স্বাধীনতা দিবস 2022 Archives - মুগ্ধতা.কম

স্বাধীনতা দিবস 2022 Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

২৬ মার্চ, ২০২২ , ১১:৫২ পূর্বাহ্ণ

ঘরে ফিরা আইসো বন্ধু বইসো শূন্য পিঁড়ায়

ঘরে ফিরা আইসো বন্ধু

পাইতা থুইছি পিড়া,

জলপান যে করতে দেব

ইরি ধানের চিড়া।

শালি ধানের চিড়া ছিল

বিন্নি ধানের খই,

কোথায় পাবো শবরীকলা

গামছা বাঁধা দই!

জান মেরেছে খান পশুরা

বর্গী সেজে ফের

আগুন জ্বেলে খাক করেছে

দেশটা আমাদের।

প্রাণের বন্ধু ঘরে আইলা

বসতে দিমু কিসে;

বুকের মধ্যে তোমার বাণী

রক্তে আছে মিশে।

বঙ্গবন্ধু তোমার আসন

বাংলাদেশের মাটি,

মনের মধ্যে পাতা আছে

প্রীতির শীতলপাটি।

[বঙ্গবন্ধুকে নিয়ে দেশে প্রথম ছড়া লেখেন রফিকুল হক দাদুভাই (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৩৭, মৃত্যু: ১০ অক্টোবর, ২০২১)  । লন্ডনে চিকিৎসা শেষে ১৯৭২ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু দেশে ফেরেন। সেদিনের পূর্বদেশে বিশেষ সংখ্যা বের হয়। এই বিশেষ সংখ্যার নামকরণ করা হয় দাদুভাইয়ের ছড়া। ছড়াটি দেশবাসীর মনে জায়গা করে নিয়েছিল।]

মহান স্বাধীনতা দিবস বিশেষ ছড়া সংখ্যা
372 Views

রেজাউল ইসলাম হাসু

২৬ মার্চ, ২০২২ , ১১:৩৬ পূর্বাহ্ণ

স্বাধীনতা

স্বাধীনতা উড়ু–উড়ু শালিকের ডানা,

ঘোর আঁধারের মাঝে আবিরের দানা।

উদ্যমে বয়ে চলা নউকোর পাল,

কামারের ভাতি থেকে উদিত সকাল।

রূপালি স্বপ্ন-বিভোর দূর জেলেপাড়া,

অতল সাগর বুকে পথ খোঁজে যারা!

তাঁতের বুননে বাঁধা রূপকথা কতো,

ছোট্ট আদুরে বোন, মায়ের মতো।

সোনায় হাসানো মাঠ লাঙলের ফলা,

মাটি থেকে জেগে ওঠা কুমারের কলা।

রিকশা-প্যাডেলে নাচা জীবন-আনন্দ,

ঝরে পড়া নক্ষত্রের সাহসিক ছন্দ।

তোমার তুলিতে শিল্পী ছবি এঁকে যায়,

পাপিয়ার মতো প্রাণ খুলে গান গায়।

তোমাকে পেলেই ফোটে হাসির বকুল,

ঢেউয়ে ছলকে ওঠে নদীর দুকূল।

লিখতে নতুন সাধ কবিদের খাতা,

আমাদের স্বাধীনতা গউরব গাঁথা!

জীবন রাঙিয়ে লাল কিনেছি তোমায়,

স্বাধীন বাংলাদেশ দিয়েছো আমায়।

মহান স্বাধীনতা দিবস বিশেষ ছড়া সংখ্যা
423 Views