা নই, আমরা নই ;

এর জন্য ঐ, বেহুদা মুনাফাই দায়ীই…!’

আমরা মানুষেরা কেউ কেউ মাতৃ মায়ার চিহ্নে,পিতৃ মায়ার চিহ্নে,

শরিকানার জ্যামিতিক চিত্র এঁকে হঠাৎ-ই বিশিষ্ট হই! 

দীর্ঘ সিদ্ধির শতরঁচে টেক্কা দানের চাতুরীপনায় সামন্ত নৃপতিরা হাত-পা, আবেগ খুলে মাথারে যতনে রাখি । হাঁটবার আনন্দ হারায়ে তাহারেই ডেকে বলি-ওগোওও, শুনে যাও, আমি নই, আমরা নই; আমরা নই; আমরা নই; এর জন্য ঐ  বেদ্দপ পুঁজিতন্ত্রই দায়ীইই…!

তারপরও বাস্তুহারা স্মৃতির চিহ্ন নিশ্চিহ্ন করে;  অভিযোজ্য মমতার ততোধিক সম্পূট খুলে; গনগনে চিতায় পুড়ায়া ক্যান কেউ বিলাপ করে কও! ক্যান কেউ  বিনুনি পেঁচায়ে কাঁন্দে ! 

ক্যান বলে ফের,’মনে রাইখ্যো এই আমারে’…!

কবিতা
10 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ

অবেলার বাজী

কি আর হবে হিসাব কষে, ভিরেছি এসে অবেলায়।

সময় কত চইলা গেছে, দিনে দিনে হেলায় হেলায়।

রঙ্গিন যত স্বপ্ন সবি, সাদা কালোয় মুড়িয়ে।

স্বপ্নের সাথে বাজি খেলা, চলে কি আর খুড়িয়ে!

আমার এখন সন্ধা বেলা, আল্লার নামে যায় চলে।

কেউ কি আর সাথ দিবে, রঙ্গিন আলোয় হেসে খেলে।

আমি এখন ফেলনা খেলনা , আমায় পাশে রাখাই দায়।

দুরে দুরে রাখাই ভাল, সম্মান নিয়ে বাঁচা যায়।

বুঝবে না কেউ কোনদিনও, আকুল মনের কি আশা

ব্যর্থ চেষ্টায় ব্যস্ত সবে, মিটবে না মোর পিপাসা।

দুরে ঠেলার মিছিল চলে, চলে মিছিল আজ গোপনে।

খুব বেশি হই খুশি, সুখ দেখিলেও স্বপনে।

ঘুনে ধরা জীবন নিয়ে, যায় কি বলো আর চলা।

পাহাড় সমান ব্যাথা আমার, সকলি কী যায় বলা।

ভেবে দেখ কি আর হবে, সবইতো ভাই নিয়তি।

আমার তোমার সবার বেলায়, হয় যে এমন পরিনতি।

আর কত দিন! আর কত কাল!, স্বজতনে রব পড়িয়া।

জীবন থেকে বাঁচার উপায়, উপায় শুধুই মরিয়া।

এখন শুধুই আশায় থাকি, ডাকবে কবে দয়াল সাঁই।

ফল কবে আসবে আমার? এ দুনিয়ার পরীক্ষায়।

কবিতা
Comments Off
9 Views

জাকির আহমদ

২১ এপ্রিল, ২০২৩ , ১০:৫৭ অপরাহ্ণ

জাকির আহমদ এর ছড়াগুলো 

হামার অমপুর

অমপুর হামার অঙ্গে ভরা
অঙ্গীন হামার মন
অঙ্গীন দ্যাশোৎ হামার আছে
সাত আজার ধন।

বেগম ওকেয়ার জন্ম হইল
হামার অমপুরোত
এশশাদ মামুর জন্মও কিন্তু
হামার বাড়ির গোড়োত।

প্রধানমন্ত্রী শ্যাখ হাসিনা
তায়ো হামার নোক
বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার
জন্যে হামার শোক।

(২)

দেশটাতো ভাই আমার দেশ
আমার মাতৃভূমি
এদেশেতেই থাকবো আমি
বাঁচবো যতদিনই।

এদেশ আমার এদেশ তোমার
এদেশ তাদের নয়
তাদের সাথে লড়তে হবে
আসবে মোদের জয়।

জঙ্গী বা তার সঙ্গীরা হোক
থাকুক যতই শক্তি
তাল পাবে না উড়ে যাবে
দিলে একটা চুটকি।

(৩)

সত্য হলে শক্তি থাকে
মিথ্যে হলে ভয়
সত্যকেই ধারণ কর
মিথ্যেকে নয়।

মিথ্যে দিয়ে সাময়িক
ভালো থাকা যায়
সত্যের জয় হবেই হবে
জেনো নিশ্চয়।

(৪)

একটি ছড়ার মন ভালো নেই
একটি ছড়ার ভালো
একটি ছড়া আলোয় ভরা
একটি ছড়া কালো।

একটি ছড়ার কষ্ট অনেক
একটি ছড়া দুঃখের
একটি ছড়ায় দুঃখ যে নাই
সেই ছড়াটি সুখের।

(৫)

শিশুরাতো ফুলের মতো
ছোট্ট সুন্দর ফুল
ফুলগুলোকে ভুল শিখিয়ে
আমরাই করি ভুল।

শিশুরাতো পাখির মতো
ছোট্ট সুন্দর পাখি
সেই পাখিদের আঁখি দিয়ে
দেখাই মোরা ফাঁকি।

শিশুরাতো পবিত্র হয়
নিষ্পাপ হয় মন
সেই শিশুদের ভালো কিছু
শেখাই প্রতিজন।

16 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১০:৫৬ অপরাহ্ণ

রেজাউল করিম জীবন এর ছড়াগুলো

ছড়া কবি

চলছে প্রেম ছড়ার সাথে
সকাল দুপুর রাতে
লিখতে ছড়া খাতা কলম
রাখছি নিজের হাতে।

লিখবো ছড়া দেশকে নিয়ে
নিজেকে দিবো সঁপে
ব্শ্বি জানুক ছড়ার দেশ
ছন্দ মালার জপে।

ছড়ায় ছড়ায় তুলবো ফুটে
আমার দেশের ছবি

শস্য শ্যামল সোনার বাংলা
বলবে আমায় কবি।

(২)
বন্ধু

বন্ধু আমার বাবা-মা
বন্ধু ভাই-বোন
বন্ধু আমার প্রতিবেশী
বন্ধু আপনজোন।

বন্ধু আমার খেলার সাথী
বন্ধু সহ-পাঠি
বন্ধু আমার বিপদ দেখে
বাড়ায় হাতের লাঠি।

বন্ধু আমার সুখে দুখে
জীবন পাশে থাকা
বন্ধু মানে জীবন দিয়ে
আগলে কাছে রাখা।

বন্ধু হবে এমন বন্ধু 
বন্ধু চিরপাশে
বন্ধু যেন না হয় কভু
কষ্ট দেখে হাসে।

(৩)
জাওয়াদ বাবুর স্বপ্ন

জাওয়াদ বাবু স্বপ্ন দেখে
দেশটা কেমন হবে
মানুষ মাঝে হিংসা নয়
শান্তি শুধু রবে।

দেশটা হবে স্বপ্নপুরী
সৎ মানুষের চাষ
সত্য কথার ফুলঝুরিতে
মিথ্যে হবে নাশ

সড়কপথে ঝরবে নাতো
অকালে কারো প্রাণ
মাদকছেড়ে ছেলেরা সব
ছড়াবে ফুলের ঘ্রাণ।

ঘুষ রবে না অফিস পাড়ায়
চিটিং ফিটিং বন্ধ
রাজনীতিতে সুদিন রবে
বন্ধ হবে দ্বন্দ্ব।

নিজের কাজে ব্যস্ত রবে
অন্যকে নিয়ে নয়
নিজের ভালো দেশের ভালো
এমন ভাবনাতে রয়।

জাওয়াদ বাবুর স্বপ্ন শুনে
মা বাবা হন খুশি
ভালো থেকে কাজ করো
এমন স্বপ্নই পুষি।

14 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:৫২ অপরাহ্ণ

বিপাশার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে হবে

রবীন্দ্রনাথের গান বা কবিতা যে হারে বাঙ্গালির মধ্যে চর্চা বা মূল্যায়ন হয়েছে বা হয় সেই হারে নজরুলের গান কবিতা হয়নি বা হয় না। সবজায়গায় তুলনামূলকভাবে নজরুল অবহেলিত। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বিশ্ব দরবারে রবীন্দ্রনাথকে আমরা যেভাবে লালন করছি, তুলে ধরছি নজরুল তার ধারের কাছেও নেই। কিন্তু বাংলা গান ও সাহিত্য সংস্কৃতির অঙ্গনে এই দুই কালপুরুষের অবদান অসামান্য। দুজনেই আমাদের সম্পদ। এঁরা দুজনেই আমাদের বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করেছেন।

আমাদের গবেষণা ও চর্চায় রবীন্দ্রনাথ অনেক এগিয়ে। নজরুলকে আবেগে ধারণ করলেও প্রচার প্রসার ও মর্যাদার স্থানে প্রথম সারিতে নেই তিনি, এটা আমাদের দূর্ভাগ্য। বিশ্ব দরবারে নজরুলকে পৌঁছাতে আমাদের কার্পণ্য আছে। তাঁর সৃষ্টি বিভিন্ন ভাষাভাষিদের কাছে তেমনভাবে তুলে ধরতে পারিনি। এটা আমাদের চরম ব্যর্থতা। অথচ অল্প সময়ে ক্ষুধার্ত অসচ্ছল নজরুল চরম প্রতিকূলতায় যা সৃষ্টি করেছেন তা আর কারও পক্ষে সম্ভব কি না জানিনা। তিনি বিস্ময়কর এক প্রতিভা। তিনি সেরার সেরা, বিস্ময়ের বিস্ময়। তিনি সাম্যের, অসাম্প্রদায়িকতার, মানবতার, প্রেমের, ধর্মের, সকল বর্ণের, সংগ্রামের, প্রেরণার, নির্যাতিতের, আপোষহীন উন্নত শিরের কবি। তাঁর গানে যে বৈচিত্র্য আর সুর তালে বিভিন্নতা তা বাংলা কোনো গানেই নেই। যেমন তাঁর জীবন সংগ্রাম আর বৈচিত্র্যময় তেমনি তাঁর সকল সৃষ্টি অপ্রতিদ্বন্দ্বি। নজরুল আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে চমৎকারভাবে সমৃদ্ধ করেছেন। তাঁর কবিতায় যে ছন্দ আর শব্দ প্রয়োগ, তার মুন্সিয়ানা পৃথিবীর কারও লেখায় নেই। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি।

তিনি তাঁর গানে যে কথা সুর আর তালের সৃষ্টি করেছেন তার ধারের কাছেও যাওয়া অন্য কারও পক্ষে সম্ভব কি না জানিনা। ভারত বর্ষের স্বাধীনতার জন্য সরাসরি তাঁর অবদান আর কোনো কবি সাহিত্যিকের আছে কি না জানিনা। যে কোনো সংগ্রাম আর নিপিড়নের বিরুদ্ধে শক্তি সাহস প্রেরণা নজরুলের গান ও কবিতা। সেই নজরুল আমাদের ধমনীর শিরায় উপশিরায় থাকলেও তাঁকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আশাব্যঞ্জক কিছু করতে পারিনি। যে ক’জন আমাদের দেশে নজরুল নিয়ে কাজ করছেন তাঁদের আমাদের স্যালুট। নজরুল একাডেমি ছাড়াও বিভিন্ন জেলা শহরে নজরুলের গান নিয়ে কাজ কিছুটা হচ্ছে। কিন্তু কবিতা খুবই নিগৃহীত।

এদেশের কবিতা আবৃত্তির ধারক বাহকরা রবীন্দ্রনাথের কবিতা যতটা আবৃত্তি করে সুখ পান, কেন জানিনা ততোটাই নজরুলের কবিতা আবৃত্তিতে অনীহা প্রকাশ করেন। সমকালীন কবিদের তথাকথিত আধুনিক কবিতার জয়জয়কার আর নজরুলের কবিতা সেকেলে ভাবের বলে আবৃত্তির কন্ঠে তা উচ্চারিত হয় না। রবীন্দ্রনাথ যেমন সর্বকালে আধুনিক কবি তেমনি নজরুলও সর্বকালের আধুনিক কবি। তাঁর কবিতায় যেমন প্রেম উথলি ওঠে বিরহে অশ্রু ঝরে তেমনি সংগ্রামে রক্তে আগুন লাগে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন আকাশ বাতাস কলুষিত করে তখন নজরুলের গান কবিতা অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মহীয়ান করে। সাম্য, অধিকার, উঁচু নীচুর ব্যবধান  ভেঙ্গেচুড়ে চুরমার করে একাকার করার শক্তি প্রেরণা তার কবিতা গানে আমরা পেয়েছি। নজরুলের সব সৃষ্টি অনবদ্য অফুরন্ত, আকাশচুম্বী মর্যাদার।

সেই নজরুলের গানকে চারিদিকে ছড়িয়ে দেয়ার কাজ যে ক’জন করছিলেন তার মধ্যে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। কমল দাস গুপ্ত, কাননবালা দেবী, ফিরোজা বেগম, সোহরাব হোসেন, ফেরদৌসী বেগম, খালিদ হোসেন নীলুফার ইয়াসমিন প্রমুখের পড়ে বিপাশা গুহঠাকুরতা অন্যতম। নজরুলের হারিয়ে যাওয়া গানগুলো শুদ্ধ সুরে বিভিন্ন মাধ্যমে গেয়ে নজরুলের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে চাইছিলেন বিপাশা গুহঠাকুরতা। তিনি নিরলসভাবে গেয়ে যাচ্ছিলেন তাঁর কালজয়ী গান। নজরুল চর্চায় ফাতেমাতুজ্জোহরা, নাশিদ কামাল, শহীদুল ইসলাম খাঁন, মিজানুল ইসলাম খাঁন, নীলিমা আক্তার সহ অনেকেই আমাদের ধন্য করেছেন। বিপাশা শুধু গেয়ে নয়, সাংগঠনিকভাবেও নজরুলের সৃষ্টিকে এগিয়ে নিতে চেয়েছেন। তিনি উপলব্ধি করেছেন এককভাবে বা মুষ্টিমেয় কয়েকজনের পক্ষে এই মহান কাজ করা সম্ভব নয়। তাই তিনি সংগঠিত শক্তির চাহিদা অনুভব করেছিলেন।  তিনি নজরুল প্রেমিদের সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন।

বিপাশার অকাল প্রয়াণে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়েছি। প্রচন্ড একটা আঘাত আমাদের বুকে হাহাকার তুলেছে। সদা হাস্যজ্বল, শিক্ষিত, মার্জিত, নিরহংকারি, শুদ্ধ চর্চার নজরুল ভক্ত এক নক্ষত্রের ঝরে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। আমাদের হৃদয়ে তুমি থাকবে। তোমার শুরু করা অসমাপ্ত কাজ সুচারুরূপে করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তুমি শান্তিতে ঘুমাও প্রিয় বিপাশা।

ঈদ সংখ্যা - ২০২২
220 Views

শিস খন্দকার

২ মে, ২০২২ , ৫:৫০ অপরাহ্ণ

নারী ও নিকোটিন 

||এক||

—মা প্রিয়া, এই ভোরে বসে বসে কী করছিস?

—কিছু না, বাবা।

—কিছু তো করছিস।

—কী করি করি, তোমাকে বলবো কেন? এই ভোরে আমার জানালার কাছে আর কখনো আসবে না। যাও ঐ দিকে হাঁটো।

‘ঠিক আছে, আসবো না। থাক।’—বলেই বিষ্ণুর বাবা চলে যাচ্ছিল। ‘বাবা, একটু দাঁড়াও।’—মেয়ের ডাক শুনতেই ফিরে তাকালো।

—বাবা, আমি কবিতা লেখার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমার এক বন্ধু তুখোড় কবিতা লেখে। তুমি লিখতে জানো, বাবা?

‘না রে মা। তোর মা ভালো কবিতা লিখতো।’—বলেই বিষ্ণুর বাবা চলে গেলেন। হঠাৎ বিষ্ণুর মনটা খারাপ হয়ে গেলো। যখন সে ক্লাস সিক্সে, অজানা কারণে মা কে হারায়।

বিষ্ণুপ্রিয়া। মেয়েটির কবিতা লেখার বড়-ই শখ। রুমের দখিন জানালা খুলে প্রতি প্রভাতে ডায়েরি আর কলম নিয়ে বসে। অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করে কয়েকটি শব্দের জন্য, আর কলমে-দাঁতে যুদ্ধ চালায়। একটির পর একটি শব্দ-বাক্য-পৃষ্ঠা কেঁটে-ছিঁড়ে ফেলে। কাব্যিক শব্দ একটিও মনে হয় না ওর কাছে। না, এ জীবনে সে আর লিখতে বসবে না—প্রতিদিন সিদ্ধান্ত শেষের, প্রতিদিন চেষ্টা নতুনের। অবসরে কবিতার বইয়ে বুঁদ হয়ে থাকে। এভাবেই কবিতার সাথে সখ্যতা, কবিতার প্রতি প্রেম, কবিদের সাথে সখ্যতা।

এক ঘনিষ্ঠ কবি বন্ধু আছে ওর, যার কাছে থেকে রোজ দু’বেলা প্রস্তাব পায় প্রেমের। কিন্তু প্রতিবারেই ঠাট্টার ছলে প্রত্যাখ্যান করে।

—এই বিষ্ণু, বাস না রে …একবার শুধু বেসেই দেখ না …

—বাসলে কী দিবি রে অনি…?

—কবিতার সমুদ্রে তোকে ডুবে মারবো!

—তাহলে বেসে লাভ কী, মরেই তো গেলাম?

—ধুর, এই মরা তো মরা নয়। তোর সারা জীবনের কাব্যতৃষ্ণা মেটাবো।

—ও …আচ্ছা। আচ্ছা বাসলাম।

—সত্যি?

