এইযে রোজা খুশির এ ঈদ

আতাউর মালেক

২ মে, ২০২২ , ৫:৪৩ অপরাহ্ণ ; 337 Views

ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ!

করছো শপিং রোজ,

রক্তের যারা খুব অসহায়

করছো তাদের খোঁজ?

 

কিংবা যারা পাশের বাড়ির

জোটে না যার পাতে,

কেমন করে কাটছে যে দিন

খায় না দিন-রাতে!

 

এইযে রোজা খুশির এ ঈদ

একলা কারোর নয়,

ভাগাভাগি করলে যে ত্যাগ

তবেই খুশির হয়!

 

সদকা-যাকাত দেই বিলিয়ে

গরীর-দুঃখীর মাঝে,

দেই বিলিয়ে নতুন কাপড়

লাগবে অনেক কাজে!

 

সুখ চাইলে এর মতো সুখ

নাইরে কোথাও নাই,

বিলিয়ে দেবার মাঝেই যেন

সুখটা খুঁজে পাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *