ছড়া-কবিতা Archives - মুগ্ধতা.কম

ছড়া-কবিতা Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১১ পূর্বাহ্ণ

ডা.ফেরদৌস রহমান পলাশ

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১০ পূর্বাহ্ণ

রাজুর ফিরে আসা

তারা ফিরে আসছে একে—একে
আমরুলবাড়ির রহিমুদ্দিন, লালদীঘির গেন্টু
বৈকণ্ঠপুর হয়ে তারা আসছে—এঁটেল মাটির পথ ধরে।
কালো বুট, এখানে ওখানে ছেঁড়া, মলিন
কারো কারো পায়ে তাও নেই।
হাতে রাইফেল—
কখনও কখনও ভয়ংকর দর্শন
রাইফেলও ফুল মনে হতে পারে।
অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে তারা
নয়টি মাস যুদ্ধ শেষে।
পাশের সহযাত্রী মরে গেছে গুলির আঘাতে
ভেঙে পড়ার বদলে আরও শক্ত হয়েছে তাদের চোয়াল।
একটা অন্তত হায়েনা মারতে হবে।
তারা আসছে ক্লান্ত—শ্রান্ত হয়ে
তবুও কি উজ্জ্বল তাদের চোখ!
ফিরে আসে আলম, সেকেন্দার
জামালপুরের ইদ্রিস মাষ্টার।

শুধু ফেরে না রাজু
রাজুর মা দাঁড়িয়ে থাকে তালপুকুরের পাশে,
ঘরে ফেরে একে—একে সব ছেলে।
সবার শেষে আসে রাজুর বন্ধু মতিন
এসে, মায়ের আঁচলে  তুলে দেয়
রাজুর বদলে একটা লাল সবুজ কাপড়।

বিজয় দিবস সংখ্যা ২০২১ - ছড়া-কবিতা
408 Views

মুগ্ধতা.কম

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১০ পূর্বাহ্ণ

মৃত্যুঞ্জয়

অর্পিতা দি, তুমি সেদিন হাসতে হাসতে যখন আমায় জড়িয়ে ধরলে; আমি সত্যিই বাকশূন্য হয়ে পড়েছিলাম। মৃত্যুঞ্জয়—যে ছেলেটি তোমায়…শুধু সে কেনো—তুমিও তো তাকে কম বাসোনি?

তখন যুদ্ধের মাস দুয়েক পেরিয়েছে। আমি আগেই বুঝেছিলাম, তার জন্য ভেতরে ভেতরে তুমি কিছু একটা লালন করো। পাড়ার ছেলেদের সঙ্গে আমাদের দোতলা বাসার পাশের রাস্তায় দাদা যখন মার্বেল খেলতো, তুমি সিঁড়িঘরের পাশের ছায়াটুকুতে রেলিং ধরে পুরোটা খেলা দেখতে। পাড়ার মাস্তান টাইপের ছেলেদের সঙ্গে দাদাকে একদিন চুরুট টানতে দেখেছিলে; পরে কাছে ডেকে কণ্ঠে প্রগাঢ় প্রবীণ স্বর নামিয়ে কেমন শাসিয়ে দিলে—‘আর কখনো যেনো না দেখি।’ সত্যি সত্যি দাদা তোমার কথা রেখেছিলো। সেদিনের পর হতে দাদাকে আর দেখা যায়নি! আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলেছিলো—‘তোর দিদিকে দিস।’ এটাকে তবে চিঠি বলা যেতে পারে। তুমি চিঠি পেয়ে পড়ে কেমন লাল হয়ে গেলে! সেদিনই নিশ্চিত হয়েছিলাম দাদাও…

তুমি রোজ চোখে উষ্ণ জল গড়িয়ে প্রতিক্ষার প্রহর গুনতে। তুমি রোজ আমায় দাদার কথা বলতে। তুমি শুধুই আশ্বস্ত হওয়ার মতো একটি উত্তরের আশায় আমায় রোজ রোজ প্রশ্ন করতে—‘সে কবে ফিরবে?’

