আমি বোকা
তুমি একরোখা
আমি সরলরেখা তুমি বৃত্ত
আমি গান ভালোবাসি তুমি নৃত্য
আমি মেঘ হলে তুমি রোদ্দুর
আমি কাছে এলে তুমি যাও বহুদূর।
বাড়লে অমিল বড় খুব রাত
জেগে ওঠে ফের সুপ্ত আঘাত
আমার ফাঁকা পেট তোমার ভূরিভোজ
কলাপাতায় তবু এঁকে চলি রোজ
কাঁটাকুটি এক মধুর দিনাতিপাত।