বাংলাদেশ তুমি
বাংলাদেশ তুমি
রক্ত ভেজা পথে শকুনের ভরপেট আহার,
বাংলাদেশ তুমি
আজোবধি বাঙালির স্বজনহারা হাহাকার।
বাংলাদেশ তুমি
মা বোনের অশ্রুতে ভেসে যাওয়া মহাসমুদ্র,
বাংলাদেশ তুমি
পৃথিবীর বিস্ময় লাল সবুজ মানচিত্র।
বাংলাদেশ তুমি
বুটের আঘাতে আতঙ্কিত মুখ,
বাংলাদেশ তুমি
ছোট্ট শিশুর মরণব্যাধি অসুখ।
বাংলাদেশ তুমি
রাতের আঁধারে ভয়ার্ত চারিপাশ,
বাংলাদেশ তুমি
গোলাবারুদে মেঘকালো আকাশ।
বাংলাদেশ তুমি
বেলাশেষে পিতার না ফিরে আসা,
বাংলাদেশ তুমি
ভিটেমাটির প্রতি এক আশ্চর্য ভালোবাসা।
বাংলাদেশ তুমি
কোটি সন্তানের নিরাপদ আশ্রয়,
জানান দিয়েছ বহুবার
তুমি মাথা নোয়াবার নয়।
বাংলাদেশ তুমি
অন্যায় অপমানে গর্জে ওঠা স্বদেশ,
গর্বিত আমি বাঙালি
তুমি আমার বাংলাদেশ।