—হু, সত্যি।

—তোর সাথে আমার বিয়ে হবে?

—না।

—কেন হবে না?

—তুই আমার ফ্রেণ্ড, তোকে বিয়ে করতে যাব কেন?

—তাহলে বললি বাসিস আমাকে?

—বাসলেই বিয়ে করতে হবে বুঝি? বন্ধু বন্ধুকে ভালোবাসবে না? যা আর বাসবো না …

 

—সরি সরি …তুই বাসলেই চলবে। বিয়ে-টিয়ে করতে হবে না।

—প্রমিস?

—প্রমিস।

—মি. অনিকেত, এই বিষ্ণুপ্রিয়ার কাছে আজ কততম প্রমিস করলেন?

—একশত চার।

—কাল একশত পাঁচ হবে না তো?

—চল বিষ্ণু হাঁটি…

—চল…

 

অনিকেত। কবিতা লেখায় হাত আছে। দুর্দান্ত সব কবিতা লেখে নিয়মিত। বিভিন্ন পত্র-পত্রিকায় ওর লেখা ছাপে। বন্ধুরা ওর কবিতার ভীষণ ভক্ত। ‘সমুদ্র সঙ্গম’ নামক একটি কবিতার মাধ্যমে বন্ধু মহলে কবি হিসেবে পরিচিতি পায় সে। এ হলো বিষ্ণুপ্রিয়ার সেই প্রেমিক কবি বন্ধু। কবিতাসূত্রে ঘনিষ্ঠতা প্রগাঢ়। গত একশত চার দিন ধরে বিষ্ণুপ্রিয়াকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।

—রুমমেট প্রেম-ট্রেম করবে না আর?

—আরে না। ফালতু একটা বস্তু এই ‘প্রেম’।

—আরে তোমার কয়েকটা গেছে তো, এখন ফালতু মনে হবেই। এখন পর্যন্ত একটা প্রেম জুটলো না কপালে।

—কেন, তোমার বিষ্ণুর খবর কী?

—ধুর, ওটা প্রেম বোঝে না। প্রতিদিন দু’বার করে বলি, উড়িয়ে দেয়।

‘তাহলে সিগারেট খাওয়া শুরু করো, নাও একটা টান দাও। একটা জ্বলন্ত সিগারেট মানুষ কে সব ভুলে থাকতে সাহায্য করে।’—হাতের সিগারেট টা অনিকেতের দিকে বাড়িয়ে দেয় রূপম।

অনিকেত একটা টান দিয়ে কাশতে কাশতে সিগারেট অ্যাশ ট্রেতে দুমড়ে রেখে বলে, ‘রুমমেট, এটা ক্যামনে খাও? তুমি কি সিগারেট ছাড়বে না?’

‘উঁহু’—বলে হাতের আঙুলের ফাঁকে জ্বালানো সিগারেটে আরেকটা টান দেয় রূপম।

রূপম। ভবঘুরে স্বভাবের। মেয়েদের পিছনে বছর তিনেক শরীর-মন-মাথা ঘামিয়ে নামের সামনে ‘ছ্যাঁকা’ শব্দটি জুটয়েছে। পরিচিত মহলে ‘ছ্যাঁকা রূপম’ নামে সমাদৃত। ব্যাপক মাত্রায় ধূমপায়ী। মধ্যবয়সী মা আর সদ্য নাবালিকা পেরুনো বোন বাসায় থাকা সত্ত্বেও নারীকুল ওর কাছে ঘৃণার বস্তু। ফোনের কন্টাক্ট লিস্ট নারী শূন্য, ওর বন্ধু মহল নারী শূন্য। এই বাইশ বছর বয়সেই নিজেকে চিরকুমার ঘোষণা দিয়েছে। তিন-চার মাস অন্তর বাসায় যায়। দ্রোহের কবিতা পছন্দ, বিচ্ছেদের গল্প ওর কাছে সার্থক সাহিত্য। মেস লাইফ প্রিয়। এরই রুমমেট অনিকেত, যাকে সে প্রতিদিন সিগারেটে একটি করে টান দেওয়ায়।

||দুই||

—এ বিষ্ণু, কিছু ভেবে দেখলি?

—প্রতিদিন ভাবি রে, একটা কবিতাও আসে না।

—আরে কবিতা না, আমার কথা কী ভাবলি?

—তোর কথা…আজ আবার শুরু করলি? তুই যে কালটু, তোর সাথে আমার যায় নাকি?

 

—নিজে তো আটার বস্তা। যা তোকে লাগবে না। এখনো তেরোটা অপেক্ষমাণ রেখেছি, একটা বেছে নিবো।

—নিস। চল কিছু খাওয়াও এখন।

—পারব না। তোকে খাওয়ায় কী লাভ?

‘চল আমি খাওয়াবো।’ বিষ্ণু অনির হাত টেনে নিয়ে গেল।

ক্যান্টিনে দু’জনে খাচ্ছে আর গল্প করছে।

—আগামী বই মেলায় একটা বই বের করবো, কিছু টাকা দিস।

—আমাকে বন্ধক রেখে কারো কাছে টাকা নিস।

—আচ্ছা।

—তুই আমাকে বন্ধক রাখতেও রাজি?

 

ক্যান্টিনের এক কোণায় রূপম একা এসে বসলো। দেখেই ডাক দিলো অনিকেত, ‘রুমমেট, আসো খাই।’

‘খাও তোমরা।’—বলে রূপম দ্রুত খেয়ে চলে গেলো।

—তোর রুমমেট টা বদলাবে না রে?

—না। তুই চেষ্টা করতে পারিস।

—কাজ নেই তো আর। তোর রুমমেট যা সিগারেট খায়। সিগারেট খাওয়া মানুষ আমার একদম অপছন্দ।

—তোর বর যদি বিয়ের পর সিগারেট খায়?

—সেদিনই ডিভোর্স।

—ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না। তুই শুধু ফোনে রূপম কে পটাবি। পারবি?

—কী দিবি?

—কী চাস?

—তোর বাসায় গিয়ে তোর মায়ের হাতের রান্না খাবো।

—ঠিক আছে। ফোন নম্বর নে। ও কিন্ত তোকে বিষ্ণু নামে চেনে।

—প্রিয়া নামে তো চেনে না?

—হু।

 

সন্ধ্যার পর। রূপম শুয়ে আছে; শরীর টা ম্যাজম্যাজ করছে। অনিকেত পড়ার টেবিলে; ফোন চাপছে। রূপমের ফোনে একটি অপরিচিত নম্বরের কল বাজছে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে, ‘আমি প্রিয়া বলছি, তুমি নিশ্চয় রূপম?’

 

—হ্যাঁ।

—ব্যস্ত?

—না। কী বলবেন সোজা বলুন।

—আমাকে তুমি করে বলতে পারো। তোমাকে ক্যাম্পাসে প্রায়ই দেখি।

—তো?

—তোমাকে আমার ভালো লাগে।

রূপম তড়িৎগতিতে ফোনটা রাখলো।

—রুমমেট, কে?

—আরে যত্তসব আজিব প্রাণী কই থেকে যে আসে। পিয়া না টিয়া, ক্যাম্পাসে দেখে ভালো লেগেছে। আজগুবি।

—সমস্যা কী? চালাও।

 

রুপম সিগারেট ধরিয়ে বললো, ‘তুমি বুঝবে না রুমমেট, এসব ভীষণ ক্ষতিকর।’

—সিগারেট কি ক্ষতিকর নয়?

—হু, শারীরিক। একজন নারী শারীরিক ও মানসিক একসাথে দু’ভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারে।

—রাজা আম্বুর না কার জানি তৃতীয় রাণী বলেছিলেন, ‘প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে …’

 

অনিকেতের মুখের কথা কেড়ে নিয়ে রূপম বলে, ‘একজন নারী নয়, একজন সফল ও একনিষ্ঠ নারী।’

—যাই হোক, নারী তো?

—না রুমমেট, তুমি যাই বলো আমি জানি এরা কতটা সমস্যার বস্তু। কবি নজরুল কি সাধে বলেছিলেন,

‘নারী নাহি হ’তে চায় শুধু একা কারো,

এরা দেবী, এরা লোভী, যত পূজা পায় এরা

চায় তত আরো!

ইহাদের অতিলোভী মন

একজনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী নয়,

যাচে বহু জন।…’

অনিকেত আর রূপমের আজকের সন্ধ্যেটা কেটে গেলো এভাবেই। রূপমের শরীরের ম্যাজম্যাজ এখনো থামে নি। অনিকেত বিষ্ণু কে ফোন দিয়ে হেসে অস্থির, ‘আমার মা’র হাতের রান্না খাওয়া এত্ত সহজ!’

—ভালো হয়েছে, চুপ থাক।

—ঠিক আছে।

—কাল ক্যাম্পাসে আয়, একটা কথা আছে।

—কাল তো শুক্রবার, ফোনেই বল।

—শুক্রবার তাতে কী? আমি ডেকেছি, তুই আসবি।

—আচ্ছা।

রাতে টিভি রুমে বাবা-মেয়ে গল্প করছে। প্রসঙ্গক্রমে বিষ্ণুর বাবা বললেন, ‘যুবক বয়সে ফ্রেণ্ডরা মিলে ধূমপান করতাম। বিয়ের পর তোর মা’র জন্য আর হলো না। তুইও তোর মা’র মতোই হয়েছিস।’

—হু।

—ভাবছি শুরু করবো আবার…

—করে দেখো, বাসা থেকে বের করে দিবো তোমকে।

—তাই! আচ্ছা করবো না।

—মনে থাকে যেন। চলো খাবো এখন।

—চল…।

||তিন||

মাঝে তিনদিন বিষ্ণু অনিকেতের দেখা পায় নি। আজ হঠাৎ ক্যাম্পাসে দেখা ক্যাম্পাসের বড় বটগাছটার নিচে।

—এই তিনদিন কই ছিলি?

অনিকেত মাথা নিচু করে চুপ করে বসে আছে।

—চুপ করে আছিস কেন, বল কোথায় ছিলি? ক্যাম্পাসে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি, কতবার ফোন দিয়েছি, তুই অন্তত ফোন টা রিসিভ করতে পারতি?

অনিকেত নিরুত্তর।

বিষ্ণুর কণ্ঠে উত্তেজনা, ‘প্রতিটা দিন জ্বালাতি ভালোবাসি বলে বলে। আজ চুপ করে কেন? জ্বালাও আমাকে, বল আজ কত ভালোবাসিস?’

অনিকেত নিশ্চুপ; চোখে জল।

—ভাবছিস প্রতিবারেই তো না বলি, তাই আর বলবি না। তোকে বলেছিলাম না, একটা কথা আছে। গত তিনদিন সেই কথাটি বলতেই এসেছিলাম, কিন্তু তুই নেই। শুনবি না আজ?

—বল।

—ভালোবাসি তোকে। আগের মতো ভালোবাসা নয়, এটা প্রেম। তোর আমার বিয়ে হবে।

অনিকেত চোখে বিস্ময় নিয়ে চেয়ে আছে বিষ্ণুর দিকে।

—কি রে কথা বলছিস না কেন, বাসবি না? বিষ্ণুকে তোর প্রিয়া বানাবি না?

অনিকেত গম্ভীর কণ্ঠে বললো, ‘না।’

—দুষ্টুমি হচ্ছে? ভাব নিচ্ছিস?

—না। তোকে অনেক ভালোবাসতাম, আর বাসি না।

বিষ্ণু মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল।

—আমি তোর সাথে আর কখনই এভাবে বসবো না। তুই শুধু না, কোনো নারীর সংস্পর্শ আমি চাই না। আমি এখন থেকে ধূমপান করবো, দ্রোহের কাব্য লিখবো। আমি রূপম হবো।

অনিকেতের চোখে জল। বিষ্ণু নরম কণ্ঠে বললো, ‘চুপ কর অনি, কাঁদিস না। তোর কী হয়েছে, আমাকে খুলে বল প্লিজ।’

অনিকেত চোখ মুছলো। একটু পর ধিরে ধিরে বললো, ‘রূপম আর নেই, আমার রুমমেট মরে গেছে।’

দুজনেই চুপ।

একটু পর অনিকেত বললো, ‘ডাক্তার বলেছেন, অতিরিক্ত ধূমপানের ফলে ওর রক্ত দূষিত হয়েছিলো, ফুসফুস কাজ করছিলো না। কিন্ত আমি জানি ওর মৃত্যুর কারণ নারী। আমিও চাই না আমার জীবনে কোনো নারী আসুক। আমি ধূমপান করব। আর আমি জানি তুই ধূমপায়ীদের অপছন্দ করিস।’

বিষ্ণু কিছু না বলেই উঠে চলে গেল।

—বাবা, এটা তোমার জন্য।

—কী করব আমি?

—খাবে।

—তুই আমাকে সিগারেট খেতে বলছিস?

—হ্যাঁ, কোনো সমস্যা?

—না। তুইতো ধূমপান অপছন্দ করিস?

—আর করি না। ভেবে দেখলাম তোমার ধূমপান করা উচিৎ।

—আচ্ছা। দে দেখি…

দু’দিন পর। অনিকেত ওর রুমে শুয়ে আছে। রূপমের বেড, পড়ার টেবিল তেমনি আছে। টেবিলের ওপর পরে আছে মুখ খোলা একটি সিগারেটের প্যাকেট, দেয়াশলাই, ছাঁই, দুমড়ানো সিগারেট আর পোঁড়া কাঠি সহ অ্যাশ ট্রে।

কী যেন ভেবে বিষ্ণুকে ফোন করল। রিসিভ করল না। আবার দিলো, কেটে দিলো। আবার দিলো, রিসিভ করল। অনিকেত বলল, ‘কেমন আছিস?’

বিষ্ণু গম্ভীর কণ্ঠে বললো, ‘ভালো।’

—ক্যাম্পাসে আসবি না?

—না।

—সেদিনের জন্য সরি।

—তো?

—আমার মা’র হাতের রান্না খাবি না?

—না।

অনিকেত একটু চুপ থেকে বলল, ‘ভালোবাসি।’

ফোনটা কেটে গেল। আবার ফোন দিলো অনিকেত, কেটে দিলো। আবারো দিলো, বিষ্ণুর ফোন বন্ধ দেখাচ্ছে।

অনিকেত রূপমের টেবিলের ওপর থেকে একটি সিগারেট ধরালো। টান দিয়ে ধোঁয়া ছাড়তেই যেন হৃদপিণ্ড হতে বিষ্ণু নামটি উড়ে গেল।

ঈদ সংখ্যা - ২০২২
260 Views

প্রমথ রায়

২ মে, ২০২২ , ৫:৪৬ অপরাহ্ণ

এক টুকরো অস্থিমজ্জা এবং হারানো স্বপ্ন

পুরো আকাশ চাঁদের আলোয় ছেয়ে গেছে। পুরো আকাশ শুধু নয়, পুরো পৃথিবীও আলোকিত হয়েছে। ডেকোরেশনের রঙিন আলোও চাঁদের আলোয় ক্ষীয়মান। এ আলোয় জোনাকির মতো নেচে বেড়াচ্ছে ডা. আভার আনন্দে মাতাল মন । আজ তার  বিয়ে। দীর্ঘদিন পর ‘ব্রাইডাল প্যালেস’ কমিউনিটি সেন্টার পেয়েছে নতুন মাত্রা। করোনার পর এত বর্ণাঢ্যভাবে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। আভা সবেমাত্র জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে গ্রাজুয়েশন শেষ করে। তাঁর বিয়ে হচ্ছে  ডা. ফয়সাল দস্তগির নামক একজন চিকিৎসকের সাথে। তিনি আভার বিশ্ববিদ্যালয়ের হেমাটলোজী বিভাগের একজন প্রভাষকও। তাঁদের পরিচয় কিন্তু পড়াশুনা করতে গিয়ে নয়; বরং চিকিৎসা করাতে গিয়ে।

২০১৯ সালের শেষের দিক। একদিন হঠাৎ করে আভা রক্তবমি করে। পরে তার রক্ত পরীক্ষা করে জানা যায় তার রক্তে ক্যান্সারের জীবাণু লিউকেমিয়া বাস করছে। সাথে সাথে দুজন জাপানি ডাক্তারসহ ডা. ফয়সালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে। তার অসুস্থতা বাড়তে থাকে। সে প্রায় ফাইনাল স্টেজের কাছাকাছি। তার শরীরে আর রক্ত তৈরি হয় না। অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। নাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এ চিকিৎসা অনেক ব্যয়বহুল। তারপরও চিকিৎসা চলতে থাকে। কিন্তু অস্থিমজ্জা পাওয়া এত সহজ না। অনেক ঝামেলা। সারা বিশ্বের নামী হাসপাতালগুলোতে খোঁজ করা হলো। কিন্তু তবুও কোনো হদিস  মিললো না। যদিও একটা দুটা মিলে, শতভাগ ম্যাচ করে না। অবশেষে একজন ভারতীয় ডোনার পাওয়া গেল। নাম সুনীল বাজপেয়ী।  কিন্তু তার একটি শর্ত, আভাকে সারাজীবন এ ধরনের রোগীদের চিকিৎসার ব্যয় বহন করবে। আভা কথা দিলো সে এ রোগেরই চিকিৎসক হবে হবে বিনামূল্যে চিকিৎসা করবে। শুধু আভা নয়; ডা. ফয়সালও কথা দিলো , সেও একজন রক্তরোগের চিকিৎসক হিসেবে এ সেচ্ছাসেবী মহৎ কাজের দায়িত্ব নিবে। তখন সুনীলই প্রস্তাব দিয়েছিল তাঁরা  বিয়ে করলেই তো একসাথে তার স্বপ্ন সহজে পূরণ করতে পারবে। জীর্ণ মুখেও আভা হাসবার চেষ্টা করেছিল।

তারপর ধীরে ধীরে আভা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। সুস্থ হয়ে ওঠে। গ্রাজুয়েশনও শেষ হয়। তারপর জাপানেই থেকে যায়। ফয়সালের সাথে সুন্দর দিন কাটতে থাকে, বেমালুম ভুলে যায় সুনীলের কথা। এবছর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আভার বাবার ইচ্ছে তাদের বিয়েটা বাংলাদেশেই হবে।

কাকতালীয়ভাবে আজই আভার মোবাইলে একটি ইমেল আসার শব্দ হয়। শারদ বাজপেয়ী নামে একজন ভদ্রলোক পাঠিয়েছেন। তাঁর মেইলের সারকথা হলো সুনীল বাজপেয়ী তাঁর বাবা এবং তিনি গতকালই মারা গেছেন। সম্ভবত আভাকে অস্থিমজ্জা দেয়ার কারণেই তিনি এত তাড়াতাড়ি মারা গেছেন। তার অনেক ইচ্ছে ছিলো তাঁর অস্থিমজ্জায় বেঁচে যাওয়া আভা তাঁর স্বপ্ন পূরণ করবেন। তাই জনাব শারদের অনুরোধ, আভা যেন তার বাবাকে দেওয়া কথা রাখার চেষ্টা করেন।

এক টুকরো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলে। আভার মুখের হাসিও বিবর্ণ হয়ে যায়। একটু পর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে রাতে আর বিয়ে হলো না। পরের দিন হাসপাতালে জ্ঞান ফিরলে আভা সিদ্ধান্ত নেয় যে, সে আর বিয়ে করবে না। সে সুনীল বাজপেয়ীর স্বপ্নকে আমৃত্যু বাঁচিয়ে রাখবে।

ঈদ সংখ্যা - ২০২২
207 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ

ময়নুল ইসলামের দুটি ছড়া

সাম্যের ইদ

ঐযে দেখ চাঁদপাখিটা

আকাশ মাঝে আসে

তাইনা দেখে মাঠের ফসল

খলখলিয়ে হাসে।

 

সেই হাসিতে পাড়ার সকল

উঠল জেগে আজ

খুশির জোয়ার উঠলো ভেসে

নিয়ে নতুন সাজ।

 

নতুন সাজে খুশির ইদ

আসল ধরার বুকে

চোখে মুখে সুখের ছাপ

কে যে এবার রুখে।

 

সেই সুখেযে আশার কুসুম

চঞ্চলতায় নাচে

মনের মাঝে প্রীতির লতা

গজাক বিবেক গাছে।

 

স্নেহের ছায়া বিলাক সবে

মনের বিবাদ তাড়িয়ে

উড়ে চলুক সাম্যের পাখি

আকাশ বাতাস ছাড়িয়ে।

২.

খোকার ইদ

 

 

খোকার বাড়ির ফুল বাগিচায়

উঠল জেগে চাঁদ

নতুন জামা পরবে খোকা

জাগলো মনে সাধ।

 

ঘুম ধরে না, ঘুম ধরে না

কী যে খোকা করে

ঘুম ধরে না ঘরে খোকার

উঠল জেগে ভোরে।

 

নতুন জামা পরে খোকা

ইদের মাঠে যায়

সদ্য ফোটা গোলাপ যেন

খুশবু ছড়ায়।

 

ইদের মাঠে গিয়ে খোকা

ইদের নামাজ পড়ে

আজকে খুশির বাঁধ ভেঙেছে

খোকার মনের চরে।

 

খুশির দিনে খোকা বলে

মিলেমিশে থাকি

বাড়ির পাশে গরিব দুখী

একটু খেয়াল রাখি।

ঈদ সংখ্যা - ২০২২
260 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ

মাটির অতল থেকে

আমি থাকবো না এই যাযাবর শহরে

যাব চিত্তহারিণী গাঁয়ে এই বৈশাখে

বৃক্ষশাখে পাখি ডাকা ভোরে

আনন্দের উত্থিল সুখে পান্তারপাতে

হাসি দেখবো দুরন্ত বালকের।

 

শৈশবের ধান কুড়ানির –

কুঁড়েঘরের চেনা অতিথি হবো

মোহন নদীর হাঁটুজলের জলকেলিতে

জলের কাছে চেয়ে নেবো হৃদয়ের অছেঁড়া সুখ।

 

আকাশের বর্গা টপকে যাবো না নীলিমার নীলের ভেতর

তারাদের জলশালয়ে গাইবো না চন্দ্রের গীত

রহস্যের গভীরে লুকাবো না দেহ

অগ্নিস্নান শেষে এই বৈশাখে রুদ্র ছোবলের প্রতিবাদী হবো।

 

চিত্তহারিণী গাঁয়ের –

আবাদি মাটির অতল থেকে তুলে আনবো

এক আঁটি জ্বলজ্বলে ফসল।

এই বৈশাখে আমি থাকবো না

এই যাযাবর শহরে  …

ঈদ সংখ্যা - ২০২২
307 Views

মজনুর রহমান

২ মে, ২০২২ , ৫:২৯ অপরাহ্ণ

মজনুর রহমানের পাঁচটি কবিতা 

ঝড়

বাতাসবনে কাঁপছে কেমন নুয়ে পড়া আলো

বহুদূরের কান্নার স্বর, কে তারে চমকালো?

কে মেখেছে অন্ধকারে পুরান দিনের জ্বর

অনেকগুলো ব্যথার পাশে অনেকগুলো ঝড়।

 

একটা ঝড়ে বৃক্ষ ভাঙে আরেকটাতে পাতা

মোমের আলোয় কারা যেন লুকিয়ে রাখে মাথা,

মাথা লুকায় ব্যথা লুকায় মোম কাঁপে তিরতির

একটা ভাঙা আয়না দেখে করছে সবাই ভিড়।

 

আয়না ভাঙার শব্দ এমন কারো মালুম হয় না

ঝড় আসে তাই কোনো বাতাস ঘরের ভেতর রয় না।

জীবন-১১

যেদিক থেকে বইছে বাতাস

চক্ষু তুলে দেখে

ঘরঘরিয়ে ঘুরছে চাকা

বুকের ভেতর থেকে।

 

চাকার ভেতর রঙের ছিটা

ছিটকে পড়ে মুখে

মেশিন চলে চাকা ঘোরে

সামান্য এক বুকে।

 

কোথাও আশা টিকটিকিয়ে

কোথাও ঘড়ি বাজে

আয়না ভেঙে লাগবে জোড়া

জীবন দেখার কাজে।

 

বইছে বাতাস ঘুরছে চাকা

বাজছে তিরস্কার

বেঁচে আছেন এতটুকুই

মস্ত পুরস্কার।

মেঘ

ঘরের ভেতর দুঃখ অনেক

ঘরের ভেতর কান্না

চুলার ওপর চলছে এখন

মেঘের মাংস রান্না।

 

মেঘ করেছে উঠানজুড়ে

হরেক পদের দুঃখে

মাংসগুলো পাতে নিয়ে

ঐ যে ঢাকে মুখ কে?

 

মুখের খাবার মানুষগুলো

ছড়িয়ে দেয় বাইরে

পথে ঘাটেও দুঃখ অনেক

খাবার মানুষ নাইরে।

 

মেঘ করেছে, এমন মেঘের

বসতবাড়ি কইরে

আমিষ খাবার ইচ্ছে হলে

আমিই তো মেঘ হইরে!

ভয়

রাত বাড়ে আর বাড়ে আমার

বুড়ো হবার ভয়

চক্ষু আমার আটকে রাখে

হাজার রকম ক্ষয়।

 

একটা ক্ষয়ে তারা ফোটে

অন্যটাতে জ্বর

আকাশজুড়ে ফুটছে এখন

মুহুর্মুহু ঝড়।

 

ঝড়ের পরে ঝড়ের আগে

নয়ন ভেজায় কে

ওই যে দেখো আকাশ থেকে

খবর এসেছে।

ঈদ সংখ্যা - ২০২২
273 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:২৪ অপরাহ্ণ

ঈদ এলো 

খুশির বার্তা নিয়ে বছর ঘুরে ঈদ এসেছে,

শাওয়াল মাসের নতুন চাঁদ তাই হেসেছে,

 

একমাস সিয়াম সাধনার শেষ,

পবিত্রতার শুভ্র চাদরে মিশে,

ঈদ এলো রে,

আনন্দে চারদিক ভরে গেলো যে,

নতুন জামা নতুন জুতায় ছোটদের নানা বায়না,

বুজতে শেখার বয়সে সেই মজাটা আর হয় না,

 

চাঁদ রাতে মেহেদী রাঙা হাতে মেয়েরা প্রতীক্ষায় রয়,

নানান রকম মিষ্টান্ন খাবার বাসায় রান্না হয়,

নামাজ শেষে ছোটরা ব্যস্ত সালামি তোলায়,

 

তাদের আনন্দ কোলাহল যেন সব কষ্ট ভোলায়,

গরীব দুখীরাও ফিতরা যাকাত পায়,

একটু স্বস্তিতে তাদের ইদও কেটে যায়,

ঈদ সবার সুন্দর হোক সকল দ্বিধা কেটে যাক,

সকলের ইচ্ছে আকাঙ্খা গুলো পূর্ণতা পাক,

নতুন রঙে সুন্দর করে জীবন সাজাই,

সকলকে থেকে ঈদ মোবারক জানাই।

ঈদ সংখ্যা - ২০২২
160 Views

হাফেজ মাওলানা মাহমুদুর রহমান

২ মে, ২০২২ , ৫:২১ অপরাহ্ণ

ঈদ-উল-ফিতর ও আমাদের করণীয়

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মাতৃভূমি মক্কা ছেড়ে মদীনা মুনাওয়ারায় হিজরত করেন- তখন থেকে মুসলিমদের সংঘবদ্ধ সামাজিক জীবন শুরু হয়। মূলত সেখান থেকেই ইসলামে ঈদের সূচনা হয়।

ঈদ-উল ফিতর রমাযান মাসের শেষে শাওয়াল মাসের এক তারিখে এবং ঈদ-উল আযহা জিলহজ মাসের দশ তারিখে অনুষ্ঠিত হয়। মদীনাবাসীরা বছরে দুটি নির্দিষ্ট দিনে আমোদ-প্রমোদে মেতে উঠত।

তারা বসন্ত এবং হেমন্তের পূর্ণিমায় মিহিরজান এবং নওরোজ নামে দুটি উৎসব পালন করত। এ উৎসব দুটিতে যে আচার-অনুষ্ঠান হতো- তা ইসলামী শরীয়ত সমর্থিত ছিল না।

ফলে মদীনায় এসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এটা দেখতে পেলেন- তখন তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন-এ বিশেষ দিনে তোমাদের আনন্দ-উল্লাসের কারণ কী? মদীনার নবমুসলিমগণ বললেন- আমরা জাহেলি যুগে এ দুটো দিনকে এভাবেই উদযাপন করতাম। (যা আজ পর্যন্ত প্রচলিত)

তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- আল্লাহ তা’আলা তোমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটি দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটি ঈদ-উল ফিতর, অন্যটি ঈদ-উল আযহা। এভাবেই ইসলামে ঈদের সূচনা হয়।

ঈদ শব্দের অর্থ

‘ঈদ’ হচ্ছে আরবি শব্দ। এর অর্থ- উৎসব, পুনরাগমন, পুনরাবৃত্তি। আরবি ভাষাবিদগণ বলেন- আরবি عيد শব্দটি আরবি হরফ ع و د সমৃদ্ধ عود ধাতু হতে গঠিত। এর অর্থ পুনরাগমন। প্রতি বছর পর্যায়ক্রমে এই ঈদের পুনরাগমন হয় বলেই একে ঈদ বলে।

ঈদ সারা বিশ্বের মুসলিমদের ঘরে-ঘরে বয়ে আনে আনন্দের পবিত্র সওগাত। এ বিশ্ব চরাচরে মানুষ যে কত রকমের রয়েছে, তার কোনো সীমা পরিসীমা নেই। কেউ কালো, কেউ সাদা, কেউ তামাটে, কেউ বেঁটে, কেউ লম্বা, কেউ সরু, কেউ মোটা, কারও চুল কোঁকড়ানো, কারও সরু-মসৃণ এছাড়াও আছে কেউ মহিলা কেউ পুরুষ, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ শহরবাসী, কেউ গ্রামবাসী, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকুরে, কেউ ব্যবসায়ী- কিন্তু ঈদ এলে সব ভেদাভেদ ভুলে সব মুসলিমই আনন্দিত হয়। সকলেই ঈদের আনন্দে অংশ নেয়। কেউ হয়তো জাকাত দিতে পারে না, কিন্তু ঈদ করেনি বা ঈদের আগমনে আনন্দিত হয়নি- এমন মুসলমান বোধ হয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই ঈদ সারা বিশ্বের মুসলমানদের সার্বজনীন উৎসব। ‘ঈদ’ শব্দ উৎসব অর্থে কুরআনেও ব্যবহৃত হয়েছে। ইরশাদ হচ্ছে-

قال عيسي بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا و آية منك- وارزقنا وأنت خير الرازقين-

অর্থ: মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন- হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমাদের জন্যে আসমান হতে খাদ্যপূর্ণ ঝুড়ি পাঠাও। যা আমাদের, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে আনন্দ-উৎসবস্বরূপ এবং তোমার কাছ থেকে নিদর্শন। এবং আমাদের জীবিকা দান করো, আর তুমিই শ্রেষ্ঠ জীবিকাদাতা। (সূরা মায়েদাহঃ আ-৭)

হাদীসের বর্ণনায় ঈদ-উল ফিতরের কথা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ঈদ-উল ফিতরের দিন যখন আসে, আল্লাহ তায়ালা রোজাদার লোকদের ব্যাপারে গর্ব করে ফেরেশতাদের বলেন- হে আমার ফেরেশতাগণ! তোমরাই বলো, কী বদলা হতে পারে সে শ্রমিকের, যে নিজের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছে। ফেরেশতাগণ আরজ করেন- হে মা’বুদ! উপযুক্ত বদলা হলো যথাযথ মজুরী (পারিশ্রমিক) প্রদান করা। আল্লাহ তায়ালা বলেন- আমার বান্দারা আমার দেয়া কর্তব্য আদায় করে তাকবির ধ্বনির সাথে নামায আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হয়েছে। আমার ইজ্জত ও বুযুর্গীর কসম, আমার দয়া, দান ও মহত্তের কসম, আমি তাদের দুআ অবশ্যই কবুল করবো। তারপর বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা বলেন- যাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমাদের মন্দগুলো পূণ্যে পরিণত করলাম। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- এভাবে তারা ক্ষমার ওয়াদা পেয়ে (ঘরে) প্রত্যাবর্তন করে। (বাইহাকী)

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মধ্যে কাটায়- তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ৮ই জিলহজ্জের রাত, আরাফাতের রাত, ঈদুল আজহার রাত, ঈদ-উল ফিতরের রাত এবং ১৫ই শাবানের রাত, (১৪ তারিখ দিবাগত রাত)  (তারগীব ও তারহীবঃ ২৫৫)

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ইরশাদ করেন- যে ব্যক্তি ঈদের রাতে(চান্দ রাতে) সওয়াবের নিয়তে ইবাদত করে, তার অন্তর সেদিনও মরবে না, যেদিন অন্য লোকদের অন্তর মরে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন। (তারগীব-তারহীব)

ঈদের দিনের সুন্নাতসমূহ

১. শরীয়তসম্মত সাজ-সজ্জা অবলম্বন করা।
২. গোসল করা।
৩. মিসওয়াক করা।
৪. উত্তম পোশাক পরিধান করা।
৫. সুগন্ধি ব্যবহার করা।
৬. খুব ভোরে জাগ্রত হওয়া।
৭. সকালে ঈদগাহে গমন করা।
৮. ঈদগাহে যাওয়ার আগে (ঈদ-উল ফিতরে)  মিষ্টি জাতীয় কিছু খাওয়া।
৯. ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা।
১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা। ( মসজিদে না পড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ভিন্নকথা)
১১. ঈদের নামাযের জন্য ঈদগাহে এক পথে যাওয়া আর অন্য পথে ফিরে আসা।
১২. পায়ে হেটে ঈদগাহে গমণ করা। (যানবাহন ব্যতীত)
১৩. মৃদুস্বরে নিম্নলিখিত তাকবীর বলতে বলতে চলা-

الله أكبر الله أكبر- لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد-

আল্লাহ পাক আমাদের সবার ঈদকে বরকতময় করুন। আমাদের এ আনন্দকে কবুল করুন।

হাফেজ মাওলানা মাহমুদুর রহমান 
খতিব, সদর জামে মসজিদ, জুম্মাপাড়া, রংপুর

ঈদ সংখ্যা - ২০২২
198 Views

রবীন জাকারিয়া

২ মে, ২০২২ , ৫:১৭ অপরাহ্ণ

বাংলাদেশে ঈদ উৎসব

ভূমিকা: ঈদ (প্রমিত বানান ইদ) শব্দটির অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোকে ঈদ বলা হয়।

ঈদুল ফিতর (আরবি: عيد الفطر অর্থাৎ “রোজা ভাঙার দিবস”) ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি।[১] দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। ধর্মীয় পরিভাষায় একে ইয়াওমুল জায়েজ (অর্থ: পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে।[২] عيد الفطر

মুসলমানদের মধ্যে সবচেয়ে ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সারা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জাঁকজমক ও ধুমধামের সঙ্গে এই ধর্মীয় দিবস দুটি পালিত হতে দেখা যায়। ঈদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়- প্রথম ঈদ পালিত হয় দ্বিতীয় হিজরির ০১ শাওয়াল মোতাবেক ৬২৪ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ মদিনায়। আর মক্কায় প্রথম ঈদ পালিত হয় অষ্টম হিজরি মোতাবেক ৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয়ের পর প্রায় ১১ দিন পর। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইসলাম প্রচার শুরু হয় ৬৪০ খ্রিষ্টাব্দ নাগাদ। বাংলাদেশে প্রথম কোথায় ঈদ পালিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে ধারণা করা যায় সন্দ্বীপ অঞ্চলে প্রথম ঈদের জামায়াত হয়েছিল। ঢাকায় সম্ভবত প্রথম ঈদ উদ্যাপিত হয় সুলতানি আমলে (১৩০০-১৫৩৮ খ্রি.) মোটামুটি দুই শত বছরের বেশি সময়ে নগরকেন্দ্রিক ঈদ উৎসবের কিছুটা প্রমাণ পাওয়া যায়।

বাংলাদেশে এখন যেভাবে ঈদ উৎসব পালিত হচ্ছে, ১০০ বছর আগেও কি এভাবে হতো? সাধারণ মানুষ কি আজকের মতো অধীর আগ্রহ, উৎসাহ নিয়ে তাকিয়ে থাকতেন ঈদের চাঁদের দিকে? ঈদের ধুমধামের দিকে? ইতিহাস বলে ‘না’। তবে সে আমলে কীভাবে বাংলাদেশে ঈদ উৎসব পালিত হতো?

