উপভাষা-ছড়া Archives - মুগ্ধতা.কম

উপভাষা-ছড়া Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৬ অপরাহ্ণ

নয়া কইন্যা

নাকের নেচোত নথ কইন্যার

কানোত মাকড়ী-পাশা

কমরোত এখান বিছা পিন্দি

পুরাইল মনোত আশা।

 

মাতাত কইন্যা টিকলি দেছে

পায়োত আচে নূপুর

সোনার রুলী দুখ্যান হাতোত

দ্যাকে ঘুপুর ঘুপুর।

 

সোন্দোর এখান থ্যাবড়া মালা

থুইচে ঝুলি গালাত

নউগের গোড়াত আংটি আচে

মেন্দি হাতের তালাত।

 

সাজে কইন্যা বিয়্যার সাজোত

যাইবে শ্বশুর বাড়ি

সোউগ ফ্যালেয়া যাবান নাগে

বাপের ভিটা ছাড়ি।

 

মা’ক জড়েয়া ডুকরি কান্দে

কান্দে বাপের আগোত

এক বান্দোনোত হাঁটে কইন্যা

গাবরু হাঁটে সাথোত।।

 

আঞ্চলিক শব্দের চলিতরূপঃ

কইন্যা= পাত্রী, রুলি= কাঁকন,  ঘুপুর ঘুপুর= বারবার, থ্যাবড়া= চ্যাপ্টা,

মাকড়ী-পাশা = কানের ঝুমকা

পুরাইল= পূর্ণ করা, নউগ= আঙ্গুল, সাজে= সাজুগুজু, তালাত= হাতের তালু,

বিয়্যার= বিয়ের, জড়েয়া= জড়িয়ে ধরে, আগোত= সামনে, বান্দোনোত= বন্ধনে, গাবরু= বর, সাথোত= সঙ্গে।

458 Views

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

ছড়ায় অমপুর

কেটা তোমরা মবিল কচ্চেন

কেটা বাহে তুই ?

আউ মোক চিনিস ন্যাই

হামার বাড়ির মুই !

 

ও বু   কতা   শোন

তুই কী অমপুর আসপু

হেটে তুই ম্যালা ম্যালা

অংগের মেলা দেকপু।

 

টাওন হল ম্যালা বড়

ঢাক ঢোল বাজে

নাটক দেকায় নাচ দেকায়

আজা বাতশা  সাজে।

 

পাবলিক নাইবেরীর বড়ো মাট

ম্যালা অনুষ্ঠান হয়

কতো নেতা যায় আসে

কতো কতা কয়।

 

শহীদ মিনার আচে সাতে

ফুল দিয়া ভরে

শহীদদের স্মরণ করি দেয়

ফুল তামার তরে।

 

গণতাগার আচে আরও

আসে মানুষ তাতে

ভাষার মাসে বই মেলা

গনতাগারের মাটে ।

 

আশপাশে ম্যালা ম্যালা

কবি নেকোকের ঘর

মিলিমিশি বানায় বই

নোয়ায় কেউ কারো পর।

 

বড়ো বড়ো মেডিকোল

ম্যালা ম্যালা দাক্তার

অসুক নিয়া আচ্চিল

পুব পাড়ার সাত্তার ।

 

চিকনি বিল সুরভি উদ্দেন

চিড়িয়াখানা আচে

বাগ ভাল্লুক হরিণ আরও

বান্দর কতো নাচে।

 

চিড়িয়াখানাত ভূতের বাড়ি

দেকলে নাগে ভয়

বড়ো বড়ো দোকানোত গেলে

স্যার স্যার কয়।

 

ভাইজ্যানোক নিয়া আয়

কয়দিন ব্যাড়ে যাবু

ফুচক্যা চটপটি আরও

ভালো মন্দ খাবু।

539 Views

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

মতিয়ার সমাচার

ক্যানে বাহে মতিয়ার তুই

গাছোত আছিস ঝুলি?

কোনটে তোর কাজুলি

আর কোনটে টুলটুলি?

