প্রহরী
আমরা আছি যতক্ষণ তোমরা নিরাপদ!
এরপরও যদি জানতে চাও পরিচয়,
নির্দ্বিধায় বিনয়ের সঙ্গে বলবো,
তোমরা যে বিশাল আকাশের দিকে তাকাও,
যে আকাশের দিকে তাকাতে তাকাতে নিজের ক্ষুদ্রতাগুলো দাও বিসর্জন
আমরা সেই আকাশের প্রহরী।
আমাদের পরিচয় জানতে চাও?
আমরা তোমাদের সন্তান।
তোমাদের হৃদয়
আমাদের দূর্গ।
তোমরা আত্মমর্যাদার গর্বে
পৃথিবীতে যে পতাকা উড়াও
আমরা তার প্রহরী।
আমাদের পরিচয় জানতে চাও?
আমরা আছি বলে তোমরা বানাতে পারো তাজমহল
মহাশূন্যে লেখাতে পারো সভ্যতার নাম।
আমরা আছি বলে তোমরা ভাবতে পারো অতীত
বর্তমানে আঁকতে পারো ভবিষ্যৎ ।
আমাদের পরিচয় জানতে চাও?
তোমরা ঘরে ফেরো আমরা ফিরি না
তোমরা পাওয়া না পাওয়ার হিসেব করো
আমরা তা করি না।
তোমাদের ছুটি আছে আমাদের নেই;
তোমাদের আলসেমি আছে ক্লান্তি আছে আমাদের তা-ও নেই
তোমরা প্রশান্তিতে ঘুমাও বলে আমরা থাকি বিনিন্দ্র।
আমাদের পরিচয় জানতে চাও?
যখন নেমে আসে প্রেতাত্মার থাবা
আমরাই পেতে দিই বুক
এটাই আমাদের ধর্ম।
রক্ত লাগলে রক্ত দিই, প্রাণ লাগলে প্রাণ।
আমাদের পরিচয় জানতে চাও?
ত্যাগের উৎসবে এলেই দেখতে পারবে আমাদের মহড়া
ত্যাগের উৎসব ছাড়া আর কোনো উৎসব নেই
ত্যাগের নেশা ছাড়া আর কোনো নেশা নেই
ত্যাগের ইবাদত ছাড়া নেই আর কোনো ইবাদত ।
আমাদের পরিচয় জানতে চাও?
আমাদের ত্যাগের উৎসবে এসে দেখ,
তাজা তাজা প্রাণ খোদার কাছে কী ফরিয়াদ করে?
শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটি প্রাণ যাদের মঙ্গলের জন্য যুদ্ধ করে; তোমরা সেই জনগণ!
এরপরও যদি জানতে চাও পরিচয়
বলবো, তোমাদের রক্ষা কবচ কোথায়?
তোমাদের আত্মরক্ষার হাতিয়ার কোথায়?
খুজঁতে গেলে দেখতে পারবে আমাদের স্মৃতিসৌধ!