মুজিব মানে
মুজিব মানে বর্ণমালা, শিশুর মুখের হাসি,
মুজিব মানে সদ্যফোটা গোলাপ রাশি রাশি।
মুজিব মানে বায়ান্নতে ভাষার আন্দোলন,
মুজিব মানে বাংলা ভাষা, অমূল্য রতন।
মুজিব মানে উদার চিত্ত, মুক্ত নীলাকাশ,
মুজিব মানে উদ্দীপনা, উৎসাহ, উচ্ছ্বাস!
মুজিব মানে পাল তোলা নাও, ভাটিয়ালি সুর।
মুজিব মানে প্রভাত রবি, শীতার্ত রোদ্দুর।
মুজিব মানে বাঙালিদের শক্তি সাহস বল,
মুজিব মানে তরুণ যুবার যুদ্ধে নামার ঢল।
মুজিব মানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ,
মুজিব মানে মিটিয়ে দেয়া জুলুম দুঃশাসন।
মুজিব মানে দুর্বার গতি, বাঙালির হিম্মত,
মুজিব মানে স্বাধীনতা, রঞ্জিত রাজপথ।
মুজিব মানে বাংলা মায়ের দুঃখ-কষ্ট শেষ,
মুজিব মানে সার্বভৌম স্বাধীন বাংলাদেশ।