 

জাহেদুল আর সাহেদুল

খুঁজি না পায় ক্যান

জীবন ক্যানে কানের গোরত

করে ঘ্যানোর ঘ্যান?

 

লাভলু কয় ঐ তো অয়

গাছোত ক্যানে ঝুলি!

হাসতে হাসতে পাগলা

শ্যাষোত কাজুলি টুলটুলি।

 

মোক ক্যানেতা ফাকোত ধরি

করেন টানাটানি!

কাজুলি আর টুুলটুলিতে

কীসের কানাকানি?

 

সে কথা আর না কন মামু

কাইলকা সান্জোত দ্যাখওঁ

থাউক সে কতা, সেইগলা কতা

ক্যামন করি ন্যাকও!

 

কানাকানি করে অটে

কাজুলি টুলটুলি

ফাকোত আসি মিনার আসি

ছাড়ে ক্যানে বুলি?

 

কী দেকচেন মিনার ভায়া

সান্ঝোত যায়া কাইল?

মোকও একনা কন তো খুলি

কপালখান কায় খাইল!

 

কনতো এ্যালা তোমরা গুলায়

মুই ক্যানতা ওটি?

কখন বা মোর চান্দির ভেতর

মেজাজটায় যায় চটি।

 

তো রে মেলাত বিয়ান বেলায়

এইগলা কতা রটে

চটা চটি খারাপ জিনিস

এইক না বুঝ না ঘটে ?

 

মরিস না আর ঐদ্যান করি

ওরে মিনার কবি

গাছের মাথাত ঝুলি থুইছে

মতিয়ারের ছবি।

 

তাকে দেখি লাভলু ভাইয়ের

গেইছে ঘুরি মাথা

জীবন খালি প্যাঁচাল পাড়ে

কওচে মুখোত যা-তা।

 

সাঈদ কোনা কাণ্ড দেখি

মুচকি মুচকি হাসে

জাহিদ কোনা শেষোত আসি

খাড়ায় ওমার পাশে।

 

গোপন কথা ফাঁস করি দ্যাও

নোয়ায় খালি টুলটুলি

পরকীয়ার লিষ্টে আছে

শেফালি ও বুলবুলি।

 

শেফালি আর বুলবুলি কি

এ্যাঁলাও এট্টে আইসে?

শুনছিনু মুই মতিয়ারের

কপাল ওমরায় খাইছে !

 

বাপের দেয়া হোন্ডা বেচে

করছিল ওয় ডেটিং

সেল ফোনেতে চুপিচুপি

করছে শুধু চ্যাটিং।

 

প্রেম করিয়া হইছে ফতুর

গেইচে ত্রিশ কাঠা

বলতে হবে মতিয়ারের

আছে বুকের পাঠা।

 

বুলবুলিতে ধান খেয়েছে

দুই’শ মন আর গম

শেফালিও সুন্দরি খুব

রেশমা কী সে কম?

 

জমি গ্যালো ধানও গ্যালো

গ্যালো হোন্ডা গাড়ি

প্রেমিকা সব চুইষা নিয়া

দিছে বিদেশ পাড়ি।

 

মতিয়ার আইজ মনের দুঃখে

হইছে যে দেবদাস

গাঞ্জা খ্যায়া গাছের মাথাত

নটকে থুইছে ফাঁস।

 

রেশমা ফির কায় বাহে?

কনতো খানিক খুলি

ঐ জইন্যে কি ক্ষ্যাপছে কাইল

কাজুলি টুলটুলি?

 

হয় বাহে আরো আছে

জুলি, কণা, সোনিয়া

থাকেন ক্যানে কয়টা আছে

দ্যাখোং হাতোত গোনিয়া।

 

তিতলি, ইমা, কলি, শানু

শ্যামা, তনু, সোমা,

এই বাজারোত মতিয়ারের

আছে কী আর কমা?

 

ক্যানে বাহে মতিয়ার তুই

গাছোত আছিস ঝুলি?

কোনটে তোর কাজুলি

আর কোনটে টুলটুলি?

476 Views