একজন মানুষ এসেছিলেন
মানুষের জন্য বট-বিরিক্ষি হয়ে,
নিবিড় ছায়ায় স্নিগ্ধতা
আর
অমলিন ভালোবাসায়।
কোমল কুশুম হাত আর্শীবাদের
ছোঁয়ায় সিক্ত,
হৃদয় গভীরে তাঁর উষ্ণতা
মোহময় আলিঙ্গন।
শুভ্র পূর্ণতা কান্তিদীপ্ত শরীর
কন্ঠে বজ্র হুংকার।
স্বর্গীয় সুষমায় আবৃত
আভিজাত্যের পৌরুষ উদ্দীপ্ততা।
একজন মানুষ এসেছিলেন
মানুষের কাছাকাছি,
মানুষের সীমাহীন দুঃখের
ভাগিদার হয়ে,
গেয়েছেন সাম্যের গান
সত্যের পতাকা তলে।