আমাদের সবারই স্মরণ রাখতে হবে বিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা মেলে না। জ্ঞান আহরণের উৎসই জিজ্ঞাসা। রাসূল (সা.) বলেছেন, “জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনেও যাও।” সুতরাং এই প্রবন্ধে বর্তমান আলোচনার পরিপ্রেক্ষিতে কারও ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত দেওয়ার জন্য আমার এ লেখা নয়। প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আমার এই অবগাহন। আমি একজন মুসলমান হয়ে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করি।

রমজান মাস মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস এবং কোরআনে একমাত্র এ মাসের কথাই উল্লেখ করা হয়েছে। এ মাসেই নাজিল হয়েছে কোরআন শরিফ। প্রথম ওহি পেয়েছিলেন মুহম্মদ রাসূল (সা.)। গিয়েছিলেন তিনি মেরাজে। মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে রমজানের সঙ্গে পরিচয় ছিল না মুসলমানদের। এর সঙ্গে পরিচয় ঘটেছিল হিজরতের পরেই। রমজান শব্দটি আরবি ‘রমজ’ ধাতু থেকে আগত। রমজান মানে দাহ, তাপ বা পোড়ানো। চন্দ্রবর্ষই নিয়ন্ত্রিত করে করে মুসলমানদের উৎসব। অনেক আগে প্রাচীন কালে গরমের মৌসুমে এই মাস পড়ত বলে এর নাম হয় রমজান। রমজানের সঙ্গে উপবাসের প্রতি শব্দের ধ্বনিগত কোনো মিল নেই। উপবাসের আরবি নাম হচ্ছে ‘স ও ম’। এর অর্থের সঙ্গে উপবাস ব্রতের কোনো মিল নেই। এর আভিধানিক অর্থই হলো আরাম বা বিশ্রামে থাকা। রমজান শেষে ঈদুল ফেতর। ঈদের অর্থ হলো উৎসব এবং আভিধানিক অর্থ হলো বারবার ফিরে আসা। ঈদ শব্দটি মূলত সিরিয়ার। ঈদ শব্দটির আদি অর্থ ও তার আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম নিরীক্ষণ করে দেখে মনে হয় হয়তো এককালে এ ধরনের এক সামাজিক উৎসবের সঙ্গে পরিচিত ছিল সিরিয়ার দামেস্কের জনগোষ্ঠীর অধিবাসীরা। হয়তো সিরিয়ার দামেস্কের কৃষিজ আচার-অনুষ্ঠানের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল এই আজকের ঈদ উৎসব এবং তাদের কাছ থেকেই আচার-অনুষ্ঠান জ্ঞাপক শব্দের মতোই আরবরা আমদানি করেছেন বর্তমান এই ঈদ উৎসব ও তার প্রকৃতিকে। ঈদ উৎসব মানুষের লোকায়ত বিশ্বাস বিশ্লেষণ করলে আমাদের মনে রাখতে হবে এদেশে মুসলমানরা ছিল বহিরাগত। কারণ যেভাবে অতীতে পালিত হতো এই ঈদ উৎসব তাতে লোকায়ত বিশ্বাস আরও স্পষ্ট করে বলতে গেলে হিন্দু রীতিনীতি প্রভাবই ছিল বেশি।

ইসলাম প্রচারের শুরুতে অর্থাৎ আদি বাঙালি মুসলমানরা কীভাবে ঈদ উৎসব পালন করত তা রীতিমতো গবেষণার বস্তু। তবে বলা যেতে পারে আদিতে প্রচার করা আরবের উদ্যাপিত ঈদের আদি রূপই হয়তো তুলে ধরেছিলেন। কিন্তু কালের গর্ভে সময়ের বিবর্তনে সে রূপ চিরতরে হারিয়ে গেছে। কখনো ধর্ম নেতারা মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন তাদের নিজের গড়া নতুন অনুষ্ঠান। কখনো শাসক শ্রেণির নির্দেশে যুক্ত হয়েছে বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম। কখনো বা লৌকিক ধর্মের প্রভাব এসেছে লৌকিক আচার-অনুষ্ঠান নিয়ে। সে জন্য আবারও বলতে হয় বাংলাদেশে যেভাবে ঈদ উৎসব পালিত হচ্ছে তাতে সেখানে প্রভাব ফেলেছে কৃষিজীবী মানুষের লোকায়ত বিশ্বাস।

শাসক ইংরেজরা স্বাভাবিকভাবেই মুসলমানদের ঈদকে গুরুত্ব দেয়নি। এজন্য সরকারি ছুটিও বরাদ্দ ছিল কম। তা ছাড়া মুসলমানদের পক্ষে ঈদকে সে আমলে উৎসবে পরিণত করা সম্ভব ছিল না তাদের পক্ষে। কারণ গ্রামাঞ্চলে অধিকাংশ মুসলমান ছিল বিত্তহীন ও নিরক্ষর।

‘তাবাকাৎ-ই-নাসিরি’র লেখক ঐতিহাসিক মিনহাজ উস-সিরাজ সেকালের ঈদ উৎসব সম্পর্কে জানিয়েছেন, “বাদশাহ ধর্মীয় আলোচনায় ব্যস্ত থাকতেন, ঈদের নামাজ পড়ানোর জন্য নিয়োগ করতেন ধর্মীয় ইমাম। শহরের বাইরে উন্মুক্ত জায়গায় অথবা গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হতো এবং এসব স্থানকেই ঈদগাহ নামে অভিহিত করা হতো।”

আগেই বলা হয়েছে ঈদ সম্পর্কে আমরা সেকালে যে বিবরণ পাই তা থেকে ধরে নেওয়া যায় রমজান মাস থেকেই শুরু হতো ঈদের প্রস্তুতি। এ উৎসব শুরু হতো রমজানের চাঁদ দেখা থেকে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে এর তেমন কোনো যোগাযোগ ছিল না।

আবুল মনসুর আহমেদ সেকালে ঈদের কথা ব্যক্ত করতে গিয়ে আরও বলেছেন, “এই অঞ্চলে কোনো মসজিদ বা জুমার ঘর ছিল না। বছরে দুইবার ঈদের জামায়াত হইতো বটে কিন্তু তাতে বড়রাই সামিল হইতো। তাই জামাতে খুব অল্প লোকই দেখা যাইতো। সাধ্যমতো নতুন কাপড় চোপড় পরিয়া লোকেরা বেদম গান বাজনা করিত। সারারাত ঢোলের আওয়াজ পাওয়া যাইতো। প্রায়ই বাড়ি বাড়ি ঢোল-ডাগর দেখা যাইতো। ঈদের জামাতেও লোকেরা কাছা, ধুতি পরিয়াই যাইত। নামাজের সময় কাছা খুলিতেই হইতো। সে কাজটাও তাহারা নামাজে দাঁড়াইবার আগেতক করিত না। প্রথম প্রথম নামাজের কাতারে বসিবার পর অন্যের অগোচরে চুপি চুপি কাছা খুলিয়া নামাজ শেষ করিয়া কাতার হইতে উঠিবার আগেই আবার কাছা দিয়া ফেলিত।”

অজ্ঞতা ও কুসংস্কার তখন বাঙালি মুসলমান সমাজকে নিদারুণভাবে গ্রাস করে। তারা সহজ-সরল ইসলাম ভুলে গিয়ে রমজানে ও ঈদ উৎসবের মতো ধর্মীয় অনুষ্ঠানে বহু কুপ্রথা, অন্ধবিশ্বাস, ইসলামবিরোধী আচার-অনুষ্ঠানে আচ্ছন্ন হয়ে পড়ে। সে সময় সত্যিকারের ইসলাম হারিয়ে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কুসংস্কার ও অনৈসলামিক কার্যকলাপে লিপ্ত থেকে অন্ধকারের অতল তলে হারিয়ে যায়। তখনকার মুসলমানদের সমাজে এই অধঃপতন দেখে সে সময়ে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুলস্নাহ (১৭৮১-১৮৪০ খ্রি.) স্তম্ভিত হয়ে পড়েন। জেমস ওয়াইজ আরও লিখেছেন দীর্ঘকাল হিন্দুদের সংস্পর্শে থাকার ফলে ঈদ উৎসবের ধর্মীয় ব্যাপারে মুসলমানদের মধ্যে হিন্দুদের মতো যেসব কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রবেশ করে তার বিরুদ্ধে হাজী শরীয়তুলস্নাহ সর্বপ্রথম আন্দোলন আরম্ভ করেন। তিনি ইসলাম ধর্মের বহু দেব-দেবী, ভ্রান্ত অলীক বিশ্বাসও পাপপূর্ণ নতুন প্রথাগুলোর উচ্ছেদের জন্য আন্দোলন করেন। এভাবে হাজী শরীয়তউলস্নাহ দীর্ঘকাল ধরে পূর্ববঙ্গের মুসলমান সমাজ থেকে বহু অন্ধ বিশ্বাস ও কুসংস্কার দূর করেন।

এ শতকের তৃতীয় চতুর্থ দশকের গ্রামাঞ্চলে ঈদ পালনের কয়েকটি বর্ণনা পাই খন্দকার আবু তালিবের নিবন্ধ থেকে -“রোজার পনেরো দিন যাওয়ার পর হতেই গৃহবধূরা নানা রকম নকশি পিঠা তৈরি করতে শুরু করত। এদের মধ্যে ফুল পিঠা, পাপর পিঠা, ঝুরি, হাতে টেপা সেমাই ইত্যাদি উলেস্নখযোগ্য। শবেকদরের রাতে মেয়েরা মেহেদী এনে তা বেটে হাতে নানা রকম চিত্র আঁকত। ফুল পিঠা তৈরি করার সময় বউয়েরা ‘প্রিয় স্বামী’, আর অবিবাহিত মেয়েরা ‘বিবাহ’ ও ‘প্রজাপতি’ এঁকে রাখত। ঈদের দিনে যুবক-যুবতী বন্ধু-বান্ধবীদের পাতে দেওয়ার জন্যই এ ধরনের ফুল পিঠা তৈরি করা হতো।”

বাংলাদেশের অধিকাংশ মানুষ আগেও যেমন বঞ্চিত ছিলেন ঈদের আনন্দ থেকে এখনো বঞ্চিত আছেন তদ্রূপ, প্রতিনিয়ত, মোগল আমলের ইতিহাসে আমরা দেখেছি বিত্তবানরা ঈদের দিন ছুড়ে দিচ্ছেন রেজগি পয়সা আর সাধারণ, নিরন্ন, বঞ্চিত মানুষ তা কুড়িয়ে নিচ্ছেন কাড়াকাড়ি করে। এখনো তার এ আমলে কোনো হেরফের হয়নি বরং বঞ্চনা আরও বেড়েছে। আমরা চোখের সামনে দেখেছি বাংলাদেশে ধনীর গৃহে জাকাতের কাপড় নেওয়ার জন্য ছিন্নমূল মানুষের হুটোপুটি লাইন তা আমাদের হতভাগ্য, বঞ্চিত, দরিদ্র, নিপীড়িত মানুষের চেহারাই তুলে ধরে। সুতরাং ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মনে আজ আর কোনোই রেখাপাত করে না। ঈদুল ফিতরের জামাতের আগে থেকেই বিত্তবানদের ফেতরার অর্থ ও সাহায্য নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় শত শত ছিন্নমূল মানুষকে। উৎসব সর্বাঙ্গীণ আনন্দময়, স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে তখনই যখন আসে বিত্ত বণ্ঠনের সামঞ্জস্য। তা নাহলে ধর্মীয় উৎসব (ঈদুর ফিতর) মূল আবেদন হ্রাস পায়।

ফরায়েজী আন্দোলন এবং পরবর্তী ধর্মীয় সংস্কার আন্দোলনগুলো পাল্টে দিতে পেরেছিল বাংলাদেশের এই মুসলমানদের মনমানসিকতা। কিন্তু তা সত্ত্বেও লৌকিক, স্থানীয় উপাদানগুলো বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে ঈদের সঙ্গে।

এই শতকের শুরু থেকেই যখন রাজনৈতিকভাবে মুসলিম স্বাতন্ত্র্যবাদী আন্দোলন শুরু হয়েছিল তখন থেকেই গুরুত্ব পেয়েছে ঈদ। বাংলাদেশের দুটি ঈদ (ঈদুল ফিতর ও ঈদুল আজহা) জাতীয় উৎসবে রূপান্তরিত হয়েছে।

দেড়শ দুশো বছর আগে ঢাকা ছিল নিতান্ত অস্বাস্থ্যকর, অসুন্দর নোংরা এক শহর; নিরানন্দ তো বটেই। তবুও প্রতিবছর বিশেষ বিশেষ সময়ে হঠাৎ দু-একদিনের জন্য বদলে যেত ঢাকা শহরের চেহারা। মেলা, রঙিন নিশান, লোকজনের ব্যস্ত চলাফেরায় ঢাকা পড়ে যেত শহরের নোংরা চেহারাটা। নিরানন্দ শহর দু-একদিনের জন্য হলেও ঝলমল করে উঠত, জমকালো সব মিছিল দেখতে সাড়া পড়ে যেত। এর মূলে ছিল কয়েকটি উৎসব– ঈদ, মুহররম ও জন্মাষ্টমী।

ঊনিশ শতক পর্যন্ত বর্তমান বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে এ তিনটি উৎসবই ছিল প্রধান উৎসব। এ কথা ঠিক, মূলত তিনটি উৎসবই ধর্মীয়, কিন্তু মুহররম ও জন্মাষ্টমী ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে অনেকাংশে পরিণত হয়েছিল সর্বজনীন উৎসবে। ঈদ বা ঝুলন সে অর্থে ধর্মের গণ্ডি ছাড়াতে পারেনি। মুহররম বা ঈদ বাংলাদেশের বাইরে থেকে আমদানি করা হলেও অজস্র লোকায়ত উপাদান এদের আমদানিকৃত কঠোর শুদ্ধ চরিত্র বদলে দিয়েছিল। ফলে, এক সম্প্রদায়ের লোকের পক্ষে সম্ভব হয়েছিল আরেক সম্প্রদায়ের উৎসবে যোগ দেওয়া। এখানে একটি কথা উল্লেখ্য, ঈদ, মুহররম এবং জন্মাষ্টমী, এই তিনটি উৎসবেরই প্রধান বৈশিষ্ট্য ছিল মিছিল। জমকালো, উল্লাসমুখর সে মিছিল এখন স্মৃতি।

এখানে ঢাকার উৎসব ও ঝুলন-এর কথাই প্রধানত আলোচনা করব; আলোচনা সীমিত থাকবে ঢাকা শহরের মধ্যেই। আলোচনার শুরুতে ঈদ উৎসবের উৎস, তারপর ঢাকায় এর বিকাশ এবং স্থানীয়, সামাজিক ও লোকায়ত উপাদান কীভাবে সৃষ্টি করেছিল আঞ্চলিক বৈশিষ্ট্যের, তা তুলে ধরার চেষ্টাি করব।

মুসলমানদের গুরুত্বপূর্ণ দুটি উৎসব হচ্ছে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা। আমাদের দেশে এ দুটি ধর্মীয় উৎসব পালিত হয় যথেষ্ট ধুমধামের সঙ্গে। ঈদ-উল-ফিতর আবার যুক্ত মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের সঙ্গে। আর ঈদ-উল-আজহা যুক্ত পবিত্র হজব্রতের সঙ্গে। এখানে, এখন যেভাবে ঈদ পালিত হচ্ছে, একশ বা দেড়শ বছর আগেও কীভাবে পালিত হত ঈদ? এ দুই উৎসবের ওপর কী প্রভাব ফেলেছিল কৃষিজীবী মানুষের লোকায়ত বিশ্বাস?

