তন্ন তন্ন আকাশ খুঁজি চাঁদ পাই না তাকাইলে যথাসময় চাঁদ উঠেছে ঠিক দেখছি মোবাইলে। চাঁদ উঠেছে হাজার হাজার ঐ সবার ফেসবুকে রেডিও টিভি পত্রিকাতে খোঁজ নিই কোন্ দুখে? হরেক রকম চাঁদ পাওয়া...
ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ! করছো শপিং রোজ, রক্তের যারা খুব অসহায় করছো তাদের খোঁজ? কিংবা যারা পাশের বাড়ির জোটে না যার পাতে, কেমন করে কাটছে যে দিন খায় না দিন-রাতে! এইযে রোজা...
সাম্যের ইদ ঐযে দেখ চাঁদপাখিটা আকাশ মাঝে আসে তাইনা দেখে মাঠের ফসল খলখলিয়ে হাসে। সেই হাসিতে পাড়ার সকল উঠল জেগে আজ খুশির জোয়ার উঠলো ভেসে নিয়ে নতুন সাজ। নতুন সাজে খুশির ইদ...
তন্ন তন্ন আকাশ খুঁজি চাঁদ পাই না তাকাইলে যথাসময় চাঁদ উঠেছে ঠিক দেখছি মোবাইলে।...
ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ! করছো শপিং রোজ, রক্তের যারা খুব অসহায় করছো তাদের খোঁজ?...
সাম্যের ইদ ঐযে দেখ চাঁদপাখিটা আকাশ মাঝে আসে তাইনা দেখে মাঠের ফসল খলখলিয়ে হাসে।...
২ মে, ২০২২ , ৫:৪৪ অপরাহ্ণ
তন্ন তন্ন আকাশ খুঁজি চাঁদ পাই না তাকাইলে যথাসময় চাঁদ উঠেছে ঠিক দেখছি মোবাইলে। চাঁদ উঠেছে হাজার হাজার...
২ মে, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ
ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ! করছো শপিং রোজ, রক্তের যারা খুব অসহায় করছো তাদের খোঁজ? কিংবা যারা পাশের বাড়ির...
সাম্যের ইদ ঐযে দেখ চাঁদপাখিটা আকাশ মাঝে আসে তাইনা দেখে মাঠের ফসল খলখলিয়ে হাসে। সেই হাসিতে পাড়ার সকল...
তন্ন তন্ন আকাশ খুঁজি
চাঁদ পাই না তাকাইলে
যথাসময় চাঁদ উঠেছে
ঠিক দেখছি মোবাইলে।
চাঁদ উঠেছে হাজার হাজার
ঐ সবার ফেসবুকে
রেডিও টিভি পত্রিকাতে
খোঁজ নিই কোন্ দুখে?
হরেক রকম চাঁদ পাওয়া যায়
ম্যাসেজ ম্যাসেঞ্জারে
শতশত বন্ধু আমার
পোস্টাইছে পোস্টারে।
ঈদ শুভেচ্ছা ঈদের বাণী
আসছে উড়ে ঝাঁকে
এরই সাথে ঈদ সেলামী
পেতাম যদি ফাঁকে।
ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ!
করছো শপিং রোজ,
রক্তের যারা খুব অসহায়
করছো তাদের খোঁজ?
কিংবা যারা পাশের বাড়ির
জোটে না যার পাতে,
কেমন করে কাটছে যে দিন
খায় না দিন-রাতে!
এইযে রোজা খুশির এ ঈদ
একলা কারোর নয়,
ভাগাভাগি করলে যে ত্যাগ
তবেই খুশির হয়!
সদকা-যাকাত দেই বিলিয়ে
গরীর-দুঃখীর মাঝে,
দেই বিলিয়ে নতুন কাপড়
লাগবে অনেক কাজে!
সুখ চাইলে এর মতো সুখ
নাইরে কোথাও নাই,
বিলিয়ে দেবার মাঝেই যেন
সুখটা খুঁজে পাই!
ঐযে দেখ চাঁদপাখিটা
আকাশ মাঝে আসে
তাইনা দেখে মাঠের ফসল
খলখলিয়ে হাসে।
সেই হাসিতে পাড়ার সকল
উঠল জেগে আজ
খুশির জোয়ার উঠলো ভেসে
নিয়ে নতুন সাজ।
নতুন সাজে খুশির ইদ
আসল ধরার বুকে
চোখে মুখে সুখের ছাপ
কে যে এবার রুখে।
সেই সুখেযে আশার কুসুম
চঞ্চলতায় নাচে
মনের মাঝে প্রীতির লতা
গজাক বিবেক গাছে।
স্নেহের ছায়া বিলাক সবে
মনের বিবাদ তাড়িয়ে
উড়ে চলুক সাম্যের পাখি
আকাশ বাতাস ছাড়িয়ে।
খোকার বাড়ির ফুল বাগিচায়
উঠল জেগে চাঁদ
নতুন জামা পরবে খোকা
জাগলো মনে সাধ।
ঘুম ধরে না, ঘুম ধরে না
কী যে খোকা করে
ঘুম ধরে না ঘরে খোকার
উঠল জেগে ভোরে।
নতুন জামা পরে খোকা
ইদের মাঠে যায়
সদ্য ফোটা গোলাপ যেন
খুশবু ছড়ায়।
ইদের মাঠে গিয়ে খোকা
ইদের নামাজ পড়ে
আজকে খুশির বাঁধ ভেঙেছে
খোকার মনের চরে।
খুশির দিনে খোকা বলে
মিলেমিশে থাকি
বাড়ির পাশে গরিব দুখী
একটু খেয়াল রাখি।