মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এই আমাদের বাংলাদেশ

আসহাদুজ্জামান মিলন

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:১৪ অপরাহ্ণ

এই আমাদের বাংলাদেশ

একুশে স্বপ্ন বুনন

ছাব্বিসে জন্ম

ষোলতে পূর্ণতা,

এই আমার স্বদেশ

এই আমার বাংলাদেশ।

তপ্ত রোদের

তামাটে বর্ণের

পথ পেরিয়ে

এসেছে আমার স্বদেশ

এই আমার বাংলাদেশ।

হতে হয় মাঝে মাঝে

বিস্ময়ে বিস্মিত

হৃদস্পন্দন স্তব্ধ

উচ্ছাস হারিয়ে

বেদনার নীল রঙে ছড়িয়ে

প্রকম্পিত হয় শরীর

রক্ত হিম হয়ে

বইতে থাকে শিরায় শিরায়

যখন শুনি-

বাংলার জন্মই ব্যর্থ।

ইচ্ছের দাবানল ছড়িয়ে

প্রকম্পিত হয় পথ

রুখে যায় ওরা,

আসবে আবার আসছে

গ্রেনেড স্পিলিংটার ধারন করে বুকে

রুখছে 

রুখবে দামাল ছেলেরা।

এই আমার সোনার দেশ

এই আমার বাংলাদেশ।