প্রথমেই বলে রাখা ভালো, বিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা মেলে না; জ্ঞানের উৎস জিজ্ঞাসা। আর রসূল (দ:) নিজেও বলেছেন, জ্ঞানার্জনের জন্যে প্রয়োজন হলে সুদূর চীনেও যেতে। সুতরাং বর্তমান আলোচনা সে পরিপ্রেক্ষিতেই, কারও ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার জন্য নয়।

সম্প্রতি ‘ইসলামি পার্বণের সামাজিক নৃতত্ত্ব’ নামক এক প্রবন্ধে বাহারউদ্দিন সামগ্রিকভাবে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনা করেছেন তিনি রমজান, হজ সম্পর্কেও, মূলত প্রাচীন লোকবিশ্বাসের পরিপ্রেক্ষিতে।

প্রবন্ধকার জানিয়েছেন, ‘‘ঈদ, সওম এবং রমজানের মূল অর্থ তাদের উৎসভূমির ভিত্তিতেই। অনুমান হয় রোজার উপবাস জন্ম দিয়েছে কৃষিনির্ভর সমাজে, হয়তো-বা প্রাচীন সিরিয়ায়। রমজান মাস মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস এবং কোরানে একমাত্র এ মাসের কথাই উল্লেখ করা হয়েছে। এ মাসেই নাজেল হয়েছিল কোরান, প্রথম অহী পেয়েছিলেন মুহম্মদ (দ:), গিয়েছিলেন তিনি মেরাজে। বাহারউদ্দিনের মতে, মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে রমজানের সঙ্গে পরিচয় ছিল না মুসলমানদের। এর সঙ্গে পরিচয় ঘটেছিল হিজরতের পরেই। এ অনুমানের ভিত্তি– ‘রমজান’ শব্দটি আরবি ‘রমজ’ ধাতু থেকে আগত। রমজ মানে দাহ, তাপ। পুরনো আরবি শব্দতাত্ত্বিকদের ধারণা, চান্দ্রমাস চালু হওয়ার [চন্দ্রবর্ষই নিয়ন্ত্রিত করে মুসলমানদের উৎসব] অনেক আগে, প্রাচীনকালে গরমের মওসুমে এই মাস পড়ত বলে এর নাম হয় ‘রমজান’।’’

‘‘রমজানের সঙ্গে উপবাসের আরবি প্রতিশব্দের ধ্বনিগত কোনো মিল নেই। উপবাসের আরবি প্রতিশব্দ হচ্ছে ‘সওম’। এর অর্থের সঙ্গেও উপবাসব্রতের কোনো মিল নেই। এর অর্থ হল আরাম বা বিশ্রামে থাকা। হিজরতের পরেই সম্ভবত ইহুদি সিরিয়াক সূত্র থেকে উপবাসের প্রতিশব্দ হিসেবে ‘সওম’ শব্দটি গ্রহণ করেন মুহম্মদ (দ:)। কোরানের ১৯ নং সূরা মরিয়মের ২৭ নং আয়াতে ‘সওম’ শব্দটি আছে।’’

‘‘দ্বিতীয় হিজরিতে নির্দেশ এসেছিল অবশ্য কর্তব্য হিসেবে রজমান পালনের এবং এ উপবাসের সঙ্গে মিল আছে আবার পূর্বাঞ্চলীয় খ্রিস্টানদের, যারা নির্দিষ্ট সময়ে চল্লিশ দিন পালন করেন উপবাস। রমজান শেষে ঈদ-উল-ফিতর। ঈদের অর্থ উৎসব। তবে আভিধানিক অর্থ ‘পুনরাগমন’ বা বারবার ফিরে আসা। ধর্মীয় অনুষ্ঠানজ্ঞাপক অধিকাংশ শব্দের মতো ঈদ শব্দটি মূলত সিরিয়াক।’’

আরও লিখেছেন তিনি, ‘‘ঈদ শব্দটির অর্থের সঙ্গে আজকের অর্থের কোনো যোগাযোগ নেই, কিন্তু সামাজিক উৎসবের প্রকৃতিকে অর্থবহ করে তোলে তার আদি অর্থ। সামাজিক উৎসব বারবার ফিরে আসে আর ঈদ শব্দের আদি অর্থেও আছে তার ইঙ্গিত।

ঔপনিবেশিক আমলে যে উৎসব সবচেয়ে ধুমধামের সঙ্গে পালিত হতো এবং যে ধর্মীয় উপলক্ষে সবচেয়ে বেশি ছুটি বরাদ্দ ছিল, তা হল ক্রিসমাস। এর কারণ স্বাভাবিক। ইংরেজরা ছিল শাসক। সুতরাং তাদের উৎসব যে শুধু জাঁকালো হতো তা নয়, এ নিয়ে মাতামাতিও কম হতো না। স্থানীয় ভদ্রলোকেরাও যোগ দিতেন ক্রিসমাসে। তৎকালীন বাংলার কলকাতা ছিল ক্রিসমাস উৎসব পালনের প্রধান কেন্দ্র। কারণ, কলকাতা ছিল রাজধানী এবং শাসকগোষ্ঠী ও শহরের সম্পন্ন ভদ্রলোকদের বেশিরভাগ সেখানেই থাকতেন। তবে গ্রামাঞ্চলের কথা দূরে থাক, শহর বা মফস্বলের সাধারণ মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না।

ওই সময় বিত্ত-বিদ্যার দিক দিয়ে তুলনামূলকভাবে মুসলমানদের থেকে হিন্দুরা সম্প্রদায় হিসেবে এগিয়ে ছিলেন অনেক। ফলে ক্রিসমাসের পর সরকারিভাবে তো বটেই, সম্প্রদায়গত আধিপত্য এবং ঐতিহ্যের কারণেও এ অঞ্চলের দুর্গাপুজা হয়ে উঠল সবচেয়ে জাঁকালো এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সরকারি ছুটির পরিমাণ ঈদের থেকেও পুজোর জন্য ছিল বেশি। পুজোর ছুটিতে সম্পন্ন ভদ্রলোকরা বেরিয়ে পড়তেন ভ্রমণে। চাকরিজীবীরা ফিরতেন গ্রামের বাড়িতে; আসতেন জমিদাররা শহর থেকে প্রজাদের খোঁজখবর নিতে। বিত্ত ছিল তাদের। সুতরাং ধুমধামের সঙ্গে উৎসব পালনে বাধা ছিল না।

ইংরেজ আমলের মুসলমান চাকুরেদের আবেদনপত্রে দেখা যায়, তাঁরা আবেদন জানাচ্ছেন ঈদে ছুটি বৃদ্ধির জন্য। কিন্তু কর্ণপাত করা হয়নি তাতে। আর ছুটি বৃদ্ধি করলেই-বা কী হতো? বড়জোর গ্রামের বাড়িতে ফিরে পরিবার-পরিজনদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে যেতে পারতেন। ঈদকে উৎসবে পরিণত করা সম্ভব ছিল না তাঁদের পক্ষে। কারণ গ্রামাঞ্চলে অধিকাংশ মুসলমান ছিলেন বিত্তহীন।

ঈদ মুসলমানদের প্রধান উৎসব হিসেবে পালিত না হওয়ার আরেকটি কারণ, বিশুদ্ধ ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা। ফারায়েজী আন্দোলনের আগে গ্রামাঞ্চলে মুসলমানদের কোনো ধারণা ছিল না বিশুদ্ধ ইসলাম সম্পর্কে। ইসলাম ধর্মে লোকজ উপাদানের আধিপত্য ছিল বেশি৷

১৮৮৫-এর দিকে জেমস ওয়াইজ লিখেছিলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সরল অজ্ঞ কৃষক। ইসলাম ধর্মে যেসব বিজাতীয় রীতিনীতি প্রবেশ করেছিল তারা এখন তা উৎপাটন করতে চাইছে। কিন্তু এরপর ওয়াইজ যে উদাহরণ দিয়েছেন, তাতে মনে হচ্ছে, কৃষকরা এর পথ খুঁজে পাচ্ছেন না। লাক্ষ্য নদীর তীরে, কোরবানির ঈদের সময় গ্রামবাসীরা জমায়েত হয়েছেন ঈদের নামাজ পড়বেন বলে। কিন্তু জামায়েতের একজনও জানতেন না কীভাবে ঈদের নামাজ পড়তে হয়। তখন নৌকায় ঢাকার এক যুবক যাচ্ছিলেন। তাকে ধরে এনে পড়ানো হয়েছিল নামাজ।

অন্যদিকে, মুকুন্দরাম আবার চণ্ডীকাব্যে লিখেছিলেন, মুসলমানরা বড়ই ধার্মিক এবং প্রাণ গেলেও ‘রোজা নাহি’ ছাড়ে–

‘ফজর সময়ে উঠি, বিছানা লোহিত পাটি
পাঁচ বেরি করয়ে নামাজ।
সোলেমানি মালা ধরে জপে পীর পয়গম্বরে
পীরের মোকামে সেই সাজ।
দশবিশ বেরাদরে বসিয়া বিচার করে,
অনুদিন কিতাব কোরান।
বড়ই দানিসমন্দ, কাহাকে না করে ছন্দ
প্রাণ গেলে রোজা নাহি ছাড়ে।’

মনে হয়, মুকুন্দরাম এ বর্ণনা লিখেছিলেন বহিরাগত মুসলমানদের দেখে।

মির্জা নাথানও বহিরাগত মুসলমানরা কীভাবে রমজান এবং ঈদ পালন করতেন তার বর্ণনা রেখে গেছেন। সম্রাট জাহাঙ্গীরের প্রতিনিধি সুবেদার ইসলাম খাঁ ঢাকায় রাজধানী স্থাপন করেছিলেন ১৬১০ সালে। নাথান ছিলেন তাঁর একজন সেনাপতি। বাংলাদেশের মুঘল অভিধানের বর্ণনা লিপিবদ্ধ করেছেন নাথান তাঁর গ্রন্থ ‘বাহারিস্তান ই-গায়বী’তে। রমজান সম্পর্কে তিনি লিখেছেন–

‘‘রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন বন্ধুবান্ধবরা পরস্পর মিলিত হত পরস্পরের তাঁবুতে। এটা হয়ে দাঁড়িয়েছিল সাধারণ এক রীতি।’’

ঢাকার ঈদ প্রতিপালন সম্পর্কে সবচেয়ে পুরোনো তথ্যটি পাই আজাদ হোসেন বিলগ্রামীর ‘নওবাহারই মুর্শীদ খান’ গ্রন্থে। ঐতিহাসিক আবদুর রহিম সে গ্রন্থ অবলম্বন করে লিখেছেন–

‘‘মুসলমানরা সুন্দর পোশাক পরিচ্ছদে সজ্জিত হয়ে শোভাযাত্রা করে ঈদগায় যেত। অবস্থাপন্ন ব্যক্তিরা উৎসবের সময় মুক্ত হস্তে অর্থ ও উপহারাদি পথে ছড়িয়ে দিতেন।’’

এ বর্ণনা থেকে মনে হতে পারে, দু-তিনশ বছর আগে ঢাকায় বোধহয় খুব ধুমধামের সঙ্গে ঈদ পালিত হতো। আসলে তা ঠিক নয়। এ বর্ণনাটির পরিপ্রেক্ষিত সঠিক নয়। আর এত ধুমধামের সঙ্গে ঈদ পালিত হলে অন্যান্য উৎসবের মতো ঈদের বর্ণনা থাকত বিভিন্ন গ্রন্থে। মূল ব্যাপারটি ছিল এ রকম [যদুনাথ সরকারের ইংরেজি অনুবাদ অবলম্বনে]–

‘‘দ্বিতীয় মুর্শীদ কুলি খাঁর সময় (১৭২৯) জয় করা হয়েছিল ত্রিপুরা। ২৯ রমজান নবাব এ খবর পেয়ে এত উল্লসিত হলেন যে, তিনি যেন দুটি ঈদ পালন করছেন। ঈদের দিন, এ কারণে তিনি মীর সৈয়দ আলী ও মীর মোহম্মদ জামানকে আদেশ দিলেন গরিবদের মধ্যে এক হাজার টাকা বিতরণ করতে। ঢাকা কিল্লা থেকে এক ক্রোশ দূরে ঈদগা যাবার পথে রাস্তায় ছাড়ানো হয়েছিল মুদ্রা।’’

তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ঈদের দিন যে হইচইটুকু হতো তা বহিরাগত উচ্চপদধারী বা ধনাঢ্য মুসলমানদের মধ্যেই ছিল সীমাবদ্ধ। এ সবের সঙ্গে সাধারণ মানুষের ছিল যোজনব্যাপী ব্যবধান। আর রইসরাও ঈদের দিন ‘পথে প্রচুর পরিমাণ টাকাকড়ি ছড়িয়ে দিতেন’ না [একবার দেওয়া হয়েছিল বিশেষ কারণে]। তবে, কিছু দান-খায়রাত হয়তো করতেন।

এরপর এ শতকের আগের ঈদের বর্ণনা তেমন আর পাই না। তবে, মুঘলরা ঈদের গুরুত্ব দিতেন। তা বোঝা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা [যেমন, ঢাকা, সিলেট] শাহী ঈদগাহের ধ্বংসাবশেষ দেখে। এ রকম একটি ঈদগা আছে ধানমণ্ডি আবাসিক এলাকায়, যার কথা একটু আগেই উল্লেখ করেছি।

ধানমণ্ডির ঈদগাহটি মাটি থেকে চার ফুট উঁচু একটি সমতলভূমি। দৈর্ঘ্য এর ২৪৫ ফুট, প্রস্থ ১৩৭ ফুট। বিস্তৃত তিনদিকে। পশ্চিমে ১৫ ফুট উঁচু প্রাচীর, যেখানে রয়েছে মেহরাব বা মিম্বর। পাশ দিয়ে তখন এর বয়ে যেত পাণ্ডু নদীর একটি শাখা। এই শাখা নদী জাফরাবাদের সাতগম্বুজ মসজিদের কাছে মিলিত হত বুড়িগঙ্গার সঙ্গে।

শাহ সুজা যখন বাংলার সুবাদার তখন তাঁর আমাত্য মীর আবুল কাসেম ১৬৪০ সালে নির্মাণ করেছিলেন ঈদগাহটি। সুবাদার, নাজিম ও অন্যান্য মুগল কর্মকর্তারা নামাজ পড়তেন এখানে। ইংরেজ আমলে জরাজীর্ণ ও জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল ঈদগাহটি।

ঐতিহাসিক তায়েশের বিবরণ থেকে জানা যায়, তবুও উনিশ শতকে [খুব সম্ভব শেষের দিকে] শহরের মুসলমানেরা ঈদের নামাজ পড়তেন এই ঈদগাহে এবং এখানে আয়োজন করা হত একটি মেলার। অনুমান করে নেওয়া যেতে পারে, ঈদ উপলক্ষে এখানে হত মেলা, যেখানে যোগ দিতেন শহর ও আশেপাশের এলাকার লোকজন।

এখানে বলে রাখা ভালো, যে, মুঘল আমলে ঈদের দিন ঈদগাহে যেতেন মুঘলরাই, সাধারণ মানুষের স্থান সেখানে ছিল কিনা সন্দেহ। তবে, তায়েশ উল্লিখিত মেলার বর্ণনা থেকে অনুমান করে নিতে পারি, উনিশ শতকের শেষে এবং এ শতকের গোড়ায় ঈদের দিন আনুষঙ্গিক আনন্দ হিসেবে সাধারণ মানুষ যোগ করেছিলেন একটি লোকায়ত উপাদান– মেলা। তায়েশের বর্ণনা ছাড়া [তা-ও সম্পূর্ণ নয়] মেলার কথা আত্মজীবনীতে অবশ্য তেমন পাওয়া যায় না। বয়োবৃদ্ধদের কাছে শুনেছি, ছেলেবেলায় ঈদ উপলক্ষে তাঁদের কোথাও কোথাও মেলা বসার কথা মনে পড়ে।

সম্প্রতি, আশরাফউজ্জামান তাঁর আত্মজীবনীমূলক এক নিবন্ধে এই মেলার কথা উল্লেখ করেছেন–

‘‘ঈদের মেলা হত চকবাজারে এবং রমনা ময়দানে। বাঁশের তৈরি খঞ্চা ডালা আসত নানা রকমের। কাঠের খেলনা, ময়দা এবং ছানার খাবারের দোকান বসত সুন্দর করে সাজিয়ে। কাবলীর নাচ হত বিকেল বেলা।’’

আবদুস সাত্তারও প্রায় একই কথা উল্লেখ করেছেন। তাঁরা যে সময়ের কথা লিখেছেন তা সম্ভবত ত্রিশ-চল্লিশের দশক। চকবাজার, কমলাপুরে এখনও হয়তো সেই মেলার রেশ ধরে মেলা বসে।

ঈদ সম্পর্কে যে স্বল্প বিবরণ পাওয়া যায়, তা থেকে ধরে নেওয়া যায়, রমজান মাস থেকেই শুরু হত ঈদের প্রস্তুতি। এ উৎসবের শুরু হত রমজানের ঈদের চাঁদ দেখা থেকে। মনে হয়, এটি মুঘল প্রভাবের কারণ এবং তা সীমাবদ্ধ ছিল শহরে বিশেষ করে ঢাকার এবং মফস্বল বা গ্রামের সম্পন্ন বা মধ্যবিত্ত পরিবারের মধ্যে।

১৯৪৭-এর আগে, বাংলাদেশে একমাত্র ঢাকাতেই ঈদ যা একটু ধুমধামের সঙ্গে পালিত হত। ঢাকা ছিল পূর্ববঙ্গের প্রধান ও মুঘল শহর। তাই মুঘল ঈদের প্রভাব ছিল বেশি। তাছাড়া, এখানে থাকতেন নওয়াব ও অন্যান্য মুসলমান ধনাঢ্য ও শরীফ ব্যক্তিরা। ফলে ঈদ পেত পৃষ্ঠপোষকতা।

ঢাকার উপরের স্তরে যে রীতিনীতি চালু ছিল, তা হল খোসবাস বা সুখবাস সমাজ প্রভাবিত। হাকিম হাবিবুর রহমান লিখেছেন–

‘‘ঢাকার সমাজ ব্যবস্থা ও তাহযীব তমুদ্দন মূলত আগ্রারই সমাজব্যবস্থা ও তখনকার তাহযীব-তমুদ্দন। কিন্তু এই সমাজ কাঠামোতে ইরানিদের আধুনিক তমুদ্দন যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। এদের মাধ্যমে শিয়া মত-সংশ্লিষ্ট লোকদের মধ্যেও প্রবেশ লাভ করেছে। এই ধর্মীয় মতবাদটি অজ্ঞাতসারে উর্দুভাষী সুন্নীদেরকেও প্রভাবিত করেছে।’’

উনিশ শতকের শেষার্ধে ও এ শতকের প্রথম দু-তিন দশকের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছিলেন হাকিম হাবিবুর রহমান। এর রেশ ঢাকা শহর থেকে এখনও মিলিয়ে যায়নি।

খোসবাস সংস্কৃতির একটি উদাহরণ ছিল ঢাকার ঈদের মিছিল। এ ধরনের মিছিল বাংলাদেশের কোথাও বেরোত না। এ সম্পর্কে জানা যায় আলম মুসাওয়ারের এক চিত্রমালা থেকে।

আলম মুসাওয়ার নামে এক শিল্পী, খুব সম্ভব উনিশ শতকের প্রথমার্ধে ঢাকার ঈদ ও মুহররম মিছিলের ৩৯ টি ছবি এঁকেছিলেন, যা রক্ষিত আছে জাতীয় জাদুঘরে। এ চিত্রমালা দেখলে বোঝা যায়, নবাবি আমলের ঢাকার মুহররম ও ঈদ মিছিলের বর্ণাঢ্য রূপ ও ব্যাপকতা। ছবিগুলো দেখে অনুমান করে নিতে পারি, নায়েব নাযিমদের বাসস্থান নিমতলি প্রাসাদের ফটক থেকে [বর্তমান এশিয়াটিক সোসাইটির পেছনে] বিভিন্ন পথ ঘুরে, চকবাজার, হুসেনি দালান হয়ে সম্ভবত মিছিল আবার শেষ হত মূল জায়গায় এসে।

মিছিলে থাকত জমকালো হাওদায় সজ্জিত হাতি, উট, পালকি। সামনের হাতিতে থাকতেন নায়েব নাযিম। কিংখাবের ছাতি হাতে ছাতি বরদার, বাদ্যযন্ত্র হিসেবে ছিল কাড়া-নাকড়া শিঙা। রঙবেরঙের নিশান মিছিলের রূপ দিত আরও খুলে। দর্শকরা সারি বেঁধে থাকতেন রাস্তার দু’পাশে, ছাদে। এঁদের মধ্যে ছিলেন দেশীয়, মুঘল। [বহিরাগত], ইংরেজ সাহেব, মেম। রাস্তায় রাস্তায় ফকির যেমন ছিল, তেমনি ছিল খেলা-দেখানেওয়ালা।

এ মিছিল কবে শুরু হয়েছিল, তা জানা যায়নি। খুব সম্ভব নায়েব নাযিমরা যখন থেকে নিমতলি প্রাসাদে এসে বসবাস শুরু করেছিলেন [অষ্টাদশ শতকে], তখন থেকেই এই মিছিলের শুরু।

ঈদের মিছিল আবার কবে ঢাকা থেকে মিলিয়ে গিয়েছিল, তাও জানা যায়নি। খুব সম্ভব উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নায়েব নাযিমদের বংশ লুপ্ত হয়ে গেলে, সমাপ্তি ঘটেছিল এ মিছিলের। কারণ, ধনাঢ্যের পৃষ্ঠপোষকতা ব্যতীত এ ধরনের মিছিল সংগঠিত করা দুরুহ।

এ শতকের বিশ-ত্রিশের দশকে ঢাকায় রমজানের শুরুতে ঘরবাড়ি মসজিদ সব সাফ সুতরো করে রাখা হত। রমজানের চাঁদ দেখার জন্য বিকেল থেকেই বড় কাটরা, আহসান মঞ্জিল, হুসেনি দালানের ছাদে ভিড় জমে যেত। ‘‘চাঁদ দেখা মাত্রই চারিদিক হইতে মোবারকবাদ, পরস্পর সালাম বিনিময় এবং গোলাবাজি ও তোপের আওয়াজ হইতে থাকিত।’’

ঢাকার রমজান ও ঈদের বড় আকর্ষণ ছিল খাবার। রোজায় ঘরে অনেক রকম ইফতারি থাকলেও সবাই একবার চকে ছুটে যেত। চক সেই মুঘল আমল থেকেই ব্যবসা-বাণিজ্য, খাবার-দাবার, আড্ডার কেন্দ্র। চকের ইফতারির কিছু বিবরণ রেখে গেছেন আবু যোহা নূর আহমেদ। খাবারগুলো ছিল– শিরমাল, বাকেরখানি, চাপাতি, নানরুটি, কাকচা কুলিচা, নানখাতাই, শিক কাবাব, হাড্ডি কাবাব, মাছ ও মাংসের কোফতা, শামি ও টিকা কাবাব, পরোটা, বোগদাদি রুটি, শবরাতি রুটি, মোরগ কাবাব, ফালুদার শরবত ও নানারকম ফল। চক এখনও প্রায় সে ঐতিহ্য বজায় রেখেছে।

উপসংহার: এদেশে স্বাধীনতার পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে ঈদ এবং এখনও তা অব্যাহত রয়েছে। ইসলাম সম্পর্কে আগের অজ্ঞতাও তেমন নেই এখনকার মুসলমানদের মধ্যে। ফলে স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবেই মুসলিমপ্রধান দেশে ঈদ এখন নিজের গৌরবোজ্জ্বল, ঐতিহ্যমণ্ডিত স্থান করে নিয়েছে এবং আমাদের বাংলাদেশেও তা বিরাট গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। মুসলমানদের ধর্মীয় তামুদ্দনিক জাগ্রত করেছে এই ঈদুল ফিতর, একথা নিঃসন্দেহে বলা যায়। কবির ভাষায় বলতে গেলে-

“এসো মুসলিম তসলিম নাও,/নাও এ তোহফা বেহেশতের/তশতরী ভরে শীরনি বিলাও/নির্মল ইনসানিয়াতের।”

সবাইকে ঈদ মোবারক।

তথ্যসূত্র:

১| মো. জোবায়ের আলী জুয়েল : কলাম লেখক
২| দৈনিক যায় যায় দিন৷
৩| মুনতাসীর মামুন, ইতিহাসবিদ। 
৪| আবুল মনসুর আহমেদ৷
৫| দৈনিক জনকণ্ঠ৷
৬| মো. জোবায়ের আলী জুয়েল৷
৭| crimebarta.com
৮| ফেসবুক৷
৯| উইকিপিডিয়া৷
১০| অন্যান্য

রবীন জাকারিয়া 
লেখক, রংপুর। 
 

ঈদ সংখ্যা - ২০২২
418 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:১৫ অপরাহ্ণ

ইদ : অধিকারের অন্নেষণ

উৎসব বিষয়ে বয়সাক্রান্ত যে কেউ অতিবেশি আবেগাক্রন্ত। সুখের ধারাবর্ণনায় অনেকটা বাঁধভাঙা। অতীতমুখী ধারাবাহিকতা মন্দ নয়। তবে বর্তমান জনগোষ্ঠীর মনোভঙ্গির পরিবর্তন, অতীতের সাথে পার্থক্য বাড়ায় শুধু। উৎসব গোত্রীয় যে কোনো বিষয়ই এক ধরনের নিরপেক্ষ, সমতাভিত্তিক ভাবনা তাড়িত করে আমাদের। ইদ উৎসব বিষয়টি এ ক্ষেত্রে অতিবেশি স্পর্শকাতর। ধর্মীয় নির্দেশনাবলী, সামাজিক দায়, সাংস্কৃতিক বোধ সব মিলিয়ে নৈতিক নিষ্ঠার পর্যায়ে ফেলা যায় ইদ উৎসবকে। স্বত:স্ফুর্ত আনন্দ, নিকট যোগসূত্র, ব্যবধানহীন মুক্ততা, সর্বোপরি মানবিক সাম্যের দাবী প্রধান হয়ে দেখা দেয়। কিন্তু হিসাব মেলে না বাস্তব দৃষ্টান্তে। যে সূত্রেই প্রশ্ন জাগে ইদ উৎসব কি অধিকারের নাকি করুণার?

ইসলামের সাম্য নির্দেশনা আর অধিকার প্রতিষ্ঠার রীতি বৈজ্ঞানিক অবশ্যই। মানুষ মর্যাদায় শ্রেষ্ঠ, অর্থনৈতিক সমতার বিধানও স্পষ্ট। দাসত্বের বিরুদ্ধে প্রবল বিধি নিষেধ, বর্ণ-গোত্র, স্থান-কাল-পাত্র ভেদে সবার মর্যাদার স্বীকৃতি সমান। যে কোনো উৎসবে সব মানুষ সমভাবে আনন্দ ভোগ করবে  এ বিষয়েও দ্বিমত নেই। গণতন্ত্র প্রত্যাশী রুশো, আব্রাহাম লিংকন, কাজী নজরুল ইসলাম বলিষ্ঠ কন্ঠে সাম্য বাণীর ঘোষণা দিয়েছেন। ১৯৪৮ খ্রিষ্টাব্দে জাতিসংঘ মানবাধিকার বিষয়ে স্পষ্ট নীতি নির্ধারণ করে। প্রিয় নবী হযরত মোহাম্মদ(স.) অনেক আগেই জানান দেন ‘মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। সকল মানুষের ধমনীতে একই পিতা-মাতার শোনিতধারা প্রবাহিত।’ ইসলামে রাজা-প্রজা, দাস-দাসি, পুরুষ-নারী, গরির-ধনি সবার অধিকার সমানভাবে স্বীকৃত। তারপরও যখন ইসলামধর্মে বিশ্বাসী মানুষদরে সংকীর্ণ স্বার্থ অর্জনে অতিবেশি ব্যস্ত থাকতে দেখা যায় তখন সবার অধিকার সমান থাকে না। অধিকারহারা মানুষরা করুণার পাত্র হয়েই পরমুখাপেক্ষি প্রহর গোণে। অথচ ইদ উৎসব নিয়ে কবির অনুভব

‘ঈদ মানে নয়তো শুধু

নতুন জামা পরা

ঈদ মানে গরীর দু:খীর

যতœ সেবা করা।

ঈদ মানে নয়তো শুধু

একলা বসে খাওয়া,

ঈদ মানে দুখীর পানে

একটুখানি চাওয়া।’

ঊাস্তবতা হলো ইদ উৎসবও এখন সর্বজনীন আনন্দমাখা থাকছে না। এর কারণ বহুবিধ। উল্লেখ করা যায় মানবিক মূল্যবোধের অবক্ষয়, অতিমাত্রায় আত্মস্বার্থকেন্দ্রিকতা, আদর্শচ্যুতি, দান-খয়রাত, যাকাত, ফেতরা বিধান যথাযথ অনুসরণ না করার বিষয়গুলোর কথা। এর বাইরেও আছে ক্ষমতার দর্প, বিত্তবানের খেয়াল খুশির মানসিকতা, মানুষকে ছোট করে দেখার প্রবণতা। এমন অবস্থায় ইদ আনন্দ অধিকার হিসেবে বিবেচিত হবে কেমন করে? তাই তো রমজান শুরু হবার পর থেকে অসহায় মানুষের শংকা বাড়ে. বিত্তবানদের বাড়ে জৌলুশ। প্রতিযোগিতার অসম মাত্রা বিত্তহীনদের অধিকার করে খর্বিত। আমাদের সমাজ ভাবনায় গরিবরা প্রাধান্য পায় না কখনও। ইদকে ঘিরে সামাজিক শুভ চিন্তাার বিকাশ কতটা জোরালো – তা প্রশ্ন সাপেক্ষ।
রোজা-ইদ আসলেই চাঁদাবাজী, ছিনতাই, চোরাচালান, ঘুষ, প্রতারণা, দ্রব্রমূল্য পালা দিয়ে বাড়ে। আশ্বাস থাকে কিন্তু থাকে না বাস্তবায়ন। সাধারণ মানুষের প্রতি দায়বোধের জায়টা কোথায় পত্রিকাগুলো তা তুলে ধরলেও নীতি-নৈতিকতার বৃক্ষ বনসাই হয়েই থাকে। প্রায়োগিক কোনো সুফল সমাজ পায় না।

এবার হাওড়ের মানুষ বিপর্যস্ত। আগাম বন্যা হাওড়ের মানুষের স্বচ্ছলতার স্বপ্ন কেড়ে নিয়েছে। সোনালি ফসলের বদলে অমানিশার ঘোর আঁধার তাদের সংসারে। প্রকৃতির বিরূপতার বিরুদ্ধে কষ্টময় সংগ্রাম করেই বেঁচে থাকা এখন তাদের। সে প্রভাবে যতটা বাড়ার কথা তার চেয়ে অনেকগুণ বাড়ানো হয়েছে খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য। ক্ষুদ্ধ পরিকল্পনা মন্ত্রী একবার বলেছিলেন ‘এ দেশে সূর্য উঠলেও দাম বাড়ে, সূর্য ডুবলেও দাম বাড়ে।’ এমন আক্ষেপ যে পরিবেশেই হোক না কেন তা পুরোটাই সত্য। ব্যবসায়ীদের আত্মস্ফীতির মনেবৃত্তি সামাজিক কল্যাণী চিন্তাকে বাধাগ্রস্ত করতেই থাকে আর বাড়তেই থাকে পণ্যমূল্য। পণ্যমূল্য শুধু কেন? নির্বিঘ ঈদ যাত্রাও মানুষের অধিকার। এবার যাত্রা নির্বিঘ হলেও টিটিক প্রাপ্তিতে ছিল ভোগান্তি। বাসের টিকেটের আসল মুল্য নিশ্চিত কারাই কঠিন। বেশী নেয়াটাই যেনো পূণ্যের কাজ।

রোজা ও ইদেকে কেন্দ্র করে ত্যাগের যে পতাকা তুলে ধরার কথা তা কখনই হয় না আমাদের দেশে। ভোগের স্বপ্ন বিভোর বিত্তবানদের আরও চাই আরও চাই তৃষ্ণা মেটে না কখনও। এক্ষেত্রে রোজা, ইদ,পহেলা বৈশাখ নানা উৎসবে মাত্রারিক্ত মূল্য নেবার জন্যই জাল পেতে বসে থাকে। ধর্র্মীয় বিধি নিষেধ লোভের কাছে হার মানে। রোজা ও ইদে ভ্ক্তোারা সহনীয় মূল্যে পণ্য কিনে স্বচ্ছন্দে রোজা রাখবে, পরিবার পারিজনসহ ইদ আনন্দে যোগ দেবে এমনটাই কাম্য। এ তাদের অধিকার। কিন্তু কারও কিছু করার নেই।

সত্য হলো বিত্তবানদের সম্পদে আছে বিত্তহীনদের অধিকার। কবি কাজী নজরুল ইসলাম বিত্তবানদের সংকীর্ণতার পথ থেকে বেরিয়ে আসার আহŸান জানিয়েছেন। প্রবল প্রতাপে অধিকার আদায়ে বলিষ্ঠ হতে বলেছেন সবহারাদের।

‘মোদের হিস্যা আদায় করিতে ঈদে
দিলে হুকুম আল্লাহ-তা’আলা।
..আল্লাহর ঋণ শোধ কর, যদি বাঁচিবার থাকে সাধ
আমাদের বাঁকা ছুরি আাঁকা দেখ
আকাশে ঈদের চাঁদ।’ (ঈদের চাঁদ)

নজরুল নিজস্ব প্রত্যয়ে ইদ উৎসবকে যথার্থ অধিকার হিসেবে বিচার করেছেন । বঞ্চিতদের বঞ্চনার মূলে আঘাত হেনেছেন নিঃসংকোচে। যাকাত ফতরা করুণার দান নয়। এ মেহনতী মানুষের অধিকার। যারা সম্পদের পাহাড় গড়েÑ যথাযথ হিস্যা দিতে কুণ্ঠিত তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। ইদের চাঁদকে অধিকার আদায়ের বার্তাবাহক হিসেবে তুলে ধরেছেন কবি নজরুলÑ

‘ডাকাত এসেছে যাকাত লইতে , খোলো বাক্সের চাবি

আমাদের নয়, আল্লাহর, দেওয়া ইহা মানুষের দাবি।’

বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় নজরুলের উচ্চ কণ্ঠ

‘প্রজারাই রোজ রোজা রাখিয়াছে আজীবন উপবাসী

তাহাদেরই তরে এই রহমত, ঈদের চাঁদের হাসি।

শুধু প্রজাদের জমায়েত হবে আজিকার ঈদগাহে

কাহার সাধ্য, কোন ভোগী রাক্ষস সেথা যেতে চাহে?’

মনুষ্যতের বর্তমান বিনাশী চিন্তায় নজরুলের বাণী কাঁদে নিরবে নিভৃতে। অনেকক্ষেত্রে যাকাত, ফেতরাসহ অন্যান্য দান করুণা ও দয়ার পর্যায়ে বিবেচিত হয়। গার্মেন্টস কর্মীসহ অনেক শ্রমজীবী মানুষকে ঠিকমত বোনাস বেতন দেয়া হয় না। সরকার প্রদত্ত চাল, টাকাও গরিবরা পুরো পায় না। আত্মাসাত করেন বিতরণে দায়িত্ববানগণ। সরকারের সদিচ্ছা লোভীদের কারণে পূর্ণতা পায় না। অন্যদিকে দিনান্ত পরিশ্রম করেও ন্যায্য মজুরী না পাওয়া, সরকারি সহায়তা বঞ্চিত মানুষরা ইদ আনন্দে শরীক হতে পারে না। অধিকার কেড়ে নায়া দুর্নীতিবাজ, ঘুষখোর, দ্রব্যমূল্য বৃদ্ধিকারী অসৎ মানুষদের তেমন শাস্তিও হয় না, বিবেকও জাগে না।

আমাদের অনুদার মানসিকতার প্রতাপে দরিদ্ররা ইদ আনন্দ পুরোটা উপভোগ করতে পারে না। এ অবস্থার পরিবর্তনে শুধু অতীত সুখের স্মৃতি তর্পণ নয়, প্রয়োজন অধিকার আদায়ের মনেবৃত্তি। নিজ অধিকার আদায়ে অবহেলিতরা জোটবদ্ধ না হলে বর্তমান ধারাবাহিকতায় ছেদ আসবে না। পাশাপাশি মনুষ্যত্বের কল্যাণময় চিন্তা, দরদবোধ জাগ্রত করা দরকার স্বাবলম্বীদের। ইদের সাম্য চিন্তা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব নিছক বিবরণের না হয়ে আচরণীয় হওয়া উচিৎ। গরিবদের আনন্দ উপভোগের বিষয়টি করুণার দৃষ্টিতে না দেখে অধিকার হিসেবে বিচার করা সময়ের অন্যতম দাবী। সরকার, ধর্মবেত্তা, সুশীল সমাজ, সাংস্কৃতিককর্মীগণ যদি বিত্তবানদের দায়বদ্ধতা বিষয়ে সচেতন করতে থাকেন, নিজেরাও যথাযথ দায়িত্ব পালন করেন, তা হলে বিবেকের জাগরণ আসবে, ঘটবে মানসিকতার ইতিবাচক পরিবর্তন, ইদের আনন্দ আর সীমাবদ্ধ থাকবে না বিত্তবানদের আঙিনায়, তা হবে সবার, কেউ অধিকারহারা হবে না, ইদ হবে সবার।

(লেখক বিশিষ্ট সাহিত্যিক, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা , কারমাইকেল কলেজ,রংপুর)

ঈদ সংখ্যা - ২০২২
278 Views

মাসুদ বশীর

২ মে, ২০২২ , ৫:১২ অপরাহ্ণ

নজরুলের কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এর ইতিহাস ও অন্যান্য

