মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমি যুদ্ধ দেখিনি

আব্দুল ওয়াদুদ

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:১৭ অপরাহ্ণ

আমি যুদ্ধ দেখিনি

আমি যুদ্ধ দেখিনি –

শুনেছি বাপ-দাদার মুখে

এর করুন কাহিনি, 

রাস্তায় সারি সারি গাড়িতে করে 

টহল দিচ্ছে পাক বাহিনী। 

আমি যুদ্ধ দেখিনি –

শুনেছি হাজার হাজার নর-নারী

পাড়ি দিচ্ছে ওপারে, 

বরণ করে নিচ্ছে তারা

বাধা দেয়নি একবারে। 

আমি যুদ্ধ দেখিনি –

শুনেছি শতশত লাশ

পরে রয়েছে পথের ধারে,

কুকুর -শৃগাল -শকুনিরা মজা করে

ছিড়ে খাচ্ছে পেট ভরে। 

আমি যুদ্ধ দেখিনি –

শুনেছি মৃত মায়ের বুকের ওপর 

হামাগুড়ি খাচ্ছে অবুঝ সন্তান, 

হায়নাদের লালসার শিকার মা-বোনদের

উপর চলছে বর্বর নির্যাতন। 

আমি যুদ্ধ দেখিনি –

শুনেছি দেশের সূর্য সন্তান 

বীর যোদ্ধাদের বীরত্ব, 

যাদের কঠোর পরিশ্রমের ফলে 

এদেশ হয়েছে স্বাধীন সার্বোভৌমত্ব।

আমি যুদ্ধ দেখিনি –

দেখেছি লক্ষ প্রাণের দামে কেনা  

স্বাধীন বাংলার পতাকা, 

সবুজ ভুমে শহিদের রক্তের তুলিতে 

লাল-সবুজে আঁকা। 

আমি যুদ্ধ দেখিনি –

দেখেছি লাখো শহিদের রক্তে গাঁথা 

স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধ,

 যুগ যুগ ধরে লালন করছে 

বাংলার তরুণ -যুবক -বয়োবৃদ্ধ।