মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এই দেশ

আহমেদ অরণ্য

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:২৪ অপরাহ্ণ

এই দেশ

আমার মা, গায়ে সময় মেখে বয়স বাড়াচ্ছেন। আর চুপটি মেরে বসে-

আমাদের শৈশব, পুতুল সাজে বিয়ে বিয়ে খেলায় সুখ খোঁজেন।

আমাদের পরিবারে-

যে, ছোট দৃশ্যগুলো বড় হচ্ছে, ইতিহাস হচ্ছে- দেখা যায়

আমি তার ঘোর শত্রু!

কেননা,

আপনি খেয়াল করে দ্যাখেন?

বেশ্যার শরীর থেকে- ভালো মানুষের গন্ধ, এখন বেশি পওয়া যায় !