“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” কবি কাজী নজরুল ইসলাম রচিত ও সুরারোপিত এই কালজয়ী গানটি ছাড়া বাঙালি মুসলমানের ঈদ উৎসব যেন পরিপূর্ণতা পায় না। গানটি যেন মুসলমানদের অন্যতম ধর্মীয় আনন্দ উৎসব ঈদ-উল-ফিতর উদযাপনের  একদম অত্যাবশকীয় অংশ হয়ে গেছে, আছে। সেই ১৯৩১ সালে কবি নজরুল রচিত এই গানটির ৯১বছর হয়ে গেলেও, গানটি আজও তুমুল জনপ্রিয় এবং এখনও সর্বমহলে সমানভাবে সমাদৃত ও প্রশংসিত।

কবি নজরুলের এই জনপ্রিয় গানটি রচনার একটি ইতিহাস আছে। একদা শ্যামা সংগীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন, যাত্রাপথে হঠাৎ তাঁর পথ আগলে ধরেন সুর সম্রাট ও কবির একান্ত প্রিয় শিষ্য আমাদের কিংবদন্তী সংগীত শিল্পী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ। কবিকে তিনি ‘কাজীদা’ বলে সম্বোধন করতেন। তিনি কবিকে বললেন- কাজীদা একটা আবদার ছিল আমার। নজরুল তৎক্ষনাৎ বলেন- বলো দেখি কী তোমার আবদার। “কাজীদা, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এনারা তো কী সুন্দর সুন্দর উর্দু কাওয়ালী গান করছেন। শুনেছি তাদের গান অসম্ভব রকমের বিক্রিও হচ্ছে। কথা হলো কী কাজীদা, আমাদের বাংলা ভাষায় তো তেমন ইসলামি গান নেই। বাংলায় ইসলামি গান রচনা করলে কেমন হয়? কাজীদা, আপনি যদি ইসলামি গান লেখেন, তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার পরিচয় গানের জগতে  একটা ভিন্নমাত্রা যোগ করবে এবং আপনার জয়গানও হবে।“

তৎকালীন সময়ে বাজারে ট্রেন্ড ছিলো শ্যামা সংগীতের। অনেক শিল্পীই শ্যামা সংগীত গেয়ে রীতিমতো তখন বিখ্যাত হয়েছিলেন। শ্যামা সংগীত মুসলিম নামে গাইলে বাজারে গান চলবে না। তাই সেই একই স্রোতে গা ভাসিয়ে অনেক মুসলিম শিল্পীও হিন্দু নাম ধারণ করে শ্যামা সংগীত গেয়েছিলেন। যেমন মুনশী মোহাম্মদ কাসেম হয়ে গিয়েছিলেন ‘কে. মল্লিক’, তালাত মাহমুদ হয়ে গিয়েছিলেন ‘তপন কুমার’। তখন নজরুল নিজেও শ্যামা সংগীত লিখতেন, সুর দিতেন। তখনকার গানের বাজারের যখন এমন অবস্থা তা ভেবে আব্বাস উদ্দীনের এমন আবদারের জবাবে নজরুল কী উত্তর দেবেন তা নিয়ে কিছুক্ষণ ভাবেন। কবি’র মনেপ্রাণে ‘ইসলাম’ শব্দটার সাথে তো একটা আলাদা আবেগ মিশে আছে। ছোটবেলায় তিনি মক্তবে পড়েছেন, কুর’আন শিখেছেন এমনকি তাঁর নিজের নামের সাথেও তো ‘ইসলাম’ যুক্ত রয়েছে। কিন্তু আব্বাস উদ্দীনকে তো এই মুহূর্তে সরাসরি ‘হ্যাঁ’ বলাও যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানোটাও তো সহজ কথা নয়। আবেগে গা ভাসালে চলবে কী করে? গান রেকর্ড করতে হলে তো অনেক বিনিয়োগ করতে হবে, সরঞ্জামাদি লাগবে। এগুলোর জন্য আবার যেতে হবে ভগবতী বাবুর কাছে। সেসময় গ্রামোফোন কোম্পানির রিহার্সেল-ইন-চার্জ ছিলেন শ্রী ভগবতী বাবু। নজরুল আব্বাস উদ্দীনকে বললেন- আগে দেখো ভগবতী বাবুকে রাজী করাতে পারো কিনা। আব্বাস উদ্দীন মনেমনে ভাবলেন- এইতো, কাজীদার কাছ থেকে একটা সবুজ সংকেত পেলাম, এবার দেখি ভগবতী বাবুকে কিভাবে রাজী করানো যায়। গ্রামোফোন কোম্পানির রিহার্সেল-ইন-চার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দীন বিশেষভাবে অনুরোধ করলেন। কিন্তু, ভগবতী বাবু কিছুতেই ঝুঁকি নিতে রাজী নন। তিনি সরাসরি আব্বাস উদ্দীনকে বলেন- মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে, এ রিস্ক নেওয়া একদম সম্ভব নয়। আব্বাস উদ্দীন যতই তাঁকে অনুরোধ করেন, ততই ভগবতী বাবু বেঁকে বসেন। আবার আব্বাস উদ্দীনও নাছোড়বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু কিছুতেই ছাড়ছেন না। অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ ছয়মাস চলল এই অনুরোধ প্রয়াস। এ যেন পাথরে ফুল ফুটানোর প্রাণপণ একটা চেষ্টা! হঠাৎ একদিন ভগবতী বাবুকে আব্বাস উদ্দীন বেশ ফুরফুরে মেজাজে দেখে বললেন- একবার না হয় একটা এক্সপেরিমেন্ট করেই দেখুন না দাদা, যদি বিক্রি না হয় তাহলে আর রিস্ক নেবেন না। ক্ষতি কী, তাই না? ভগবতী বাবু আর ‘না’ করতে পারলেন না। এবারে তিনি হেসে আব্বাস উদ্দীনকে বললেন- নেহাতই আপনি ভীষণ নাছোড়বান্দা মানুষ। ঠিক আছে যান, করব। গান নিয়ে আসুন। আব্বাস উদ্দীনের তখন খুশিতে চোখে পানি আসার উপক্রম! যাক, এখন সবাই রাজী। এবারে শুধু একটা গান যোগাড় করতে হবে।

কাজী নজরুল ইসলাম  চা আর পান বেশ পছন্দ করতেন। আব্বাস উদ্দীন এক ঠোঙা পান আর চা নিয়ে নজরুলের রুমে ঢুকলেন। সেই পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজাও বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দীন শুধু অপেক্ষার প্রহর গুনছেন। প্রায় আধ ঘন্টা সময় এরই মধ্যে কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল এবার বের হলেন। পানের পিক ফেলতে ফেলতে আব্বাস উদ্দীনের হাতে তিনি একটা কাগজ তুলে দিলেন। এই কাগজ তাঁর আধ ঘন্টার সাধনা আর আব্বাস উদ্দীনের ছয় মাসের পরিশ্রমের ফসল।

আব্বাস উদ্দীন তৎক্ষনাৎ কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন-
“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।”

আব্বাস উদ্দীনের চোখ পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। সেই গানটি এখন তাঁর হাতের মুঠোয়। তিনি কি জানতেন, তাঁর হাতে বন্দী গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে? ঈদের চাঁদ দেখার সাথে সাথে রেডিও-টিভিতে বেজে উঠবে- ও মন রমজানের ঐ রোজার শেষে…?

কাজী নজরুল ইসলাম গানটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন। আর দুই মাস পরেই রোজার ঈদ। গানটা বাজারে চলবে কি না তা নিয়ে গ্রামোফোন কোম্পানিও শঙ্কার মধ্যে ছিলো। আবার শিল্পী আব্বাস উদ্দীন এর আগে কখনোই ইসলামি গান রেকর্ডও করেননি, তাছাড়া গানটি তাঁর তখনো মুখস্তও হয়নি। কাজী নজরুল ইসলাম নিজেই হারমোনিয়ামের উপর আব্বাস উদ্দীনের চোখের সামনে গানের কাগজটি ধরে রাখলেন, কীভাবে তাতে সুর দিতে হবে তা দেখিয়েও দিলেন। এভাবে গান লেখার চারদিনের মধ্যেই গানের রেকর্ডিংসহ শুরু হয়ে গেল গানটি সম্পাদনের সকল কাজ। অবশেষে সুর সম্রাট আব্বাস উদ্দীনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হয়ে এলো- “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ…“।

সবাই তখন ঈদের ছুটিতে। অবশেষে রমজানের রোজার পর এলো সেই বিখ্যাত গান সংক্রান্ত কাঙ্ক্ষিত ঈদ। আব্বাস উদ্দীন বাড়িতে ঈদের ছুটি কাটালেন। তিনি কখন কলকাতায় যাবেন সেই চিন্তায় তাঁর মন আর মোটেও যেন তর সইছে না যেহেতু গানটির কী অবস্থা তিনি তা তখনো জানেন না। তাই তাড়াতাড়ি ছুটি কাটিয়ে আব্বাস উদ্দীন কলকাতায় ফিরে আসলেন। যেদিন ঈদের ছুটির পর প্রথমবারের মতো তিনি ট্রামে চড়ে অফিসে যাচ্ছেন, যতো পথ এগুচ্ছেন, ততোই বুকটা তাঁর ধ্বকধ্বক! ধ্বকধ্বক! করছে। ভাবছেন, অফিসে গিয়ে তিনি কী দেখবেন? গানটা কি ফ্লপ হয়েছে? গানটা যদি সত্যিই ফ্লপ হয় তাহলে তো আর কখনোই ইসলামি গানের কথা শ্রী ভগবতী বাবুকে বলতেও পারবেন না। আর শুধু ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানিই এমন রিস্ক নিতে কখনোই রাজী হবে না। সুযোগ তো জীবনে একবারই আসে। আব্বাস উদ্দীন যখন এই চিন্তায় মগ্ন, তখন ট্রামে তাঁর পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো- “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। তিনি ভাবছেন এই যুবক গানটি কোথায় শুনলো? নাকি তিনি ভুল শুনছেন? না তো…। তিনি আবারো শুনলেন যুবকটি ঐ গানটিই গাচ্ছেন। এবারে তাঁর মনের মধ্যে যেন এক শীতল বাতাস বইতে শুরু করলো। অফিস থেকে ফিরে বিকেলে যখন তিনি গড়ের মাঠের দিকে গেলেন তখন অন্য আরেকটা দৃশ্য দেখে এবারে তাকে আরো দ্বিগুণ অবাক করল। তিনি দেখলেন কয়েকটা ছেলে দলবেঁধে মাঠে বসে আছে এবং তারমধ্য থেকে একটা ছেলে জোর গলায় গেয়ে উঠলো- “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। আব্বাস উদ্দীন এতো আনন্দ আর একা সইতে পারলেন না। তিনি ছুটে চললেন তাঁর কাজীদার কাছে। সেখানে গিয়ে তিনি দেখলেন কবি নজরুল দাবা খেলছেন। আর নজরুল যখন দাবা খেলা শুরু করেন তখন যেন দুনিয়া ভুলে যান। আশেপাশে কী হচ্ছে সেদিকে তাঁর কোনো খেয়ালই থাকে না। অথচ আজ একদম ব্যতিক্রম, আব্বাস উদ্দীনের গলার স্বর শোনার সাথে সাথেই নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাঁকে জড়িয়ে ধরলেন এবং বললেন- “আব্বাস, তোমার গান কী যে হিট হয়েছে!” অল্প কয়দিনের মধ্যেই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয়ে গেছে। ভগবতী বাবুও দারুণ খুশি হয়েছেন। একসময় যিনি ইসলামি সংগীত করার প্রস্তাবে একবাক্যে ‘না’ বলে দিয়েছিলেন, আজ তিনিই কি না নজরুল-আব্বাসকে বলছেন- “এবার আরো কয়েকটি ইসলামি গান রেডি করে গাও না!“ এভাবেই শুরু হলো নজরুলের রচনা ও সুরে আর আব্বাস উদ্দীনের কণ্ঠে ইসলামি গানের নতুন জাগরণ। গানের বাজারে এবারে উল্টো একটা নতুন ট্রেন্ড শুরু হয়ে গেলো ইসলামি সংগীতের। যে ট্রেন্ড শুধু মুসলমান শিল্পীকেই স্পর্শ করেনি, স্পর্শ করেছে তখনকার দিনের নামকরা হিন্দু শিল্পীদেরও। একটা সময় মুসলিম শিল্পীরা শ্যামা সংগীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। এবারে হিন্দু শিল্পীরা ইসলামি সংগীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করে দিলেন। এভাবেই ধীরেন দাস হয়ে গেলেন গণি মিয়া, চিত্ত রায় হয়ে গেলেন দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে গেলেন সোনা মিয়া, হরিমতি হয়ে গেলেন সাকিনা বেগম, সীতা দেবী হয়ে গেলেন দুলি বিবি, ঊষারাণী হয়ে গেলেন রওশন আরা বেগম। তবে, তখন বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্ব-নামেও নজরুলের ইসলামি গান গেয়েছিলেন। যেমন- মনোময় ভট্টাচার্য, অজয় রায়, ড. অনুপ ঘোষল, আশা ভোঁসলে, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ।

কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অনন্য কবি। বিশেষ করে ইসলামি গান, কবিতা লেখায় তাঁর ছিলো অসাধারণ সহজাত প্রতিভা। যদি কেউ খাতা কলম দিয়ে তাঁকে বলতো- একটা গান লিখে দিন, তিনি তৎক্ষনাৎই তা লিখে দিতেন। আবার সবচেয়ে বড় অভাগা কবিও ছিলেন এই কাজী নজরুল ইসলাম। এমনই একটা করুণ ঘটনা নজরুলের জীবনে  ঘটেছিল, যা থেকে তাঁর একটি অনন্য সৃষ্টিও হয়েছিল। ঘটনাটি ছিল এমন:

কবি কাজী নজরুল ইসলামের চার বছরের শিশু সন্তান ‘বুলবুল’ যে রাতে মারা গিয়েছিল সে রাতে কবির পকেটে একটা টাকাও ছিল না। এদিকে তাঁর সন্তানকে কাফন-দাফন করানো, বুলবুলের মৃতদেহ গাড়িতে করে নেওয়া, গোরস্থানে কবরের জমি ক্রয়ের জন্য নজরুলের দরকার ছিল তখন প্রায় দেড়শত টাকা। আর সে সময়ের দেড়শত টাকা মানে এখনকার দিনের অনেক টাকা। কিন্তু এত টাকা নজরুল কোথায় পাবেন? কবি বড় চিন্তিত হয়ে পড়লেন! তিনি বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠালেন কিন্তু টাকার তেমন কোনো ব্যবস্থাই হলো না। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি কবিকে দিয়েছিল পয়ত্রিশ টাকা। কিন্তু আরো এখনো অনেক টাকার দরকার। অবশেষে উপায়ন্তর না দেখে কবি কাজী নজরুল ইসলাম তাঁর প্রিয় সন্তান বুলবলের মৃতদেহ ঘরে রেখে তিনি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক তখন একটা শর্ত দিলো। বললো- এই মুহূর্তে একটা কবিতা লিখে দিতে হবে তাঁকে। অতঃপর টাকা।

কবি তাঁর মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়। যা পরবর্তীতে নজরুলের বিখ্যাত গানে রূপান্তরিত হয়:

“ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুণ চোখে চেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি!”

