প্রলয়ঙ্করী ঝড়ো বাতাসে
উড়ন্ত জিনিসপত্রের মতো
বিক্ষিপ্ত ভাবনাগুলো
উড়তে থাকে মনের আকাশে।
আর, আমি নির্ঘুম রাতে
পায়চারী করি নির্জনে একাকী;
ফেলে আসা সময়ের স্মৃতিমালা,
হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনাময়,
কড়া নাড়ে মনের দরজায়।
হৃদয়তটে আছড়ে পড়ে ঢেউ
আকুলতার, কখনওবা প্রশান্তির;
আবেগের উত্থান-পতনে ক্রমশ
কেটে যায় সময় ইনসোমনিয়ায়।
বিদ্রোহী দুচোখের পাতা!
জাগ্রত দুচোখ সাক্ষী হয়ে থাকে
কালো ক্যানভাসে আঁকা
জীবন্ত স্থিরচিত্রের বিষয়বস্তুর।