একটি ছড়া দেশের তরেে
একটি ছড়া তাদের
একটি ছড়া আমজনতার
একটি ছড়া কাদের?
একটি ছড়া ভালবাসা
একটি ছড়া কান্না
একটি ছড়া জেদের বসেই
সত্য কথা কয়না!
একটি ছড়ায় দেশ গড়া আর
একটি ছড়া পাকির
একটি ছড়ায় মিথ্যে স্বপ্ন
একটি ছড়া ফাঁকির।
একটি ছড়া লিখার জন্য
একটি ছড়া বলার
একটি ছড়া ভেঙ্গে ফেলার
একটি ছড়া গড়ার।