অমর একুশে: চিরায়ত কবিতামালা

অমর একুশে

হাসান হাফিজুর রহমান

২১ ফেব্রুয়ারি, ২০২২ , ১০:৪৭ পূর্বাহ্ণ ; 373 Views

আম্মা তাঁর নামটি ধরে একবারও ডাকবে না তবে আর?

র্ঘূূণি ঝড়ের মতো সেই নাম উম্মথিত মনের প্রান্তরে

ঘুরে ঘুরে জাগবে, ডাকবে,

দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে

একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না? তবে হার?

কি করে এই গুরুভার সইবে তুমি, কতোদিন?

আবুল বরকত নেই: সেই অস্বাভাবিক বেড়ে ওঠা

বিশাল শরীর বালক, মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটতো যে

তাঁকে ডেকো না;

আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে-

সালাম, রফিক উদ্দিন, জব্বার-কি বিষণ্ন থোকা থোকা নাম;

এই এক সারি বর্শার তীক্ষ ফলার মতো এখন হৃদয়কে হানে

বিচ্ছেদের জন্য তৈরী হওয়ার আগেই

আমরা ওদেরকে হারিয়েছি-

কেননা, প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না;

ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি

কেননা, প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে।

আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে

যাঁরা কোনদিন মন থেকে মুছবে না,

কোনদিন কাউকে শান্ত হতে দিবে না;

যাঁদের হারালাম তাঁরা আমাদেরকে বিস্তৃত করে দিয়ে গেল

দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে, কথা কণা করে ছড়িয়ে দিয়ে গেল

দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে।

 

[ হাসান হাফিজুর রহমান (১৪ জুন ১৯৩২ – ১ এপ্রিল ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *