ঈদটা নিয়ে ব্যস্ত ভীষণ!
করছো শপিং রোজ,
রক্তের যারা খুব অসহায়
করছো তাদের খোঁজ?
কিংবা যারা পাশের বাড়ির
জোটে না যার পাতে,
কেমন করে কাটছে যে দিন
খায় না দিন-রাতে!
এইযে রোজা খুশির এ ঈদ
একলা কারোর নয়,
ভাগাভাগি করলে যে ত্যাগ
তবেই খুশির হয়!
সদকা-যাকাত দেই বিলিয়ে
গরীর-দুঃখীর মাঝে,
দেই বিলিয়ে নতুন কাপড়
লাগবে অনেক কাজে!
সুখ চাইলে এর মতো সুখ
নাইরে কোথাও নাই,
বিলিয়ে দেবার মাঝেই যেন
সুখটা খুঁজে পাই!