যুদ্ধের আরও ছমাস পেরিয়ে গেলো। শোষণ আর স্বাধীনতার সংঘাত হলো। দিগ্বিদিক রক্ত আর মৃত্যুর উল্লাস হলো। ‘মৃত্যুঞ্জয়’—নামের ছেলেটিও হয়তো মৃত্যুর কাছে হেরে গেলো! অতঃপর যেদিন বিজয় এলো—তুমি সেদিন হাসতে হাসতে আমায় জড়িয়ে ধরলে।

উড়ন্ত লাল-সবুজ পতাকা দেখে তুমি এখনও রোজ হাসো। কেনো হাসো দিদি? মৃত্যুঞ্জয়দের কি সেথায় দেখা যায়?

বিজয় দিবস সংখ্যা ২০২১ - ছড়া-কবিতা
493 Views

মুগ্ধতা.কম

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:০৯ পূর্বাহ্ণ

স্বদেশ প্রেম

রক্তে কেনা স্বদেশ আমার
লাশের মিছিল রাজপথে
বোনের সম্ভ্রম মায়ের অশ্রু
আজো পীড়া দেয় বুকটাতে

কণ্ঠ রোধের শত চেষ্টাও
পারেনি রুখতে বাঙালির
বুলেটের আঘাতে ছিদ্র হৃদয়ে
লড়ে গেছে কভু দমেনি

আকাশ বাতাস হাহাকার করে
আত্মচিৎকার চারিধার
শেয়াল কুকুরে লাশ ছিড়ে খায়
যায়কি এসব ভুলিবার

কি করে পারি বিজাতি ঐ
হায়নাদের ক্ষমা করতে
মনুষ্যত্বহীন নরপশু ওরা
ক্ষমা নয় কোনো শর্তে

ছিলো একাত্তরে এখনো আছে
দূষিত রক্তধারা
ধর্মের নামে বিধর্মী কাজে
লিপ্ত সারাবেলা

লাল সবুজের পতাকা দেখে
আজো ওরা গালি দেয়
ওদের চাঁদ তাঁরা মাথায় বাঁধে
কোন সে কুলাঙ্গার হায়!

এসো বাঙালি প্রতিরোধ গড়ি
চেতনায় একাত্তর
ত্রিশ লক্ষ আত্মারা কাঁদে
পিতা হারা পঁচাত্তর

স্বদেশী রক্ত টগবগ করে
মাটিরা কষ্ট পায়
পায়ের তলায় বর্ণমালা
শহীদরা লজ্জা পায়।

বিজয় দিবস সংখ্যা ২০২১ - ছড়া-কবিতা
470 Views

মুগ্ধতা.কম

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ তুমি

বাংলাদেশ তুমি
রক্ত ভেজা পথে শকুনের ভরপেট  আহার,
বাংলাদেশ তুমি
আজোবধি বাঙালির স্বজনহারা হাহাকার।
বাংলাদেশ তুমি
মা বোনের অশ্রুতে ভেসে যাওয়া মহাসমুদ্র,
বাংলাদেশ তুমি
পৃথিবীর বিস্ময় লাল সবুজ মানচিত্র।
বাংলাদেশ তুমি
বুটের আঘাতে আতঙ্কিত মুখ,
বাংলাদেশ তুমি
ছোট্ট শিশুর মরণব্যাধি অসুখ।

বাংলাদেশ তুমি
রাতের আঁধারে ভয়ার্ত চারিপাশ,

বাংলাদেশ তুমি
গোলাবারুদে মেঘকালো আকাশ।

বাংলাদেশ তুমি
বেলাশেষে পিতার না ফিরে আসা,

বাংলাদেশ তুমি
ভিটেমাটির প্রতি এক আশ্চর্য ভালোবাসা।

বাংলাদেশ তুমি
কোটি সন্তানের নিরাপদ আশ্রয়,
জানান দিয়েছ বহুবার
তুমি মাথা নোয়াবার নয়।

বাংলাদেশ তুমি
অন্যায় অপমানে গর্জে ওঠা স্বদেশ,
গর্বিত আমি বাঙালি
তুমি আমার বাংলাদেশ।

বিজয় দিবস সংখ্যা ২০২১ - ছড়া-কবিতা
401 Views