ছড়া Archives - মুগ্ধতা.কম

ছড়া Archives - মুগ্ধতা.কম

জাকির আহমদ

২১ এপ্রিল, ২০২৩ , ১০:৫৭ অপরাহ্ণ

জাকির আহমদ এর ছড়াগুলো 

হামার অমপুর

অমপুর হামার অঙ্গে ভরা
অঙ্গীন হামার মন
অঙ্গীন দ্যাশোৎ হামার আছে
সাত আজার ধন।

বেগম ওকেয়ার জন্ম হইল
হামার অমপুরোত
এশশাদ মামুর জন্মও কিন্তু
হামার বাড়ির গোড়োত।

প্রধানমন্ত্রী শ্যাখ হাসিনা
তায়ো হামার নোক
বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার
জন্যে হামার শোক।

(২)

দেশটাতো ভাই আমার দেশ
আমার মাতৃভূমি
এদেশেতেই থাকবো আমি
বাঁচবো যতদিনই।

এদেশ আমার এদেশ তোমার
এদেশ তাদের নয়
তাদের সাথে লড়তে হবে
আসবে মোদের জয়।

জঙ্গী বা তার সঙ্গীরা হোক
থাকুক যতই শক্তি
তাল পাবে না উড়ে যাবে
দিলে একটা চুটকি।

(৩)

সত্য হলে শক্তি থাকে
মিথ্যে হলে ভয়
সত্যকেই ধারণ কর
মিথ্যেকে নয়।

মিথ্যে দিয়ে সাময়িক
ভালো থাকা যায়
সত্যের জয় হবেই হবে
জেনো নিশ্চয়।

(৪)

একটি ছড়ার মন ভালো নেই
একটি ছড়ার ভালো
একটি ছড়া আলোয় ভরা
একটি ছড়া কালো।

একটি ছড়ার কষ্ট অনেক
একটি ছড়া দুঃখের
একটি ছড়ায় দুঃখ যে নাই
সেই ছড়াটি সুখের।

(৫)

শিশুরাতো ফুলের মতো
ছোট্ট সুন্দর ফুল
ফুলগুলোকে ভুল শিখিয়ে
আমরাই করি ভুল।

শিশুরাতো পাখির মতো
ছোট্ট সুন্দর পাখি
সেই পাখিদের আঁখি দিয়ে
দেখাই মোরা ফাঁকি।

শিশুরাতো পবিত্র হয়
নিষ্পাপ হয় মন
সেই শিশুদের ভালো কিছু
শেখাই প্রতিজন।

22 Views

মুগ্ধতা.কম

২১ এপ্রিল, ২০২৩ , ১০:৫৬ অপরাহ্ণ

রেজাউল করিম জীবন এর ছড়াগুলো

ছড়া কবি

চলছে প্রেম ছড়ার সাথে
সকাল দুপুর রাতে
লিখতে ছড়া খাতা কলম
রাখছি নিজের হাতে।

লিখবো ছড়া দেশকে নিয়ে
নিজেকে দিবো সঁপে
ব্শ্বি জানুক ছড়ার দেশ
ছন্দ মালার জপে।

ছড়ায় ছড়ায় তুলবো ফুটে
আমার দেশের ছবি

শস্য শ্যামল সোনার বাংলা
বলবে আমায় কবি।

(২)
বন্ধু

বন্ধু আমার বাবা-মা
বন্ধু ভাই-বোন
বন্ধু আমার প্রতিবেশী
বন্ধু আপনজোন।

বন্ধু আমার খেলার সাথী
বন্ধু সহ-পাঠি
বন্ধু আমার বিপদ দেখে
বাড়ায় হাতের লাঠি।

বন্ধু আমার সুখে দুখে
জীবন পাশে থাকা
বন্ধু মানে জীবন দিয়ে
আগলে কাছে রাখা।

বন্ধু হবে এমন বন্ধু 
বন্ধু চিরপাশে
বন্ধু যেন না হয় কভু
কষ্ট দেখে হাসে।

(৩)
জাওয়াদ বাবুর স্বপ্ন

জাওয়াদ বাবু স্বপ্ন দেখে
দেশটা কেমন হবে
মানুষ মাঝে হিংসা নয়
শান্তি শুধু রবে।

দেশটা হবে স্বপ্নপুরী
সৎ মানুষের চাষ
সত্য কথার ফুলঝুরিতে
মিথ্যে হবে নাশ

সড়কপথে ঝরবে নাতো
অকালে কারো প্রাণ
মাদকছেড়ে ছেলেরা সব
ছড়াবে ফুলের ঘ্রাণ।

ঘুষ রবে না অফিস পাড়ায়
চিটিং ফিটিং বন্ধ
রাজনীতিতে সুদিন রবে
বন্ধ হবে দ্বন্দ্ব।

নিজের কাজে ব্যস্ত রবে
অন্যকে নিয়ে নয়
নিজের ভালো দেশের ভালো
এমন ভাবনাতে রয়।

জাওয়াদ বাবুর স্বপ্ন শুনে
মা বাবা হন খুশি
ভালো থেকে কাজ করো
এমন স্বপ্নই পুষি।

22 Views

মুগ্ধতা.কম

২ মে, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ

ময়নুল ইসলামের দুটি ছড়া

সাম্যের ইদ

ঐযে দেখ চাঁদপাখিটা

আকাশ মাঝে আসে

তাইনা দেখে মাঠের ফসল

খলখলিয়ে হাসে।

 

সেই হাসিতে পাড়ার সকল

উঠল জেগে আজ

খুশির জোয়ার উঠলো ভেসে

নিয়ে নতুন সাজ।

 

নতুন সাজে খুশির ইদ

আসল ধরার বুকে

চোখে মুখে সুখের ছাপ

কে যে এবার রুখে।

 

সেই সুখেযে আশার কুসুম

চঞ্চলতায় নাচে

মনের মাঝে প্রীতির লতা

গজাক বিবেক গাছে।

 

স্নেহের ছায়া বিলাক সবে

মনের বিবাদ তাড়িয়ে

উড়ে চলুক সাম্যের পাখি

আকাশ বাতাস ছাড়িয়ে।

২.

খোকার ইদ

 

 

খোকার বাড়ির ফুল বাগিচায়

উঠল জেগে চাঁদ

নতুন জামা পরবে খোকা

জাগলো মনে সাধ।

 

ঘুম ধরে না, ঘুম ধরে না

কী যে খোকা করে

ঘুম ধরে না ঘরে খোকার

উঠল জেগে ভোরে।

 

নতুন জামা পরে খোকা

ইদের মাঠে যায়

সদ্য ফোটা গোলাপ যেন

খুশবু ছড়ায়।

 

ইদের মাঠে গিয়ে খোকা

ইদের নামাজ পড়ে

আজকে খুশির বাঁধ ভেঙেছে

খোকার মনের চরে।

 

খুশির দিনে খোকা বলে

মিলেমিশে থাকি

বাড়ির পাশে গরিব দুখী

একটু খেয়াল রাখি।

ঈদ সংখ্যা - ২০২২
339 Views