মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আবু হানিফ জাকারিয়ার দুটি ছড়া

মুগ্ধতা.কম

১৯ মার্চ, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ

আবু হানিফ জাকারিয়ার দুটি ছড়া

নিশ্বাসে মুজিব

একটা মানুষ সবার নেতা

সব দলেরই হয়তো।

দেশে এখন লাখো নেতা

তার মত কেউ নয়তো।

এক ডাকেতে সবাই এল

যুদ্ধজয়ের বিশ্বাসে।

আজো মুজিব মিশে আছে

সব মানুষের নিশ্বাসে।

নেতা আসে নেতা যায়

তারমত কেউ হয় না।

নিজের স্বার্থে সবাই নেতা

দেশের কথা কয় না।

তাঁর আদর্শ নিয়েই যদি

নেতা হতো গণ্ডা দুতিন।

এই বাংলায় অনেক আগে

এসে যেত সবার সুদিন।

দেশ যদি আজ সোনার হতো

হত মুজিবের জন্য।

মুজিব মুজিব জপে সবাই

ভিতরে চিন্তা অন্য।

শোকের মাসে ব্যস্ত সবাই

শোকের নামে শোডাউনে।

দল ক্ষমতায় না থাকলে যে

থাকত মুজিব গোডাউনে।

সব ভেদাভেদ ভুলে গিয়ে

আসুন সবাই সম্মান করি।

নিজের স্বার্থ বাদ দিয়ে দেই

সবাই মিলে এদেশ গড়ি।

মহান এক নেতা

সকল দেশেই আছে নেতা

আছে সবার ইতিহাস।

সব শাসকই চেয়েছিল যে

বাংলা মায়ের সর্বনাশ।

দুশো বছর ইংরেজ শাসন

করল এই দেশটাকে।

দু’যুগ ধরে পাকিস্তানিরাও

দিলো সবার খত নাকে।

এমন দেশের স্বাধিকারে

গর্জে উঠল এক নেতা।

অদম্য সাহসী নেতা তিনি

ছিলেন বেশ স্বাধীনচেতা।  

লাখে লাখে মানুষ যখন

এক সুতোয় গাঁথা হয়।

সেই নেতাকে মারার জন্য

অনেক ফাঁদ পাতা হয়।

স্বাধীনতার ঘোষণা দিলো 

একাত্তরের ৭ই মার্চ।

২৫ তারিখ বন্দি মুজিব

শুরু অপারেশন সার্চ।

লাখোলাখো বীর বাঙালি

জীবন দিয়ে শহিদ হলো।

যাঁর কথাতে লাফিয়ে পড়ে

এমন নেতা কোথায় বল?

জেল-জুলুম অত্যাচারও 

দমাতে তাঁকে পারেনি।

দেশ স্বাধীনের স্বপ্ন দেখা

একদিনও তো ছাড়েনি।

সারা জীবন রাজনীতিতে

নিজেকে বিলিয়ে দিলেন।

নিজ দেশের লোকের কাছে

তিনি কি ফিরিয়ে নিলেন?

তবুও সেই মহান নেতা

পেলেন না একটু ছাড়।

সারাজীবন কাঁদলেও কি

সেই নেতাকে পাব আর?

হাজার বছরে এমন নেতা

কোন দেশেই আসে না।

তাঁর মত করে এই দেশকে

কেউ তো ভালোবাসে না।