বিশেষ রচনা Archives - মুগ্ধতা.কম

মজনুর রহমান

২৬ মার্চ, ২০২৩ , ৮:৫৮ অপরাহ্ণ

মুগ্ধতা ব্লাড ব্যাংক: রক্তের মতো দামি

হঠাৎ মস্তিষ্কপ্রসূত কিছু আইডিয়া বড়ো কিছু হয়ে ধরা দিতে পারে। ‘মুগ্ধতা ব্লাড ব্যাংক’ আমাদের এমনই হঠাৎ জন্ম নেওয়া এক স্বপ্নের নাম। আমরা হঠাৎ করে ভাবতে শুরু করে করলাম, সামাজিকভাবে এদেশের মানুষ এখন রক্তদানে অনেক সচেতন হলেও রক্তের প্রাপ্যতা এখনও শতভাগ হয়ে উঠতে অনেক দেরি। সেক্ষেত্রে এমন কোনো প্লাটফর্ম যদি হাতের কাছে থাকে যেখানে চাইলেই কেউ একজন রক্তদাতা খুঁজে নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন, তাহলে কেমন হয়। এই চিন্তা থেকেই মুগ্ধতা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা।

এখন আমাদের এই পোর্টালে অনেকেই নিজেদের রক্তের গ্রুপ নিবন্ধন করছেন। আবার অনেক মানুষ রক্ত খুঁজে পাচ্ছেন- সেটিও আমরা জানতে পারছি।

খুব সম্প্রতি শুরু হওয়া এই উদ্যোগে যে সাড়া আমরা পাচ্ছি তাতে আমাদের তৃপ্তি অনেক গুণ বেড়ে গেছে। গত মাসখানেক সময়ের মধ্যে এই পোর্টালে প্রায় দুইশো মানুষ নিজেদের রক্তদাতা হিসেবে নিবন্ধন করেছেন।
এখন আমরা পরিকল্পনা করছি তরুণদের নিয়ে ক্যাম্পাসভিত্তিক ছোটো ছোটো কমিটি করে দেবার, যাতে করে অনলাইন ছাড়াও রক্তদাতাদের মধ্যে মোটামুটি সহজ পন্থায় যোগাযোগ করা যায়।

সম্পূর্ণ মানবিক এই উদ্যোগে আপনিও সঙ্গী হতে পারেন শুধু রক্তদাতাদের তথ্য নিবন্ধন করে। যে কেউ এখানে তথ্য নিবন্ধন করতে পারবেন নিজের এবং অন্যের।

আসুন নিজে রক্তদানে উদ্বুদ্ধ হই অন্যকে উদ্বুদ্ধ করি। নিজের অজান্তেই হয়তো আপনি বাঁচিয়ে দিতে পারেন অসংখ্য প্রাণ।

যে রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে, সেই রক্তেরই আরেকটি অনন্য উদ্যোগ সফলতা পাবে সবার আন্তরিক সহযোগিতায়।

মুগ্ধতা ব্লাড ব্যাংক

মজনুর রহমান
সম্পাদক, মুগ্ধতা ডট কম।

মুগ্ধতা ব্লাড ব্যাংক - রক্তের মতো দামি
25 Views