মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একটি কথা 

নূরুন্নাহার বেগম

২৫ মার্চ, ২০২৩ , ২:২৮ অপরাহ্ণ

একটি কথা

একটি কথা বলতে চেয়ে 

হয়না বলা আর

একটি কথা তোমায় ঘিরে 

তুমি  যেন  আমার। 

এ জীবনে তোমার মতো 

বন্ধু হয় কজনার

গল্পে গল্পে কথার মালা

আছে অনেক বলার ।  

সেই পথঘাট তেমনি আছে

শাপলা শালুক দিঘি 

তুমি আমি দূরের পাখি 

মেনে নিয়েছি নিধি।  

স্বপ্নরা সব মনের মাঝে 

পাখায় উড়াল দেয় 

সকাল বিকাল রোজ এক

আদর খুঁজে নেয়।  

একটি কথা একই ভাষা 

বলতে নেই মানা

স্বপ্নরা সব ভাষা বোঝে 

সুযোগে মেলে ডানা। 

তোমার খোঁজে পথ মাঝে 

হবে কবে দেখা 

মেটাব তখন মনের আশ 

শূন্যে ছড়াবো পাখা।