আব্বাস উদ্দীন একদিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কী একটা কাজে যেন ব্যস্ত ছিলেন। আব্বাস উদ্দীনকে হাতের ইশারায় নজরুল বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতোমধ্যে যোহরের আযান মসজিদ থেকে ভেসে আসলো। আব্বাস উদ্দীন বললেন- “কাজীদা, আমি নামাজ পড়বো। আর শুনুন কাজীদা, আপনার কাছে একটা গজলের জন্য আসছি।“ নজরুল আব্বাস উদ্দীনকে একটা পরিস্কার জায়নামাজ বিছিয়ে দিয়ে বললেন- “আগে নামাজ পড়ে নাও“। আব্বাস উদ্দীন নামাজ পড়তে লাগলেন আর নজরুল ইসলাম খাতার মধ্যে চালতে লাগলেন কলম। শিল্পী আব্বাস উদ্দীনের নামাজ শেষ হলে নজরুল তাঁর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন- “শিল্পী এই নাও তোমার গজল!“ গজল লেখা কাগজটি হাতে নিয়ে আব্বাস উদ্দীন অবাক হলেন! এই সামান্য সময়ের মধ্যে নজরুল কী করে লিখে ফেলছেন গজল? তা-ও কিনা তাঁর সেই নামাজ পড়ার দৃশ্যপট নিয়ে লেখা? গজলটি ছিলো এমন:

“হে নামাজী! আমার ঘরে নামাজ পড়ো আজ,
দিলাম তোমার চরণতলে হৃদয় জায়নামাজ।“

 

কবি কাজী নজরুল ইসলাম অমর হয়ে আছেন তাঁর রচিত নাতে রাসূল ও ইসলামি গানের জন্য।

১) “তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের (সাঃ) নাম”, ২) “তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে”,

৩) “আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়”,

৪) “শোন শোন ইয়া ইলাহি, আমার মুনাজাত শোন আমার মুনাজাত”,

৫) “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ-বাতাস দেখবি যদি আয়”,

৬) “মুহাম্মদ নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কন্ঠের গান, এমন মধুর লাগে”,

৭) “আমি যদি আরব হতাম মদীনারই পথ, আমার বুকে হেঁটে যেতেন, নূরনবী হজরত”,

৮) “হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা”,

৯) “দুখের দিনের দরদী মোর, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা”,

১০) “আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ, অভেদ যাহার জীবন-মৃত্যু-জ্ঞান”।

কবি কাজী নজরুল ইসলাম রচিত উপরোক্ত গানগুলো ক্লাসিক্যাল মর্যাদায় উন্নীত এবং এখনো যথেষ্ট জনপ্রিয় ও সমাদৃত। গানগুলো রচনার প্রায় নব্বই বছর পেরিয়ে গেলেও, মানুষ আজও গুনগুনিয়ে গানগুলো গেয়ে থাকেন। বাংলা ভাষায় ইসলামি গান সৃষ্টির যে অনন্য নবজাগরণ কাজী নজরুল ইসলাম সূচনা করেছিলেন, সেই সুন্দর পথ ধরে পরবর্তীতে একই পথের পথিক হয়েছিলেন- কবি জসীম উদ্দীন, কবি ফররুখ আহমদ, কবি গোলাম মোস্তফা, কবি গোলাম মুহাম্মদ, কবি মুহিব খান, কবি মতিউর রহমান মল্লিক প্রমুখ।

তথ্যসূত্র:

১) যুগান্তর, “নজরুল এবং ও মন রমজানের ঐ রোজার শেষে”, শামস আরেফিন,

২) যুগান্তর, “হামদ-নাতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন নজরুল”, আদিল মাহমুদ,

৩) আব্বাসউদ্দীনের আত্মজীবনী– “দিনলিপি ও আমার শিল্পী জীবনের কথা”, 

৪) Roar Media, “বাংলা ইসলামি গান ও কাজী নজরুল ইসলাম”,

৫) Risingbd, “সুরের আকাশে উজ্জল নক্ষত্র আব্বাসউদ্দীন”, 

৬) paathok.news, “নজরুলের সেই ঐতিহাসিক গান”, এ এম জিয়া হাবিব আহসান ও মোহাম্মদ রিদুয়ান করিম নাভিল।

 

 

মাসুদ বশীর
কবি, রংপুর।

ঈদ সংখ্যা - ২০২২
227 Views

জাকির আহমদ

২ মে, ২০২২ , ৫:০৯ অপরাহ্ণ

ঈদে নতুন পোশাক : সেকাল একাল

আমার সোনামায়ের জীবনের প্রথম ঈদে নতুন পোশাক পেয়েছিলো ৪৮টা! অথচ আমার এই জীবনের সব ঈদের নতুন পোশাক মিলে এখনও ৪৮ টা হবে না! এখন ঈদে প্রতিবছরই সবাই নতুন জামা পরে। সে গরীব হোক কিংবা ধনী। শুধু পার্থক্য থাকে নতুন জামার কোয়ালিটি ও সংখ্যার। ধনীরা নতুন জামা নিজেরাই কিনতে পারেন, তারপরও তাদের বিভিন্ন স্বজনদের কাছ থেকে উপহার হিসেবে পায় অনেক অনেক নতুন জামা। শুধু যে ধনীদের অনেক নতুন পোশাক হয় তা কিন্তু নয়, আমার মতো মধ্যবিত্তের ঘরেও কয়েক সেট করে নতুন পোশাক চলে আসে ঈদ উপলক্ষে। গরীবের ঘরেও এখন ঈদে নতুন পোশাক আসে। মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি বিভিন্ন সংগঠন, ব্যক্তি গরীবদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন। গরীবরা শুধু যে অন্যের কাছ থেকেই নতুন পোশাক পায় এমনটিও না, নতুন পোশাকের সহজলভ্যতার কারণে অনেকেই নিজেরাও কিনে থাকেন।

আজ থেকে কয়েক বছর আগেও ঈদের নতুন পোশাকের এমন প্রচলন ছিল না। ধনীরা ঈদে নতুন পোশাক পরতেন ঠিকই তবে এখনকার মতো এতো বেশি না। এখন যেমন, একজনের জন্যই ঈদের দিন সকালের জন্য আলাদা, বিকালের জন্য আলাদা, ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনের জন্য আলাদা আলাদা পোশাক কেনেন, আগে তেমন ছিল না। এখন যেমন পরিবারের সদস্যদের বাইরেও বিভিন্ন স্বজনদের নতুন পোশাক উপহার দেওয়া হয় আগে তেমনটাও ছিল না। সাধারণত নতুন জামাইয়ের জন্য ঈদের নতুন পোশাক উপহার হিসেবে দেওয়া হতো-অন্য কাউকে না।

এখন যেমন আমার সোনামায়ের ঈদের নতুন পোশাক মানেই-বাবা দিবে, মা দিবে, মামা দিবে, নানুমা দিবে, বড়বাবা দিবে, মেজো বাবা দিবে, খালামনি দিবে, ফুপি দিবে অথচ আমার ছেলেবেলার ঈদের নতুন পোশাক মানেই ছিলো কুদ্দুস খান চাচার দোকানের থানকাপড়ের পাজামা-পাঞ্জাবি, তাও কমপক্ষে দুইতিন বছর পর পর। বাবার ঈদের নতুন পোশাক আরো বেশি সময় পর পর কিনতেন। আরো আগে আমার দাদা বা তার বাবাদের সময় হয়তো ঈদের নতুন পোশাকের এমন ব্যবহারও ছিল না।

ঈদ সংখ্যা
365 Views

ডা.ফেরদৌস রহমান পলাশ

২ মে, ২০২২ , ৫:০৮ অপরাহ্ণ

ইদ আসে, ইদ যায়

আনন্দ করতে উপলক্ষ লাগে কি? নাকি উপলক্ষ ছাড়াও আনন্দ করা যায়? তা যায় বৈ কি। ধরুন আপনার আজ হুট করে মন ভালো হয়ে গেল। আপনি এ খুশিতে গায়ে সেন্ট মেখে বন্ধুর সাথে দেখা করতে গেলেন। কিন্তু এই আনন্দ পাশের বাড়ির ইমনের না। তার  আজ মন খারাপ কারণ তার পোষা বিড়ালটা মারা গেছে। তাহলে দেখা যাচ্ছে একেক জনের জন্য আনন্দ একেকদিন। সবার মাঝে সেই আনন্দ নিয়ে আসে ইদ। একমাত্র বলব না,পহেলা বৈশাখ, নিউ ইয়ারও বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে একই দিনে সমান আনন্দের বারতা নিয়ে আসে। ইদ বছরে দুটো। এক মাস কঠিন সিয়াম সাধনার পর ইদ-উল-ফিতর আর ত্যাগের মহিমা নিয়ে ইদ-উল-আযহা। সিয়াম বা রোজা পালন শারীরিকভাবে সুস্থ সকল মানব সম্প্রদায়ের জন্য ফরজ করা হয়েছে। কিন্তু কেন?

বিষয়টা এক সময় ভাবা হতো, আমিও শুনেছি মুরুব্বিরা বলেছে, আমাদের মাঝে অনেকে অনাহারে থাকে, রোজা আসলে আমরাও তাদের মতো অনাহারে থাকি ফলে তারা যে কষ্টটা ভোগ করে আমরাও সেটা অনুভব করি, ফলে এক ধরনের সহমর্মিতা গড়ে ওঠে। আবার অনেকে বলে, মুসলমানরা যোদ্ধা জাতি, যুদ্ধের সময় দিনের পর দিন না খেয়ে থাকতে হতে পারে আবার ধর্ম প্রচারের জন্য সফরেও খাদ্য প্রাপ্তির অনিশ্চিয়তা। তাই তার যদি এই ট্রেনিং থাকে তবে সে সহজেই কাবু হবে না। বর্তমান বিজ্ঞান অবশ্য ভিন্ন কথা বলছে, জাপানি বিজ্ঞানী প্রফেসর ইয়োশিনোরি ওহসুমি অটোফ্যাজি( Autophagy)  প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য ২০১৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। এটা বুঝতে হলে বুঝতে হবে অটোফ্যাজি আসলে কী?

অটোফ্যাজি আসলে কোষের নিজেই নিজেকে ধ্বংস করা, যা অন্তর্বর্তী উপবাস দ্বারা বৃদ্ধি পায়। মানব বিবর্তনের মাধ্যমে একটি সংরক্ষিত মৌলিক সেলুলার ফাংশন যেখানে কোষের মধ্যে উপস্থিত লাইসোসোমগুলি তার নিজস্ব ক্ষয় এবং পুনরুদ্ধার করে। কোষের ভিতরের  (ক্ষতিগ্রস্ত অর্গানেল, মিউট্যান্ট এবং অসুস্থ প্রোটিন ইত্যাদি) এবং বহিরাগত জীবাণু (ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি)। এই জাতীয় প্রক্রিয়াগুলির শেষে ক্ষতিকারক পণ্যগুলি নিরীহ সহজ অণুতে ভেঙে যায়, দরকারি পদার্থগুলি ধরে রাখা হয় এবং পুনরায় ব্যবহার করা হয়। এর ফলে শরীরের ক্ষতিকর বস্তু, ব্যাকটেরিয়া, ভাইরাস শরীর থেকে দূরীভুত হয় এবং উপকারী বস্তু শরীরে থেকে যায়। এ প্রসঙ্গে বলা যায়, আল্লাহর রাসুল (সা.) তাঁর এক হাদিসে বলেছেন, “মাতৃগর্ভ থেকে শিশু যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, রমজানের রোজা পালন করলে মানুষ ঠিক তেমনি নিষ্পাপ হয়ে যায়।”

 

রমজানের উপহার হিসেবে মুসলমানদের ঘরে আসে ইদ। গ্রামে এখনও বড় ময়দানে ইদের নামাজ হয় বলেই মাঠগুলো, ইদগাহ মাঠ নামেই সমাদৃত। সেই মাঠে থাকে বড়বড় বট-পাকুড় গাছ। তারই ফাঁকে বিছানো হয় সাদা লম্বা-লম্বা কাপড়। সেখানে দাঁড়িয়ে সবাই নামাজ পড়ে। পাশেই বসে ছোটখাটো মেলা। মাটির খেলনাপাতি, বাদাম, চানাচুর, জিলাপি, পাপড়ভাজির পশরা নিয়ে বসে প্রধানত হিন্দু ধর্মাবলম্বী দোকানদারেরা। শিশুদের পোয়াবারো। নামাজ না পড়ে, মেলায় চক্কর দিতেই তাদের আনন্দ। শহরের ইদ যদিও অনেক জায়গায় মানে জেলা শহরগুলোতে ইদগাহ মাঠেই হয় তবে ঢাকা শহরে মাঠ কোথায় পাবে, সব তো দখলদারদের দখলে ফলে ইদ হয় মসজিদে। গম্ভীরমুখে হাতে জায়নামাজ, পরনে দামি পাজামা পাঞ্জাবি পরে তারা নামাজ পড়তে যায় আবার গম্ভীর মুখেই বাসায় ফিরে আসে। তাদের দেখে বোঝার উপায় নাই যে, এটা কোনও আনন্দের দিন। ইদের কথা ভাবলেই আসে কোলাকুলির কথা। কোলাকুলি করা সুন্নত। এ বিষয়ে বিজ্ঞান কী বলে?

গবেষণায় দেখা গেছে কোলাকুলি করলে মানসিক চাপ হতে রক্ষা পাওয়া যায়। ক্লান্তি দূর হয়। অক্সিটোসিন হরমন নিঃসরণের কারণে  মন আনন্দে ভরে ওঠে। ডোপামিন নিঃসরণের কারনে পারকিন্সনিজম রোগ হবার সম্ভাবনা কমে যায়। কোলাকুলিতে সেরোটোনিন হরমন নিঃসরণ বাড়ার কারনে মানসিক শান্তি বৃদ্ধি পায়, মন আনন্দে ভরে থাকে। এজন্য বলা হয় দিনে অন্তত আট বার কোলাকুলি করা প্রয়োজন। ইদ ছাড়া সে সুযোগ কই? রমজানের ফলে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরে পড়ার কারণে শরীর থাকে চনমনে।

 

ইদের দিন গ্রামে গরীব বড়লোক সবার বাড়িতেই সেমাই হয়। সে সেমাই খাওয়া হয় চালের আটা দিয়ে। সুস্বাদু সে রুটির স্বাদ জিভে লেগে থাকে সারাজীবন। সাধারণত মা-বোনেরা গোল হয়ে বসে এ রুটি কেউ বানায় কেউ সেকে নেয়। রুটি সেমাই অথবা মুড়ি সেমাই খেয়ে সবাই ইদগাহ মাঠের দিকে যায়। ইদগাহ মাঠ হয়ে ওঠে দেখা সাক্ষাতের স্থান। পেটের দায়ে গ্রামের বহু লোক ঢাকার গার্মেন্টসে কাজ করে। ইদ তারা গ্রামের বাড়িতে করতে চায় পরিবারের সাথে। খুবই নির্মল চাওয়া কিন্তু সেই সাধারণ চাওয়াটাও রাষ্ট্র পূরণ করতে পারছে না। টিকিটের মূল্য দ্বিগুণ, পথে পথে যানজট। রংপুর থেকে ঢাকা আসতেই সময় লাগে পনেরো-ষোলো ঘন্টা। দেশে দূর্নীতি যে কি পরিমাণ বেড়েছে তার প্রমাণ পাওয়া যায় যখন দেখি রেলওয়ের অনলাইন টিকিটিং এ জড়িত সহজ অনলাইনের একজন ভাই বছরে দুই-তিন হাজার টিকিট সরিয়ে কালোবাজারে বিক্রি করেন। সুখের কথা দুই একটা চুনোপুঁটি ধরা পরছেন তবে রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে।

তারপরও ইদ আসে। বাংলাদেশের বাঙালিদের অধিকারবোধ কম থাকায় তারা মেনে নিয়ে হাসিমুখে ইদের নামাজ আদায় করে। বাড়ি ফিরে যাওয়া আবার সেই একই কাহিনি। যুগযুগ ধরে এই চলে আসছে।রাজনৈতিক নেতার আসর গরম করা বক্তৃতায় চেয়ারে বসে নিতম্ব গরম হওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয় না। তবুও ঠিক উনত্রিশ রোজার দিন ইফতারের পর আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকব পশ্চিম দিকে,হয়তো ভেসে উঠবে ইদের বাঁকা চাঁদ। হয়তো—–।

 

ডা. ফেরদৌস রহমান পলাশ

লেখক ও চিকিৎসক, রংপুর।

 

ঈদ সংখ্যা - ২০২২
289 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:০৮ অপরাহ্ণ

ঈদ মুবারাক 

ঈদ মুবারাক। প্রতিবারের মতো এবারও রংপুর ফুল বাজার থেকে ফুল কিনলাম। চারদিকে কি আনন্দ ! কি উল্লাস ! বাজারে আসার পথে দেখলাম শিশুদের হাতে বেলুন আর ফটকা। মনে হচ্ছে আজ শিশুরা সারারাত ফটকা ফুটাবে। তাদের আনন্দিত মুখ আমাদের সব দু:খ ভুলিয়ে দেয়। ফুলের বাজারে দেখলাম প্রেমিকরা গোলাপ ফুল কিনে প্রেমিকাকে বলছে – আস, তোমার খোপায় ফুলটা গুজে দেই। মেয়েদের মুখভর্তি হাসি। সেজেগুজে তারা বাইরে বের হয়েছে। দেখতে ভাল লাগছে। একটা মেয়েকে দেখলাম হাতে মেহেদি দিয়ে প্রেমিকের সাথে রিকসায় করে যাচ্ছে। মেয়েটির হাতের মেহেদি এখনও শুকায়নি। দুই হাত বন্ধ। প্রেমিক ছেলেটি তাকে কি সুন্দর করে বেবি বেবি বলে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। বেশীরভাগ ছেলেকে দেখলাম আমার মতো বাজারের ব্যাগ হাতে নিয়ে গম্ভীর মুখে সিগারেট টানছে। আমার মনে হলো আজ রাতে বাংলাদেশের কোথাও কোন দুঃখ নেই। আজ কোনো প্রেমিক-প্রেমিকা ঝগড়া করবে না। স্ত্রীরা বেছে বেছে তাদের স্বামীদের পছন্দের খাবারগুলো রান্না করবে। চাকরিসূত্রে যারা বাড়ির বাইরে দেশে অথবা বিদেশে থাকেন তারা ইতিমধ্যে নিজেদের বাড়িতে চলে এসেছেন। বাড়িভর্তি মানুষ। চলছে জম্পেশ আড্ডা। মায়েরা যেন ঈদের চাঁদ হাতে পেয়েছেন। বাবারা ছেলে / মেয়ের কাছ থেকে গিফট পেয়ে বেজায় খুশি। সেই খুশি মনের মধ্যে চেপে রেখে যথাসম্ভব গাম্ভীর্য ধরে রেখে মুখে বলছেন- কী দরকার ছিল। তোরা এতদূর থেকে কষ্ট করে এসেছিস। আমি তাতেই খুশি। চারদিকে মাইকিং শুরু হয়েছে। ঈদের জামাত কোথায় কয়টায় শুরু হবে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। কোথায় সবচেয়ে দেরিতে নামাজ শুরু হবে সেদিকে মনোযোগ দিলাম। কারণ গত কয়েকদিন ঘুম থেকে দেরি করে উঠেছি। অভ্যাস খারাপ হয়ে গেছে।  ঈদ উদযাপনের এসব প্রস্তুতি দেখে হঠাৎ কেন জানি আমার মনটা খুব ভালো হয়ে গেল। একটা বিশেষ সমস্যাকে ঘিরে মনটা বিক্ষিপ্ত হয়ে ছিল। এখন মনে হচ্ছে সবকিছুই ভালো, সব সমস্যার সমাধান আছে এবং বেঁচে থাকার একটা বিস্ময় আছে যার সঙ্গে পৃথিবীর কোনো বিস্ময়ের তুলনা হয় না।

ঈদ নিয়ে একটি গল্প বলে আজকের লেখাটি শেষ করব।  আবারও আপনাদের জানাই ঈদ মুবারাক।

গরিব পুত্র তাঁর বাবাকে জিজ্ঞেস করল- বাজান ঈদ জিনিসটা কী?

বাবা উত্তর দিল-বড়লোকের আনন্দ-ফুর্তির দিন।

ছেলে বলল-আমাদের তাইলে কী?

আমাদের জন্যও দিনটা ভালো রে ব্যাটা।  এই দিনে ধনীর সাথে কোলাকুলি করণ জায়েজ আছে।

 

কামাল পারভেজ পাভেল 

লেখক, রংপুর

 

ঈদ সংখ্যা - ২০২২
271 Views