কবিতা Archives - মুগ্ধতা.কম

কবিতা Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ

মাটির অতল থেকে

আমি থাকবো না এই যাযাবর শহরে

যাব চিত্তহারিণী গাঁয়ে এই বৈশাখে

বৃক্ষশাখে পাখি ডাকা ভোরে

আনন্দের উত্থিল সুখে পান্তারপাতে

হাসি দেখবো দুরন্ত বালকের।

 

শৈশবের ধান কুড়ানির –

কুঁড়েঘরের চেনা অতিথি হবো

মোহন নদীর হাঁটুজলের জলকেলিতে

জলের কাছে চেয়ে নেবো হৃদয়ের অছেঁড়া সুখ।

 

আকাশের বর্গা টপকে যাবো না নীলিমার নীলের ভেতর

তারাদের জলশালয়ে গাইবো না চন্দ্রের গীত

রহস্যের গভীরে লুকাবো না দেহ

অগ্নিস্নান শেষে এই বৈশাখে রুদ্র ছোবলের প্রতিবাদী হবো।

 

চিত্তহারিণী গাঁয়ের –

আবাদি মাটির অতল থেকে তুলে আনবো

এক আঁটি জ্বলজ্বলে ফসল।

এই বৈশাখে আমি থাকবো না

এই যাযাবর শহরে  …

ঈদ সংখ্যা - ২০২২
274 Views

মজনুর রহমান

২ মে, ২০২২ , ৫:২৯ অপরাহ্ণ

মজনুর রহমানের পাঁচটি কবিতা 

ঝড়

বাতাসবনে কাঁপছে কেমন নুয়ে পড়া আলো

বহুদূরের কান্নার স্বর, কে তারে চমকালো?

কে মেখেছে অন্ধকারে পুরান দিনের জ্বর

অনেকগুলো ব্যথার পাশে অনেকগুলো ঝড়।

 

একটা ঝড়ে বৃক্ষ ভাঙে আরেকটাতে পাতা

মোমের আলোয় কারা যেন লুকিয়ে রাখে মাথা,

মাথা লুকায় ব্যথা লুকায় মোম কাঁপে তিরতির

একটা ভাঙা আয়না দেখে করছে সবাই ভিড়।

 

আয়না ভাঙার শব্দ এমন কারো মালুম হয় না

ঝড় আসে তাই কোনো বাতাস ঘরের ভেতর রয় না।

জীবন-১১

যেদিক থেকে বইছে বাতাস

চক্ষু তুলে দেখে

ঘরঘরিয়ে ঘুরছে চাকা

বুকের ভেতর থেকে।

 

চাকার ভেতর রঙের ছিটা

ছিটকে পড়ে মুখে

মেশিন চলে চাকা ঘোরে

সামান্য এক বুকে।

 

কোথাও আশা টিকটিকিয়ে

কোথাও ঘড়ি বাজে

আয়না ভেঙে লাগবে জোড়া

জীবন দেখার কাজে।

 

বইছে বাতাস ঘুরছে চাকা

বাজছে তিরস্কার

বেঁচে আছেন এতটুকুই

মস্ত পুরস্কার।

মেঘ

ঘরের ভেতর দুঃখ অনেক

ঘরের ভেতর কান্না

চুলার ওপর চলছে এখন

মেঘের মাংস রান্না।

 

মেঘ করেছে উঠানজুড়ে

হরেক পদের দুঃখে

মাংসগুলো পাতে নিয়ে

ঐ যে ঢাকে মুখ কে?

 

মুখের খাবার মানুষগুলো

ছড়িয়ে দেয় বাইরে

পথে ঘাটেও দুঃখ অনেক

খাবার মানুষ নাইরে।

 

মেঘ করেছে, এমন মেঘের

বসতবাড়ি কইরে

আমিষ খাবার ইচ্ছে হলে

আমিই তো মেঘ হইরে!

ভয়

রাত বাড়ে আর বাড়ে আমার

বুড়ো হবার ভয়

চক্ষু আমার আটকে রাখে

হাজার রকম ক্ষয়।

 

একটা ক্ষয়ে তারা ফোটে

অন্যটাতে জ্বর

আকাশজুড়ে ফুটছে এখন

মুহুর্মুহু ঝড়।

 

ঝড়ের পরে ঝড়ের আগে

নয়ন ভেজায় কে

ওই যে দেখো আকাশ থেকে

খবর এসেছে।

ঈদ সংখ্যা - ২০২২
240 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:২৪ অপরাহ্ণ

ঈদ এলো 

খুশির বার্তা নিয়ে বছর ঘুরে ঈদ এসেছে,

শাওয়াল মাসের নতুন চাঁদ তাই হেসেছে,

 

একমাস সিয়াম সাধনার শেষ,

পবিত্রতার শুভ্র চাদরে মিশে,

ঈদ এলো রে,

আনন্দে চারদিক ভরে গেলো যে,

নতুন জামা নতুন জুতায় ছোটদের নানা বায়না,

বুজতে শেখার বয়সে সেই মজাটা আর হয় না,

 

চাঁদ রাতে মেহেদী রাঙা হাতে মেয়েরা প্রতীক্ষায় রয়,

নানান রকম মিষ্টান্ন খাবার বাসায় রান্না হয়,

নামাজ শেষে ছোটরা ব্যস্ত সালামি তোলায়,

 

তাদের আনন্দ কোলাহল যেন সব কষ্ট ভোলায়,

গরীব দুখীরাও ফিতরা যাকাত পায়,

একটু স্বস্তিতে তাদের ইদও কেটে যায়,

ঈদ সবার সুন্দর হোক সকল দ্বিধা কেটে যাক,

সকলের ইচ্ছে আকাঙ্খা গুলো পূর্ণতা পাক,

নতুন রঙে সুন্দর করে জীবন সাজাই,

সকলকে থেকে ঈদ মোবারক জানাই।

ঈদ সংখ্যা - ২০২২
145 Views