মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অনাস্থা

শিস খন্দকার

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:১৯ অপরাহ্ণ

অনাস্থা

সমকালে আমার মরে যেতে ভয় হয়।

এ নগরে এখন বিক্রি হচ্ছে মাটি—বিক্রি হচ্ছে জল, বায়ু—

এমনকি আগুনও।

একটি লাশের ওজন কতটা—কাঁধে তুলেও বোঝো না তোমরা।

তোমাদের সাদাকালো শোক দেখি—এতোটা লঘু! এতোটা প্রতীকী! 

তোমাদের অংশগ্রহণমূলক বিষণ্ণতা—

সমকালে আমার মরে যেতে ভয় হয়।

লবণ খেতে বারণ—তোমরা পাশ কেটে যাও চোখের জল—

এমনকি আস্ত চোখও।

শিস খন্দকার
Latest posts by শিস খন্দকার (see all)