কপালের লালটিপ আর
ভোরের লাল সূর্য নিয়ে লেখা সুদীর্ঘ কবিতা
আমি দেখেছি-
বাহ্! কি দারুণ ভাস্কর্য বানালে কবি!
যেন জলরঙে আঁকা প্রকৃতির জীবন্ত ছবি
শুধু সুকৌশলে এড়িয়ে গেলে
টিপের আড়ালে জমাট ক্ষত আর সূর্যের তীব্র অর্ন্তদহন
অবাক হতে পারতাম! কিন্তু কেন হবো?
আমি কে? তোমার লেখনী নিয়ে কথা ক’বো!
হয়তো, শব্দই খুঁজে পাওনি যন্ত্রণা আঁকার-
হয়তো আবারও আশ্রয় নিয়েছ চতুরতার!