বিজয় দিবস সংখ্যা ২০২১

ইতিহাস

শাহীন মোমতাজ

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১১ পূর্বাহ্ণ ; 475 Views

পরিত্যক্ত খাদ্যগুদামের পাশে ভোরবেলা ঘন কুয়াশার পর্দা ভেদ করে
সবুজ ঘাসের মধ্যে পড়ে থাকা লাল গোলাপের মতো তোমার রক্তাক্ত দেহ খুঁজে পাই,
পিছমোড়া, মৃত আর আধখোলা চোখে তুমি চেয়ে আছো দিগন্তের দিকে,
কোনো এক অচেনা গ্রামের চিরপরিচিত শান্তিময়তার দিকে, পাশ ফিরে।
তোমার একাগ্র দৃষ্টি আর সেই দিগন্তের মাঝখানে নতুন চরের মতো জেগে উঠছে
বাংলাদেশের নামপরিচয়, বংশলতিকা।

তারপর একদিন এই দেশে আমাদের ঘুরেফিরে বারবার জন্ম নিতে আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *