হাট-বাজারোত আগুন
আর যে পাও না বাহে, পিঠিটা গেইছে ঠেকি ,
এই বুঝি মরি যাঁও, কমোর গেইছে বেঁকি !
বাঁচো না বাঁচো না , বাবা , খাবার কিচ্ছু নাই,
দ্যাখো , মরি বাঁচি আছোঁ, বাজারে পাও না ঠাঁই।
ব্যাটা-বেটির শখ, বাড়িআলির আল্লাদ,
বুড়া বাপ-মাওয়ের সাধ ,
না পাও পূরণ করবার , ভাবোঁ দিন আইত ;
নুন আনতে না আনতে পনতা ফুরি যায় ,
এই বয়সেতো মুই হয়া গেইছো কাঁইত।
চুরি ডাকাতি ছিনতাই নোয়ায় ভাল কাজ ,
কি করোঁ না করোঁ খায়য়া শরম লাজ
ঠেলার গাড়ি ধরিম ,
কামাই বাড়াইতে খাটিম , নিনটিন বাদ ,
না হয় মুই মরিম !