মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অমিলে মিল

শ্যামলী বিনতে আমজাদ

১১ মার্চ, ২০২৩ , ১০:০৩ অপরাহ্ণ

অমিলে মিল

আমি বোকা 

তুমি একরোখা

আমি সরলরেখা তুমি বৃত্ত

আমি গান ভালোবাসি তুমি নৃত্য

আমি মেঘ হলে তুমি রোদ্দুর

আমি কাছে এলে তুমি যাও বহুদূর।

বাড়লে অমিল বড় খুব রাত

জেগে ওঠে ফের সুপ্ত আঘাত

আমার ফাঁকা পেট তোমার ভূরিভোজ

কলাপাতায় তবু এঁকে চলি রোজ

কাঁটাকুটি এক মধুর দিনাতিপাত। 

মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শ্যামলী বিনতে আমজাদ
Latest posts by শ্যামলী বিনতে আমজাদ (see all)