একটি কথা বলতে চেয়ে
হয়না বলা আর
একটি কথা তোমায় ঘিরে
তুমি যেন আমার।
এ জীবনে তোমার মতো
বন্ধু হয় কজনার
গল্পে গল্পে কথার মালা
আছে অনেক বলার ।
সেই পথঘাট তেমনি আছে
শাপলা শালুক দিঘি
তুমি আমি দূরের পাখি
মেনে নিয়েছি নিধি।
স্বপ্নরা সব মনের মাঝে
পাখায় উড়াল দেয়
সকাল বিকাল রোজ এক
আদর খুঁজে নেয়।
একটি কথা একই ভাষা
বলতে নেই মানা
স্বপ্নরা সব ভাষা বোঝে
সুযোগে মেলে ডানা।
তোমার খোঁজে পথ মাঝে
হবে কবে দেখা
মেটাব তখন মনের আশ
শূন্যে ছড়াবো পাখা।