সমকালে আমার মরে যেতে ভয় হয়।
এ নগরে এখন বিক্রি হচ্ছে মাটি—বিক্রি হচ্ছে জল, বায়ু—
এমনকি আগুনও।
একটি লাশের ওজন কতটা—কাঁধে তুলেও বোঝো না তোমরা।
তোমাদের সাদাকালো শোক দেখি—এতোটা লঘু! এতোটা প্রতীকী!
তোমাদের অংশগ্রহণমূলক বিষণ্ণতা—
সমকালে আমার মরে যেতে ভয় হয়।
লবণ খেতে বারণ—তোমরা পাশ কেটে যাও চোখের জল—
এমনকি আস্ত চোখও।